মার্শা ক্রস
মার্শা অ্যান ক্রস (Marcia Anne Cross) (জন্ম: ২৫ মার্চ ১৯৬২) মার্কিন যুক্তরাষ্ট্রের একজন টিভি অভিনেত্রী। তিনি এবিসি'র টেলিভিশন ধারাবাহিক ডেস্পারেট্ হাউজওয়াইভ্স-এ 'ব্রি ভ্যান ডে ক্যাম্প'-এর চরিত্রে অভিনয় করে তিনি খ্যাতি অর্জন করেন, এবং এই কাজের জন্য তিনটি শ্রেষ্ঠ সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার এবং একটি হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ মুখ্য অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তাকে এবিসি'র কোয়ান্টিকো ধারাবাহিকের বেশ কিছু পর্বে ক্লেয়ার হাস চরিত্রে দেখা যায়।[১]
মার্শা ক্রস | |
---|---|
Marcia Cross | |
জন্ম | মার্শা অ্যান ক্রস ২৫ মার্চ ১৯৬২ মার্লবরা, ম্যাসাচুসেট্স, মার্কিন যুক্তরাষ্ট্র |
শিক্ষা | জুইলিয়ার্ড স্কুল (বিএফএ) অ্যান্টিয়োচ বিশ্ববিদ্যালয়, লস অ্যাঞ্জেলেস (এমএস) |
পেশা | অভিনেত্রী |
কর্মজীবন | ১৯৮৪–বর্তমান |
দাম্পত্য সঙ্গী | টম ম্যাহোনি (বি. ২০০৬) |
সন্তান | ২ |
কর্মজীবন
সম্পাদনাক্রস ১৯৮৪ সালে দ্য এজ অব নাইট সোপ অপেরায় লিজ করেল চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে তার টেলিভিশন কর্মজীবন শুরু করেন। পরবর্তী কালে তিনি নিউ ইয়র্ক থেকে লস অ্যাঞ্জেলেসে চলে যান এবং টেলিভিশন চলচ্চিত্রে কাজ শুরু করেন, তন্মধ্যে রয়েছে জনি ক্যাশ ও ক্রিস ক্রিস্টোফারসনের সাথে দ্য লাস্ট ডেজ অব ফ্র্যাঙ্ক অ্যান্ড জেসি জেমস।[২] ১৯৮৬ সালে তিনি এবিসি'র দিবাকালীন সোপ অপেরা ওয়ান লাইফ টু লিভ-এর অভিনয়শিল্পী দলে যোগ দেন এবং ১৯৮৭ সাল পর্যন্ত এই সোপ অপেরায় কেট স্যান্ডার্স চরিত্রে অভিনয় করেন। পরে তিনি রাত্রিকালীন অনুষ্ঠান, যেমন হুজ দ্য বস?, কোয়ান্টাম লিপ, নটস ল্যান্ডিং ও চিয়ার্স-এ অতিথি ভূমিকায় অভিনয় করেন। ১৯৯২ সালে তিনি ফক্সের রাত্রিকালীন সোপ অপেরা মেলরোজ প্লেস-এ ডক্টর কিম্বার্লি শ চরিত্রে অভিনয় করেন।[২]
২০০৪ সালে তিনি এবিসি'র টেলিভিশন ধারাবাহিক ডেস্পারেট্ হাউজওয়াইভ্স-এ 'ব্রি ভ্যান ডে ক্যাম্প'-এর চরিত্রে শ্রেষ্ঠাংশে অভিনয়ের জন্য যুক্ত হন। ধারাবাহিকটি ২০০৪-২০০৫ সালে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে এবং এই কাজের জন্য ক্রস তিনটি সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক অভিনেত্রী বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার, একটি হাস্যরসাত্মক ধারাবাহিকে শ্রেষ্ঠ মুখ্য অভিনেত্রী বিভাগে প্রাইমটাইম এমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। এছাড়া তিনি পাঁচটি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড পুরস্কারের মনোনয়ন থেকে অভিনয়শিল্পী-কলাকুশলী বিভাগে দুটি পুরস্কার অর্জন করেন এবং এই ধারাবাহিকের দ্বিতীয় মৌসুমের জন্য সেরা সঙ্গীতধর্মী বা হাস্যরসাত্মক টেলিভিশন ধারাবাহিক অভিনেত্রী বিভাগে স্যাটেলাইট পুরস্কার অর্জন করেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Marcia Cross Tapped For 'Quantico' Role"। ডেডলাইন। নভেম্বর ৬, ২০১৫। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
- ↑ ক খ ""Desperate housewives" – så gick det sen"। এক্সপ্রেসেন (সুইডিশ ভাষায়)। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্সটাগ্রামে মার্শা ক্রস
- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে মার্শা ক্রস (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে মার্শা ক্রস (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মার্শা ক্রস (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে মার্শা ক্রস (ইংরেজি)