মাহমুদপুর ইউনিয়ন, দোহার
ঢাকা জেলার দোহার উপজেলার একটি ইউনিয়ন
মাহমুদপুর ইউনিয়ন হলো বৃহত্তর ঢাকা বিভাগস্থ ঢাকা জিলার অধীন দোহার উপজিলার একটি ইউনিয়ন।
মাহমুদপুর ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
মাহমুদপুর ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে মাহমুদপুর ইউনিয়ন, দোহারের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৩৫′৪০.৬৯৭৫″ উত্তর ৯০°২′৫০.৭৯১২″ পূর্ব / ২৩.৫৯৪৬৩৮১৯৪° উত্তর ৯০.০৪৭৪৪২০০০° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | ঢাকা জেলা |
উপজেলা | দোহার উপজেলা |
প্রতিষ্ঠা | ২০০৩ সালের ১৩ই সেপ্টেম্বর |
সরকার | |
• চেয়ারম্যান | বীর মুক্তিযোদ্ধা আইযুব আলী |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৩৩০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ভৌগোলিক উপাত্ত
সম্পাদনাআয়তন: ১৩,৭১০ একর (১৪বর্গ কিলোমিটার)। ইউনিয়নে ৪৫৬৫টি লোক বসবাস করে।
চৌহদ্দি
সম্পাদনাপদ্মা নদীর পাড়ে ১ একর ৫৮ শতাংশ জমি নিয়ে মাহমুদপুর ইউনিয়ন পরিষদ গঠিত। পূর্বে — দোহার পৌরসভা এবং বিলাশপুর ইউনিয়ন। পশ্চিমে — পদ্মা নদী ও ঝাউকান্দা ইউনিয়ন এবং নয়াবাড়ী ইউনিয়ন। উত্তরে- কুসুমহাটি ও রাইপাড়া ইউনিয়ন। দক্ষিণে — পদ্মা নদী ও ফরিদপুর জেলা। পরিষদের জমি দান করেন মৃত: আ: বাছের মুন্সী। ২০০৩ সালের ১৩ই সেপ্টেম্বর ইউনিয়ন পরিষদ ভবনের উদ্বোধন হয়।[১]
জনসংখ্যার উপাত্ত
সম্পাদনাগ্রাম ও মৌজা
সম্পাদনাইউনিয়ন গ্রাম: ১৫টি মৌজা: ১৫টি
নামকরা ব্যক্তি
সম্পাদনা- আব্দুল বাছের মুন্সি, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ-এর জমি দানকারী।
- মোঃ কাজিম উদ্দিন মিয়া, সাবেক চেয়ারম্যান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ।
- নওয়াব আলী মোল্লা, সাবেক চেয়ারম্যান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ।
- মোঃ তোফাজ্জল হোসেন, চেয়ারম্যান, মাহমুদপুর ইউনিয়ন পরিষদ।
তথ্যসূত্র
সম্পাদনা