মার্কোস আলোনসো
মার্কোস আলোনসো মেন্দোসা (জন্ম: ২৮ ডিসেম্বর ১৯৯০) একজন পেশাদার ফুটবলার যিনি স্পেনীয় লা লিগার দল বার্সেলোনা এবং স্পেন জাতীয় দলের হয়ে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
ব্যক্তিগত তথ্য | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | মার্কোস আলোনসো মেন্দোসা[১] | ||||||||||||||||
জন্ম | [২] | ২৮ ডিসেম্বর ১৯৯০||||||||||||||||
জন্ম স্থান | মাদ্রিদ, স্পেন | ||||||||||||||||
উচ্চতা | ১.৮৯ মিটার (৬ ফুট ২+১⁄২ ইঞ্চি)[২] | ||||||||||||||||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||||||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||||||
বর্তমান দল | বার্সেলোনা | ||||||||||||||||
জার্সি নম্বর | ১৭ | ||||||||||||||||
যুব পর্যায় | |||||||||||||||||
১৯৯৯–২০০৮ | রিয়াল মাদ্রিদ | ||||||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়* | |||||||||||||||||
বছর | দল | ম্যাচ | (গোল) | ||||||||||||||
২০০৮–২০১০ | রিয়াল মাদ্রিদ কাস্তিয়া | ৩৯ | (৩) | ||||||||||||||
২০১০ | রিয়াল মাদ্রিদ | ১ | (০) | ||||||||||||||
২০১০–২০১৩ | বোল্টন | ৩৫ | (৫) | ||||||||||||||
২০১৩–২০১৬ | ফিওরেন্তিনা | ৫৮ | (৪) | ||||||||||||||
২০১৪ | → সান্ডারল্যান্ড (ধারে) | ১৬ | (০) | ||||||||||||||
২০১৬–২০২২ | চেলসি | ১৫৪ | (২৫) | ||||||||||||||
২০২২ | বার্সেলোনা | ১ | (০) | ||||||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||||||
২০০৯ | স্পেন অনূর্ধ্ব-১৯ | ৩ | (০) | ||||||||||||||
২০১৮– | স্পেন | ৯ | (০) | ||||||||||||||
অর্জন ও সম্মাননা
| |||||||||||||||||
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০ সেপ্টেম্বর ২০২২ তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২ জুন ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। |
আলোনসোর ফুটবলার জীবনের হাতেখড়ি হয় রিয়াল মাদ্রিদ এর যুব প্রকল্পে। ২০০৮ সালে রিয়াল মাদ্রিদ কাস্তিয়ার হয়ে তার পেশাদার ফুটবলার জীবন শুরু হয়। ২০০৯ সালে রিয়াল মাদ্রিদ মূল দলে তার অভিষেক হয়। কিন্তু রিয়াল মাদ্রিদের হয়ে তার পরবর্তীতে আর খেলার সুযোগ হয় নি। ২০১০ সালে তিনি ইংরেজ ক্লাব বোল্টন ওয়ান্ডারার্স এ যোগদান করেন। সেখানে তিন মৌসুম খেলার পর তিনি ইতালীয় ক্লাব ফিওরেন্তিনা তে যোগদান করেন। ২০১৩–১৪ মৌসুমের দ্বিতীয়ার্ধে তিনি ধারে ইংরেজ দ্বিতীয় বিভাগের দল সান্ডারল্যান্ড এর হয়ে খেলেন। ২০১৬ সালে তিনি আবার ইংল্যান্ডে ফিরে আসেন চেলসির হয়ে খেলার জন্য। চেলসিতে আলোনসো তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল সময় কাটান। এই ক্লাবের হয়ে তিনি একটি প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি একটি উয়েফা ইউরোপা লিগ, একটি উয়েফা চ্যাম্পিয়নস লিগ এবং একটি ফিফা ক্লাব বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করেন। ২০২২ সালে তিনি স্পেনের ক্লাব বার্সেলোনায় যোগদান করেন।
