মাস্টার আজাদ সিং
ভারতীয় রাজনীতিবিদ
মাস্টার আজাদ সিং উত্তর দিল্লির প্রাক্তন মেয়র এবং ভারতীয় জনতা পার্টির নেতা। [১] তিনি ১৯৯৮ সাল থেকে সক্রিয়ভাবে শিক্ষক রাজনীতিতে অংশগ্রহণ করছেন এবং সরকারি স্কুল শিক্ষক সমিতি, দিল্লির সভাপতি পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। [২] তিনি তার বড় ভাই সাহেব সিং ভার্মার নির্দেশনায় লোকতান্ত্রিক অধ্যাপক মঞ্চের ভিত্তি স্থাপন করেছিলেন যা বর্তমানে শিক্ষক ইউনিয়নের শাসক প্যানেল। তিনি টানা ৩ বার মুন্ডকা থেকে বিজেপির বিধায়ক প্রার্থী হয়েছেন কিন্তু এখনও দিল্লি বিধানসভায় নির্বাচিত হননি।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "New north mayor elected"। hindustantimes.com/। ৫ ফেব্রুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "87% voting in first teacher polls - Times of India"। The Times of India। সংগ্রহের তারিখ ২০১৬-১০-২৯।