মামদী মোল্যা উচ্চ বিদ্যালয়
মামদী মোল্যা উচ্চ বিদ্যালয় (সংক্ষেপে এমএমএসএসি), একটি সম্মিলিত প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় যা গাজীপুর সদর উপজেলার টঙ্গীতে অবস্থিত। এটি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়েছিল।[১] প্রতিষ্ঠানটিতে বাংলা অনুষদে দুই বছরের প্রাক-প্রাথমিক, পাঁচ বছরের প্রাথমিক এবং পাঁচ বছরের মাধ্যমিক শিক্ষার ব্যবস্থা রয়েছে। এই বিদ্যালয়টি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে।[২][৩] ২০০৯ থেকে ২০১১ সালে স্কুলটি স্থানীয় এলাকায় ৪র্থ স্থান অধিকার লাভ করেছিল এবং ২০১২ থেকে এখন পর্যন্ত এটি এসএসসি পরীক্ষায় উক্ত এলাকায় তৃতীয় স্থানে রয়েছে।[৪]
মামদী মোল্যা উচ্চ বিদ্যালয় | |
---|---|
অবস্থান | |
১৭১১ বাংলাদেশ | |
স্থানাঙ্ক | ২৩°৫৪′৪৭″ উত্তর ৯০°২৩′৩২″ পূর্ব / ২৩.৯১৩১১৮° উত্তর ৯০.৩৯২৩৪৩° পূর্ব |
তথ্য | |
ধরন | প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক প্রতিষ্ঠান |
প্রতিষ্ঠাকাল | ১৯৯৪ |
প্রতিষ্ঠাতা | নাসির উদ্দিন মোল্লা |
বিদ্যালয় বোর্ড | ঢাকা শিক্ষা বোর্ড |
ইআইআইএন | ১৩৪১১৮ |
অধ্যক্ষ | ওয়াহিদা সুলতানা (২০০৫ | - বর্তমান)
প্রধান শিক্ষক | মোকসুদুর রহমান রতন (২০১৭ | - বর্তমান)
শ্রেণি | শিশু শ্রেণী থেকে দশম শ্রেণী |
লিঙ্গ | ছেলে ও মেয়ে (সহশিক্ষা) |
বয়সসীমা | ৪-১৬ |
ভর্তি | ১২০০+ |
ভাষা | বাংলা |
ক্যাম্পাসের ধরন | পৌর |
রং |
|
অন্তর্ভুক্তি | এনটিআরসিএ |
ওয়েবসাইট | www |
ইতিহাস
সম্পাদনা১৯৯৪ সালে গাজীপুর সিটি কর্পোরেশনের প্রাক্তন কাউন্সিলর জনাব নাসির উদ্দিন মোল্লা এই বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা তার প্রয়াত পিতার নাম 'মামদী মোল্লা'-র নামানুসারে এর নামকরণ করেন "মামদী মোল্যা উচ্চ বিদ্যালয়"। ২০১৩ সালে ঢাকা শিক্ষা বোর্ড শিক্ষার্থীদের জন্য দশম শ্রেণি পর্যন্ত চালু করে এই বিদ্যালয়কে একটি মাধ্যমিক বিদ্যালয় হিসাবে অনুমোদন দেয়।[১]
অবস্থান
সম্পাদনামামদী মোল্যা উচ্চ বিদ্যালয় গাজীপুর সদর উপজেলার ৫৪ নং ওয়ার্ডের উত্তর আউচপাড়ার মোল্লা বাড়ি রোডের পাশে অবস্থিত।[৪]
গাছপালা আর সবুজে ঘেরা প্রতিষ্ঠানটির মনোরম পরিবেশে ৬তলা বিশিষ্ট ভবন রয়েছে। সর্বশেষ শহীদ আহসান উল্লাহ মাস্টার ভবন উদ্ধোধন করা হয় ২০২১ সালে। প্রতিষ্ঠানটির মূল সীমানার ভিতর একটি মাঠ এবং এর পাশেই একটি পুকুর রয়েছে।
শিক্ষাক্রম
সম্পাদনাপ্রতিষ্ঠানটি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রদত্ত জাতীয় পাঠ্যক্রমটি ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বিদ্যমান সকল শ্রেণি ও পরীক্ষার জন্য অনুসরণ করে। এই পাঠ্যক্রমটিতে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সরকারি নিয়ম মেনে এই পাঠ্যক্রমটি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। শিক্ষার্থীরা মানবিক, ব্যাবসায় শিক্ষা ও বিজ্ঞান- এই তিনটি প্রধান শাখার মধ্যে একটি বেছে নিতে পারে।[১]
চিত্রশালা
সম্পাদনা-
একাডেমিক ভবন
-
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (২০২২)
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ "মামদী মোল্যা উচ্চ বিদ্যালয়"। সহপাঠী।
- ↑ "BANBEIS School List"। Bangladesh Bureau of Educational Information and Statistics (BANBEIS)।
- ↑ "CENTER-WISE SCHOOL LIST FOR SSC - 2024" (পিডিএফ)। BOARD OF INTERMEDIATE AND SECONDARY EDUCATION, DHAKA।
- ↑ ক খ "Mamdee Mollah School & College"। www.findglocal.com।