আলোনসো স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলেছেন। ২০১৮ সালের ২৭ মার্চ আর্জেন্টিনার বিপক্ষে তার স্পেন জাতীয় দল-এ অভিষেক হয়। তিনি ২০২০–২১ উয়েফা নেশনস লিগ-এ রানার-আপ হওয়া স্পেন দলের অংশ ছিলেন।
পরিসংখ্যান
সম্পাদনাক্লাব
সম্পাদনাক্লাব | মৌসুম | লিগ | জাতীয় কাপ | লিগ কাপ | ইউরোপীয় | অন্যান্য | মোট | |||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
বিভাগ | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
রিয়াল মাদ্রিদ কাস্তিয়া | ২০০৮–০৯ | সেহুন্দা দিভিসিওন বি | ১১ | ০ | — | — | — | — | ১১ | ০ | ||||
২০০৯–১০ | ২৮ | ৩ | — | — | — | — | ২৮ | ৩ | ||||||
মোট | ৩৯ | ৩ | — | — | — | — | ৩৯ | ৩ | ||||||
রিয়াল মাদ্রিদ | ২০০৯–১০ | লা লিগা | ১ | ০ | ০ | ০ | — | ০ | ০ | ০ | ০ | ১ | ০ | |
বোল্টন | ২০১০–১১ | প্রিমিয়ার লিগ | ৪ | ০ | ৩ | ০ | ২ | ০ | — | — | ৯ | ০ | ||
২০১১–১২ | ৫ | ১ | ১ | ০ | ১ | ০ | — | — | ৭ | ১ | ||||
২০১২–১৩ | ইএফএল চ্যাম্পিয়নশিপ | ২৬ | ৪ | ৩ | ০ | ১ | ০ | — | — | ৩০ | ৪ | |||
মোট | ৩৫ | ৫ | ৭ | ০ | ৪ | ০ | — | — | ৪৬ | ৫ | ||||
ফিওরেন্তিনা | ২০১৩–১৪ | সেরিয়ে আ | ৩ | ০ | ০ | ০ | — | ৬ | ০ | — | ৯ | ০ | ||
২০১৪–১৫ | ২২ | ১ | ৩ | ০ | — | ১০ | ১ | — | ৩৫ | ২ | ||||
২০১৫–১৬ | ৩১ | ৩ | ১ | ০ | — | ৭ | ০ | — | ৩৯ | ৩ | ||||
২০১৬–১৭ | ২ | ০ | ০ | ০ | — | 0 | 0 | — | ২ | ০ | ||||
মোট | ৫৮ | ৪ | ৪ | ০ | — | ২৩ | ১ | — | ৮৫ | ৫ | ||||
সান্ডারল্যান্ড (ধারে) | ২০১৩–১৪ | প্রিমিয়ার লিগ | ১৬ | ০ | ১ | ০ | ৩ | ০ | — | — | ২০ | ০ | ||
চেলসি | ২০১৬–১৭ | প্রিমিয়ার লিগ | ৩১ | ৬ | ৩ | ০ | ১ | ০ | — | — | ৩৫ | ৬ | ||
২০১৭–১৮ | ৩৩ | ৭ | ৩ | ১ | ২ | ০ | ৭ | ০ | ১ | ০ | ৪৬ | ৪ | ||
২০১৮–১৯ | ৩১ | ২ | ২ | ০ | ১ | ০ | ৪ | ২ | ১ | ০ | ৩৯ | ৪ | ||
২০১৯–২০ | ১৮ | ৪ | ৪ | ০ | ২ | ০ | ৫ | ০ | ০ | ০ | ২৯ | ৪ | ||
২০২০–২১ | ১৩ | ২ | ২ | ০ | ০ | ০ | ২ | ০ | — | ১৭ | ২ | |||
২০২১–২২ | ২৮ | ৪ | ৩ | ১ | ৫ | ০ | ৮ | ০ | ২ | ০ | ৪৬ | ৫ | ||
মোট | ১৫৪ | ২৫ | ১৭ | ২ | ১১ | ০ | ২৬ | ২ | ৪ | ০ | ২১২ | ২৯ | ||
বার্সেলোনা | ২০২২–২৩ | লা লিগা | ১ | ০ | ০ | ০ | — | ০ | ০ | ০ | ০ | ১ | ০ | |
সর্বমোট | ৩০৪ | ৩৭ | ২৯ | ২ | ১৮ | ০ | ৪৯ | ৩ | ৪ | ০ | ৪০৪ | ৪২ |
আন্তর্জাতিক
সম্পাদনা- ১২ জুন ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।[৫]
জাতীয় দল | সাল | উপস্থিতি | গোল |
---|---|---|---|
স্পেন | ২০১৮ | ৩ | ০ |
২০২১ | ২ | ০ | |
২০২২ | ৪ | ০ | |
মোট | ৯ | ০ |
অর্জন ও সম্মাননা
সম্পাদনাক্লাব
সম্পাদনা- সান্ডারল্যান্ড
- ফুটবল লিগ কাপ রানার-আপ: ২০১৩–১৪[৬]
- চেলসি
- প্রিমিয়ার লিগ: ২০১৬–১৭[৭]
- এফএ কাপ: ২০১৭–১৮;[৮] রানার-আপ: ২০১৬–১৭,[৯] ২০১৯–২০,[১০] ২০২০–২১,[১১] ২০২১–২২[১২]
- উয়েফা চ্যাম্পিয়নস লিগ: ২০২০–২১[১৩]
- উয়েফা ইউরোপা লিগ: ২০১৮–১৯[১৪]
