মিঠামইন ইউনিয়ন

কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার একটি ইউনিয়ন

মিঠামইন ইউনিয়ন বাংলদেশের ঢাকা বিভাগের কিশোরগঞ্জ জেলার মিটামইন উপজেলার একটি ইউনিয়ন।[][]

মিঠামইন
ইউনিয়ন
মিঠামইন ইউনিয়ন পরিষদ
মিঠামইন ঢাকা বিভাগ-এ অবস্থিত
মিঠামইন
মিঠামইন
মিঠামইন বাংলাদেশ-এ অবস্থিত
মিঠামইন
মিঠামইন
বাংলাদেশে মিঠামইন ইউনিয়নের অবস্থান
স্থানাঙ্ক: ২৪°২৫′৪৩″ উত্তর ৯১°২′৪১″ পূর্ব / ২৪.৪২৮৬১° উত্তর ৯১.০৪৪৭২° পূর্ব / 24.42861; 91.04472 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগঢাকা বিভাগ
জেলাকিশোরগঞ্জ জেলা
উপজেলামিঠামইন উপজেলা উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
সরকার
 • চেয়ারম্যানমোঃ শরীফ কামাল এডভোকেট
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
মানচিত্র
মানচিত্র

অবস্থান ও সীমানা

সম্পাদনা

মিঠামইন ইউনিয়নের উত্তরে গোপদিঘী ইউনিয়ন, দক্ষিণে অষ্টগ্রাম উপজেলা, পশ্চিমে নিকলী উপজেলা, এবং পূর্বে ঘাগড়া ইউনিয়ন।

ইতিহাস

সম্পাদনা

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

গ্রাম সমূহ-

১.ইসলামপুর।

২.কামালপুর।

৩.খিদিরপুর।

৪.কালীপুর।

৫.মহরপুর।

৬.মহিষারকান্দি।

৭.নবাবপুর।

৮.কাজীপাড়া।

৯.বড়হাটি।

১০.সরকারহাটি।

১১.খুলিয়াপাড়া।

১২.গিরিশপুর।

১৩.মৌলভীপাড়া।

১৪.মানিকপুর।

১৫. বোরনপুর৷

১৬.মিষ্টা৷

১৭.উরিয়ন্দ।

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

আয়তন- ২৫.০৬ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা- ২৪,১৩৪ জন।

শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

শিক্ষার হার : ৭৪%

শিক্ষা প্রতিষ্ঠান

  1. মহাবিদ্যালয়ঃ- ১টি
  2. উচ্চবিদ্যালয়ঃ-১টি
  3. উচ্চ বালিকা বিদ্যালয়ঃ- ১টি
  4. দাখিল মাদ্রাসাঃ- ১টি
  5. সরকারী প্রাথমিক বিদ্যালয়ঃ-১২টি
  6. মাদ্রাসাঃ- ২০টি

দর্শনীয় স্থান

সম্পাদনা

১. ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম মহাসড়ক।

২. মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের পৈতৃক নিবাস।

৩. দেশের বৃহত্তম কাঠ বাজার৷

৪. বর্ষায় বিশাল জলরাশির মিঠামইন হাওর।

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

১. মোহাম্মদ আবদুল হামিদ, সাবেক স্পিকার ও বর্তমান রাষ্ট্রপতি (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার)।

২. অধ্যক্ষ আবদুল হক নুরু, শিক্ষাবিদ (জাতীয় পুরস্কার প্রাপ্ত)।

৩. নেহাল আহমেদ তরুণ, অধ্যক্ষ (ঢাকা কলেজ)।

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান চেয়ারম্যান - মোঃ শরীফ কামাল এডভোকেট

প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা
ক্রমিক নাম মেয়াদ
০১
০২
০৩
০৪
০৫
০৬
০৭

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "মিঠামইন ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ১২ ফেব্রুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০ 
  2. "মিটামইন উপজেলা"বাংলাপিডিয়া। ৯ ফেব্রুয়ারি ২০১৫। ১ মে ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ মার্চ ২০২০