মালবাজার রেলওয়ে স্টেশন
পশ্চিমবঙ্গের রেলওয়ে স্টেশন
মালবাজার রেলওয়ে স্টেশনটি ওল্ড মালবাজার রেলওয়ে স্টেশন নামেও পরিচিত যা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি জেলার মালবাজার শহরে পরিষেবা দেয়, মালবাজার শহরের অন্য স্টেশনটি হল নিউ মাল জংশন । স্টেশনটি উত্তর- পূর্ব সীমান্ত রেলওয়ে, আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগের নিউ মাল-চ্যাংরাবান্ধা-নতুন কোচবিহার লাইনে অবস্থিত।
মালবাজার জংশন রেলওয়ে স্টেশন | |
---|---|
ভারতীয় রেল স্টেশন | |
অবস্থান | মালবাজার শহর, জলপাইগুড়ি জেলা, পশ্চিমবঙ্গ ভারত |
স্থানাঙ্ক | ২৬°৫১′৫৭″ উত্তর ৮৮°৪৪′১৭″ পূর্ব / ২৬.৮৬৫৭৯৪° উত্তর ৮৮.৭৩৭৯৯৩° পূর্ব |
উচ্চতা | ১৫০.০০ মিটার (৪৯২.১৩ ফুট) |
মালিকানাধীন | ভারতীয় রেল |
পরিচালিত | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
লাইন | নতুন মাল–চ্যাংরাবান্ধা-নতুন কোচবিহার লাইন |
প্ল্যাটফর্ম | ১ |
রেলপথ | ২ ব্রডগেজ |
নির্মাণ | |
পার্কিং | আছে |
অন্য তথ্য | |
অবস্থা | সক্রিয় |
স্টেশন কোড | MLBZ |
অঞ্চল | উত্তর-পূর্ব সীমান্ত রেল |
বিভাগ | আলিপুরদুয়ার রেলওয়ে বিভাগ |
বৈদ্যুতীকরণ | নাই |
অবস্থান | |