স্বাদুপানির জলাবন

(মিঠাপানির জলাবন থেকে পুনর্নির্দেশিত)

স্বাদুপানির জলাবন, মিঠাপানির জলাবন বা প্লাবিত জলাবন,[] হচ্ছে এমন ধরনের অরণ্যসমূহ যা সারা বছরের বা সাময়িক সময়ের জন্য স্বাদু পানিতে নিমজ্জিত থাকে। এটি সাধারণত নদ-নদীর নিম্নভূমি এবং মিঠাপানির হ্রদ এলাকার পাশে গড়ে উঠে। স্বাদুপানির জলাবন উদীচ্য থেকে উষ্ণপ্রধান এবং ক্রান্তীয় থেকে উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলে দেখা যায়।

প্লাবিত জলাবন

ব্রাজিলের আমাজন অববাহিকায়, একটি সাময়িক প্লাবিত জলাবন অবস্থিত যা ভার্জিয়া নামে পরিচিত, যেটি আমাজনের মতো অরণ্যের জন্য বর্তমানে সর্বাধিক ব্যবহৃত। ইগাপো, অন্য আরেকটি শব্দ যা ব্রাজিলের প্লাবিত আমাজনীয় অরণ্য বোঝাতে ব্যবহৃত হয়, যা অনেক সময় ইংরেজিতেও ব্যবহার করা হয়। বিশেষকরে, ভার্জিয়া শব্দ দ্বারা শ্বেতপানির-প্লাবিত বন, এবং ইগাপো দ্বারা কৃষ্ণপানির-প্লাবিত বন বুঝায়।

স্বাদুপানির জলাবন এলাকাসমূহ

সম্পাদনা

আফ্রোক্রান্তীয়

সম্পাদনা

অস্ট্রেলেশিয়া

সম্পাদনা
 
গোয়াইনঘাট, সিলেট, বাংলাদেশে অবস্থিত রাতারগুল জলাবন

নব্যক্রান্তীয়

সম্পাদনা
  • ক্যানটাও ইগাপো অরণ্য (ব্রাজিল)
  • গুরুপা ভার্জিয়া (ব্রাজিল)
  • ইকুইটস ভার্জিয়া (বলিভিয়া, ব্রাজিল, পেরু)
  • মারাজো ভার্জিয়া (ব্রাজিল)
  • মন্টে আলগ্রে ভার্জিয়া (ব্রাজিল)
  • অরিনোকো বদ্বীপ জলাবন (গায়ানা, ভেনেজুয়েলা)
  • প্যান্টানোস দে কেন্টলা (মেক্সিকো)
  • প্যারামারিবো জলাবন (গায়ানা, সুরিনাম)
  • পুরুজ ভার্জিয়া (ব্রাজিল)

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Rain Water Harvesting by Freshwater Flooded Forests" 
  2. "রাতারগুলকে ছাড়িয়ে জুগিরকান্দি 'মায়াবন'"সময় নিউজ। ১ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ১১ আগস্ট ২০২২ 
  3. "সিলেটে নতুন পর্যটন স্পট বুজির বন"দৈনিক নয়া দিগন্ত। ১৮ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২২ 
  4. "Swamp Forest Ratargul : Amazon of Bangladesh ~ Beautiful Bangladesh"। ২৩ ডিসেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৮ 
  5. "লোকচক্ষুর আড়ালে রাতারগুলের চেয়েও বড় ও প্রাচীন জলাবন লক্ষ্মীবাওর"দৈনিক কালের কণ্ঠ। ৩ ডিসেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ৮ আগস্ট ২০২২