মার্টিন কুপার
মার্টিন "মার্টি" কুপার (ইংরেজি: Martin "Marty" Cooper; জন্ম: ২৬ ডিসেম্বর, ১৯২৮) ইলিনয়িস রাজ্যের শিকাগোতে জন্মগ্রহণকারী বিখ্যাত মার্কিন আবিষ্কারক। তারবিহীন টেলিফোন শিল্প হিসেবে মোবাইল ফোনের পথিকৃৎ হিসেবে বৈশ্বিকভাবে পরিচিত হয়ে আছেন। এ শিল্পে তার সর্বমোট এগারোটি মেধাস্বত্ব রয়েছে। বর্তমান সময়ের বেতার তরঙ্গ ব্যবস্থাপনায় অন্যতম শীর্ষস্থানীয় আবিষ্কারক তিনি।[১][২]
মার্টিন কুপার | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | আমেরিকান |
শিক্ষা | ইলিনয়িস ইনস্টিটিউট অব টেকনোলজি (বি.এস.ই.ই.; এম.এস.ই.ই.) |
পেশা | আবিষ্কারক উদ্যোক্তা নির্বাহী |
নিয়োগকারী | মোটোরোলা অ্যারেকমের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডায়না এলএলসি’র সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতি |
পরিচিতির কারণ | সেলুলার মোবাইল ফোনের আবিষ্কার। বিশ্বের প্রথম সেলুলার মোবাইল ফোনের মাধ্যমে কথা বলেন। |
দাম্পত্য সঙ্গী | আর্লিন হ্যারিস |
ব্যক্তিগত জীবন
সম্পাদনা১৯৫০ সালে ইলিনয়িস ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন কুপার। স্নাতক ডিগ্রী শেষে কোরিয়ার যুদ্ধের সময় মার্কিন নৌবাহিনীর সংরক্ষিত বাহিনীতে সাবমেরিন অফিসারের তালিকায় অন্তর্ভুক্ত করেন নিজেকে।[১] ১৯৫৭ সালে আইআইটি থেকেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। ২০০৪ সালে এখান থেকেই সম্মানসূচক ডক্টরেট ডিগ্রী লাভ করেন তিনি। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন।
বিশিষ্ট উদ্যোক্তা, আবিষ্কারক, বিনিয়োগকারী এবং নীতি পরামর্শক ও তারবিহীন মোবাইলের ফার্স্ট লেডি[৩] হিসেবে পরিচিত আর্লিন হ্যারিসকে বিয়ে করেন মার্টিন কুপার।[৪]
কর্মজীবন
সম্পাদনা১৯৭০-এর দশকে মোটোরোলা কোম্পানীতে কর্মরত অবস্থায় প্রথমবারের মতো হাতের মুঠোয় মোবাইল ফোন থেকে কথা বলেন এবং এর উন্নয়নে কাজ করে যান। এরপর এটিকে বাজারজাতকরণে নিয়ে আসেন।[৫][৬] এরফলে তিনি বৈশ্বিকভাবে সেল ফোনের জনকের মর্যাদা পান।[১][৫][৭][৮] এছাড়াও তিনি আধুনিক বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে জনসমক্ষে মোবাইল ফোনধারী হয়ে আছেন।[৯]
তার স্ত্রী ও বিশিষ্ট ব্যবসায়িক অংশীদার আর্লিন হ্যারিসের সাথে অনেকগুলো যোগাযোগ বিষয়ক কোম্পানী গঠন করেন।[১০] বর্তমানে তিনি ক্যালিফোর্নিয়ার দেল মার এলাকায় অবস্থিত ডায়না এলএলসি কোম্পানীর সহ-প্রতিষ্ঠাতা ও সভাপতির দায়িত্ব পালন করছেন। এছাড়াও, ফেডারেল কমিউনিকেশন্স কমিশন[১১] এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে জড়িত রয়েছেন কুপার।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Encyclopedia of World Biography, 2008
- ↑ Companies Try to Create Room on Radio Spectrum, New York Times, July 6, 2012
- ↑ "Jitterbug: the anti-MVNO,, Fierce Wireless, June 15, 2007"। মার্চ ৩, ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুন ১, ২০১৩।
- ↑ The First Lady of Wireless Built Mobile startup to Send Message of Simplicity, Xconomy, San Diego, March 13, 2009
- ↑ ক খ A Chat With the Man Behind the Mobiles[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], BBC, April 21, 2003
- ↑ Meet Marty Cooper, the Inventor of the Mobile Phone[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], BBC, April 23, 2010
- ↑ Father of the Cell Phone, Economist, June 4, 2009
- ↑ The Cell Phone: Marty Cooper's Big Idea ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৮ জানুয়ারি ২০২০ তারিখে, CBS News 60 Minutes, June 11, 2010
- ↑ 38 years ago he made the first cell phone call, CNN. April 3, 2011
- ↑ Wireless Hall of Fame – Arlene Harris, RCR Wireless, May 26, 2007
- ↑ Carriers Warn of Crisis in Mobile Spectrum, New York Times, April 17, 2012