- উয়েফা সুপার কাপ: ২০২১[১৫]
- ফিফা ক্লাব বিশ্বকাপ:২০২১[১৬]
- ফুটবল লিগ কাপ রানার-আপ: ২০১৮–১৯,[১৭] ২০২১–২২[১৮]
জাতীয়
সম্পাদনা- স্পেন
- উয়েফা নেশনস লিগ রানার-আপ: ২০২০–২১[১৯]
ব্যক্তিগত
সম্পাদনা- পিএফএ বর্ষসেরা দল: ২০১৭–১৮ প্রিমিয়ার লিগ[২০]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Squad List: FIFA Club World Cup UAE 2021: Chelsea FC" (পিডিএফ)। FIFA। ৯ ফেব্রুয়ারি ২০২২। পৃষ্ঠা 1। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২২।
- ↑ ক খ "Marcos Alonso"। Chelsea F.C.। ১১ জুলাই ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "Marcos Alonso"। Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭।
- ↑ ইএসপিএন এফসিতে মার্কোস আলোনসো (ইংরেজি)
- ↑ "Marcos Alonso"। EU-Football.info। সংগ্রহের তারিখ ৬ অক্টোবর ২০২১।
- ↑ McNulty, Phil (২ মার্চ ২০১৪)। "Manchester City 3–1 Sunderland"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৩ অক্টোবর ২০১৭।
- ↑ "Marcos Alonso: Overview"। Premier League। সংগ্রহের তারিখ ১৫ এপ্রিল ২০১৮।
- ↑ McNulty, Phil (১৯ মে ২০১৮)। "Chelsea 1–0 Manchester United"। BBC Sport। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২।
- ↑ McNulty, Phil (২৭ মে ২০১৭)। "Arsenal 2–1 Chelsea"। BBC Sport। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২।
- ↑ McNulty, Phil (১ আগস্ট ২০২০)। "Arsenal 2–1 Chelsea"। BBC Sport। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০২০।
- ↑ McNulty, Phil (১৫ মে ২০২১)। "Chelsea 0–1 Leicester City"। BBC Sport। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২।
- ↑ McNulty, Phil (১৪ মে ২০২২)। "Chelsea 0–0 Liverpool"। BBC Sport। সংগ্রহের তারিখ ১৪ মে ২০২২।
- ↑ McNulty, Phil (২৯ মে ২০২১)। "Manchester City 0–1 Chelsea"। BBC Sport। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২।
- ↑ Bevan, Chris (২৯ মে ২০১৯)। "Chelsea 4–1 Arsenal"। BBC Sport। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২।
- ↑ Sterling, Mark (১১ আগস্ট ২০২১)। "Chelsea 1–1 Villarreal"। BBC Sport। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২।
- ↑ "Chelsea 2–1 Palmeiras"। BBC Sport। ১২ ফেব্রুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২।
- ↑ McNulty, Phil (২৪ ফেব্রুয়ারি ২০১৯)। "Chelsea 0–0 Manchester City"। BBC Sport। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২।
- ↑ McNulty, Phil (২৭ ফেব্রুয়ারি ২০২২)। "Chelsea 0–0 Liverpool"। BBC Sport। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২।
- ↑ "Spain 1–2 France: Updates"। UEFA। সংগ্রহের তারিখ ৪ মার্চ ২০২২।
- ↑ "Manchester City players dominate PFA team of the year"। BBC Sport। ১৮ এপ্রিল ২০১৮। সংগ্রহের তারিখ ৫ মে ২০১৮।