মালাইকা অরোরা
মালাইকা অরোরা (জন্ম ২৩ আগস্ট ১৯৭৩) একজন ভারতীয় মডেল ও অভিনেত্রী।[২]
মালাইকা অরোরা | |
---|---|
জন্ম | মালাইকা অরোরা ২৩ আগস্ট ১৯৭৩[১] |
অন্যান্য নাম | মালাইকা অরোরা খান |
পেশা | অভিনেতা, মডেল |
কর্মজীবন | ১৯৯৭-বর্তমান |
দাম্পত্য সঙ্গী | আরবাজ খান (১৯৯৮–২০১৭, তালাক) |
ক্যারিয়ার
সম্পাদনাভারতে এমটিভি চালু হবার পর তিনি ছিলেন চ্যানেলটির সবচেয়ে জনপ্রিয় ভিডিও জকি বা ভিজে। তিনি দ্রুত ভারতে একজন আকর্ষনীয় মডেল ও উপস্থাপিকায় পরিনত হন। মালাইকার মা একজন মালায়লী এবং বাবা একজন পাঞ্জাবী। তার পিতা অনিল অরোরা নৌবাহিনীতে কাজ করতেন। তার মায়ের নাম জয়েস পলিকার্প।[৩]
মুম্বাইয়ের স্বামী বিবেকানন্দ স্কুল থেকে মালাইকা তার দশম গ্রেড সম্পন্ন করেন। তার খালা গ্রেস পলিকার্প ছিলেন সে বিদ্যালয়ের অধ্যক্ষ। তিনি হলি ক্রস কনভেন্ট উচ্চ বিদ্যালয়ের একজন প্রাক্তন ছাত্রীও ছিলেন যেখানে তিনি নবম গ্রেড পর্যন্ত পড়াশোনা করেছেন। মডেলিংকে পেশা হিসেবে নেবার আগে তিনি বরলা সোসাইটির কাছে বাসান্ত টকিসে থাকতেন।
বিভিন্ন পুরস্কার বিতরনী অনুষ্ঠানে তার সপ্রতিভ উপস্থাপনায় মুগ্ধ হয়ে এমটিভি ইন্ডিয়া তাকে তাদের চ্যানেলে নিয়োগ দেয়। এখান থেকে তিনি তার মডেলিং জীবন প্রসারিত করেন। মালাইকা এসময় প্রভূত বিজ্ঞাপনে অংশ নিয়েছিলেন। এছাড়া হিন্দি চলচ্চিত্রে গানের চিত্রায়নে অংশ নিয়ে তিনি জনপ্রিয়তা পেয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু গান হচ্ছে ছাইয়া ছাইয়া (দিল সে ছবিতে শাহরুখ খানের বিপরীতে) এবং কাল ধামাল (কাল ছবিতে)। এর পর তিনি টেলিভশন ও মডেলিং ক্যারিয়ারে জোর দেন।
চলচ্চিত্রের তালিকা
সম্পাদনা- আজা মেরি জান (১৯৯৩)
- দিল সে.." (১৯৯৮) ... বিশেষ উপস্থিতি (ছাইয়া ছাইয়া গানে)
- বিচ্ছু (২০০০) ... কিরন (বিশেষ উপস্থিতি)
- ইন্ডিয়ান (২০০১)
- কাঁটে (২০০২) ... লিসা
- মা তুঝে সালাম (২০০২) ... বিশেষ উপস্থিতি
- কাল (২০০৫) ... বিশেষ উপস্থিতি (কাল ধামাল গানে)
- হেই বেবি (২০০৭) ... বিশেষ উপস্থিতি
- ওম শান্তি ওম (২০০৭) ... বিশেষ উপস্থিতি
- ইএমআই (২০০৮)
- হ্যালো ইন্ডিয়া (২০০৯)
- হাউসফুল (২০১০)
- হ্যাপি নিউ ইয়ার (২০১৪)
নাচ বালিয়ে
সম্পাদনানাচ বালিয়ে নামে একটি নাচের অনুষ্ঠানে তিনি বিচারকের দায়িত্ব পালন করেন। এ অনুষ্ঠানের পরের পর্বেও তিনি বিচার কার্য করছেন।
ব্যক্তিগত জীবন
সম্পাদনাব্যক্তিগত জীবনে তিনি বলিউড অভিনেতা আরবাজ খানের স্ত্রী ছিলেন, যার সাথে একটি কফির বিজ্ঞাপনে তার প্রথম দেখা হয়েছিল।[৪] তাদের আরহান নামে একটি পুত্র-সন্তান রয়েছে। তার বোন অমৃতা অরোরা একজন বলিউড অভিনেত্রী। তার প্রাক্তন স্বামী আরবাজ খানের ভাই সালমান খান খ্যাতিমান বলিউড নায়ক, আরেক ভাই সোহেল খানও বলিউডে অভিনয় করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Munni turns 37!"। Times of India। ২০১০-১০-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১০-১০-২৩।
- ↑ "Chembur will always be our home"। Indian Cinema Gallery। ২৩ অক্টোবর ২০১৪। ২৩ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০১৭।
- ↑ "Malaika Arora – Biography"। Netglimse.com। ৬ এপ্রিল ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মে ২০১০।
- ↑ http://www.hindustantimes.com/bollywood/malaika-arora-khan-arbaaz-khan-confirm-separation-read-their-statement/story-juNCJdjvd6odcZgBn95wYL.html