মাশুক হোসেন আহমেদ
মাশুক হোসেন আহমেদ বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারপতি।[১]
কর্মজীবন
সম্পাদনা২০ আগস্ট ২০০৬ তারিখে, আহমেদ এবং বিচারপতি জয়নুল আবেদীন ব্যাংকের একজন শেয়ারহোল্ডারের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপলাই ব্যাংক লিমিটেড বিক্রির উপর স্থগিতাদেশ জারি করেন।[২]
আহমেদ ও বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ২০০৮ সালের জুলাই মাসে গ্যাটকো দুর্নীতি মামলার বিরুদ্ধে মতিউর রহমান নিজামীর দায়ের করা মামলার শুনানি নিয়ে বিব্রত বোধ করেন। [৩] আহমেদ ও বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী ২১ জুলাই তত্ত্বাবধায়ক সরকারের কাছে জানতে চান কেন ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা ঘোষণাকে অবৈধ ঘোষণা করা হবে না।[৪] আহমেদ ও বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুটি দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করেন।[৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "BANGLADESH: High Court asks government to explain legality of Truth Commission"। Asian Human Rights Commission (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৫।
- ↑ "HC stays the tender process of the Rupali Bank"। HC stays the tender process of the Rupali Bank (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৫।
- ↑ "Judges embarrassed to hear Nizami plea"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৭-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৫।
- ↑ "Govt asked to explain why declaration of emergency not illegal"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৭-২১। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৫।
- ↑ "SC upholds HC orders staying proceedings against Hasina"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২০০৮-০৭-১১। সংগ্রহের তারিখ ২০২৪-০৭-০৫।