মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ
মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ বা মালেমাবাদ (ইংরেজি: Marxism–Leninism–Maoism বা M–L–M বা MLM) হচ্ছে একটি রাজনৈতিক দর্শন যেটি মার্কসবাদ-লেনিনবাদ এবং মাওবাদের কিছু দিকের ভিত্তির উপর প্রতিষ্ঠিত।[১] মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ প্রথম ১৯৮২ সালে শাইনিং পাথের মাধ্যমে আনুষ্ঠানিক রূপ লাভ করে।[২]
মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের সংশ্লেষণ মাও সেতুং-এর জীবদ্দশায় ঘটেনি। ১৯৬০-এর দশক থেকে, যে গোষ্ঠীগুলি নিজেদেরকে মাওবাদী বলত বা মাওবাদকে সমর্থন করত, তারা মাওবাদের সাধারণ বোঝাপড়ার চারপাশে ঐক্যবদ্ধ ছিল না বরং তা পরিবর্তে মাও-এর রাজনৈতিক, দার্শনিক, অর্থনৈতিক এবং সামরিক কাজের বিশেষ ধরনের নিজস্ব ব্যাখ্যা ছিল; তাদের সেসব অসংগঠিত মতাদর্শিক প্রবণতাগুলি মাও সেতুং চিন্তাধারার অন্তর্ভুক্ত ছিল এবং এখনও রয়েছে। মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদের অনুসারীরা এটিকে মার্কসবাদের একটি ঐক্যবদ্ধ, সুসংগত উচ্চতর পর্যায় বলে দাবি করে এবং পেরুর শাইনিং পাথ দ্বারা পরিচালিত জনযুদ্ধের অভিজ্ঞতার ভেতর দিয়ে ১৯৮০-এর দশক পর্যন্ত এটি সংশ্লেষিত হয়নি। এটি মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদকে মার্কসবাদের নতুন বিকাশ হিসাবে চিহ্নিত করার জন্য শাইনিং পাথকে নেতৃত্বে এনে দেয়।[২]
উৎপত্তি
সম্পাদনামাওবাদ ১৯৬০-এর দশকের পর থেকে মাও সেতুং চিন্তাধারার সমার্থক হিসেবে বিবেচিত (এছাড়াও এটি মার্কসবাদ- লেনিনবাদ মাও চিন্তাধারা নামে পরিচিত) — যখন অনেক সংশোধনবাদ বিরোধী মার্কসবাদী সংগঠন চীন-সোভিয়েত বিভাজন অনুসরণ করতে গিয়ে চীনের পক্ষ গ্রহণ করে — ১৯৯৩ সাল পর্যন্ত এটি চলতে থাকে যতক্ষণ না, বিপ্লবী আন্তর্জাতিকতাবাদী আন্দোলন (রিম) মার্কসবাদ-লেনিনবাদের নতুন ও উচ্চতর স্তর হিসেবে মার্কসবাদ-লেনিনবাদ-মাওবাদ কে বিধিবদ্ধ করে।[৩] এটি মাওবাদী আন্দোলনে ফাটল সৃষ্টি করে, মাও সেতুং চিন্তাধারার অনুগামীরা রিম ত্যাগ করে এবং মার্কসবাদী-লেনিনবাদী পার্টি ও সংগঠনসমূহের আন্তর্জাতিক সম্মেলন-এ সমবেত হয়।[৪]
আরো পড়ুন
সম্পাদনা- Marxism–Leninism–Maoism Basic Course (পিডিএফ) (5th সংস্করণ)। Paris: Foreign Languages Press। ২০১৯। আইএসবিএন 9781539435761।
- Moufawad-Paul, Joshua (২০১৬)। Continuity and Rupture: Philosophy in the Maoist Terrain। Winchester, UK: John Hunt Publishing। আইএসবিএন 9781785354762।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Long Live Marxism-Leninism-Maoism!"। Revolutionary Internationalist Movement। এপ্রিল ১১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪।
- ↑ ক খ "On Marxism-Leninism-Maoism"। MLM Library। Communist Party of Peru। ১৯৮২। ২৮ জুলাই ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০২০।
- ↑ Moufawad-Paul, Joshua। "Onwards Maoist Century!"। সংগ্রহের তারিখ ১৫ জুন ২০১৪।
"Maoism today"। PCR-RCP। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।
"International Situation of Marxism-Leninism-Maoism"।
"Maoism or Trotskyism" (পিডিএফ)। সংগ্রহের তারিখ ১৮ জুন ২০১৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] - ↑ Cailmail, Benoît। "A History of Nepalese Maoism since its Foundation by Mohan Bikram Singh" (পিডিএফ)। European Bulletin of Himalayan Research। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪।