মাসুমা আল মুবারক (জন্ম: ১৯৪৭) হচ্ছেন কুয়েতের প্রথম মহিলা মন্ত্রী, ২০০৫ সালের ২০শে জুন তিনি মন্ত্রীসভায় নিযুক্ত হন।[] তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষা লাভ করেছেন এবং রাষ্ট্রবিজ্ঞানের একজন অধ্যাপক।[]

মাসুমা আল মুবারক
জন্ম১৯৪৭ (বয়স ৭৬–৭৭)
শিক্ষাউত্তর টেক্সাস বিশ্ববিদ্যালয় (এম.এ.)
জোসেফ কর্বেল স্কুল (পিএইচ.ডি.)

মাসুমা ১৯৭১ সালে উচ্চশিক্ষা লাভের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি ১৯৭৬ সালে উত্তর টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে এমএ সম্পূর্ণ করেন। পরে তিনি ডেনভার বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট অর্জন করেন।[] ১৯৮২ সাল থেকে তিনি কুয়েত বিশ্ববিদ্যালয়-এ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে শিক্ষাদান করছেন।

তিনি নারীর সমান অধিকারের ক্ষেত্রে সক্রিয় আছেন এবং 'আল আন্বা' পত্রিকায় দৈনিক কলাম লিখেন।[] ২০০২-এ লিঙ্গ বা সহশিক্ষার বিলোপের বিরোধিতা করে তিনি একটি পিটিশনে স্বাক্ষর সংগ্রহ করেন।[]

জুন ২০০৫-এ, প্রধানমন্ত্রী সাবাহ আল আহমদ আল সাবাহ-এর মন্ত্রীসভায় তিনি পরিকল্পনা মন্ত্রী এবং প্রশাসনিক উন্নয়ন বিষয়ক প্রতিমন্ত্রী নিযুক্ত হন।[] ২৫ই আগস্ট ২০০৭-এ, জাহরা-এর একটি হাসপাতালে অগ্নিকান্ডের ঘটনার পর তিনি স্বাস্থ্যমন্ত্রী হিসাবে পদত্যাগ করেন, সেই অগ্নিকান্ডে দুইজন রোগী মৃত্যুবরণ করে।[]

২০০৯ সালের কুয়েতের সংসদীয় নির্বাচনে, তিনি এবং অন্য তিন মহিলা নির্বাচনী আসনে জয়ের মাধ্যমে প্রথম কুয়েতি সংসদে প্রবেশ করেন। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Women In Gulf Politics: A Progress Report"। The Washington Institute for Near East Policy। ২৮ মে ২০০৫। 
  2. "Kuwait's woman minister sworn-in"BBC। ২০ জুন ২০০৫। 
  3. "Person of the Week: Dr. Massouma al-Mubarak"ABC News। ১৭ জুন ২০০৫। 
  4. "Kuwait Names Woman Minister"Arab News। ১৩ জুন ২০০৫। 
  5. Diana Elias (১১ আগস্ট ২০০২)। "Coeducation Nears End at Kuwait University"Los Angeles Times 
  6. "Kuwait Names First Woman Cabinet Member"Asharq Alawsat। ১৩ জুন ২০০৫। ১০ সেপ্টেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ এপ্রিল ২০১৩ 
  7. "Kuwait health minister resigns after hospital fire"Reuters। ২৫ আগস্ট ২০০৭। 
  8. "Kuwait votes for first female MPs"BBC। ১৭ মে ২০০৯।