মানিকহাট ইউনিয়ন
মানিকহাট ইউনিয়ন বাংলাদেশের রাজশাহী বিভাগের পাবনা জেলার সুজানগর উপজেলা একটি ইউনিয়ন।[১][২]
সুজানগর | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে মানিকহাট ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৫৩′১″ উত্তর ৮৯°৩৫′২৭″ পূর্ব / ২৩.৮৮৩৬১° উত্তর ৮৯.৫৯০৮৩° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | রাজশাহী বিভাগ |
জেলা | পাবনা জেলা |
উপজেলা | সুজানগর উপজেলা |
গণতান্ত্রিক | পাবনা ০২ আসন(সংসদীয় ৬৯ আসন) |
আয়তন | |
• মোট | ৩০.৭৫ বর্গকিমি (১১.৮৭ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১ আদমশুমারী অনুযায়ী) | |
• মোট | ৩৩,২২৫ প্রায় (পুরুষ ১৬,৩৬৫নারী ১৫,৮৬০) |
সাক্ষরতার হার | |
• মোট | ৭০% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
ইতিহাস
সম্পাদনামানিকহাট ইউনিয়ন ১৮টি গ্রাম ও ১৬টি মৌজা নিয়ে গঠিত। এই এলাকার প্রধান পেশা হল কৃষি। ইউনিয়নের দক্ষিণে পদ্মা নদী এবং উত্তরে গাজনার বিল আছে যার সৌন্দর্য উপভোগ করতে প্রচুর মানুষের সমাগম হয়।
অবস্থান
সম্পাদনাইউনিয়ন পরিষদ
সম্পাদনাখেতুপারা গ্রামের বিল খেতুপারা সরকারী প্রাথ্যমিক বিদ্যালয় সংলগ্ন স্থানে দুইটি বড় দালানে স্থায়ী ভাবে মানিকহাট ইউনিয়নের ইউনিয়ন পরিষদ স্থাপিত হয়েছে ।
যোগাযোগ ব্যবস্থা
সম্পাদনাঅত্র অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো । পাকা রাস্তা রয়েছে ৩৫ কিমিঃ ও কাঁচা রাস্তা রয়েছে ৪০ কিমিঃ ।[৩]
রাস্তা ঘাট
সম্পাদনাহাট বাজার
সম্পাদনাএই ইউনিয়নে কয়েকটি হাট আছে। তার মধ্যে উল্লেখযোগ্য
১। বোনকোলা হাট ২। মানিকহাট হাট
ও কয়েকটি বাজার রয়েছে
১। বোনকোলা হাজীর বাজার ২। ভিটবিলা বাজার ৩। উলাট বাজার ৪। মোমিনপাড়া সাপ্তাহিক বাজার
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনাএই ইউনিয়নে ৪ টি ডিগ্রি কলেজ,৬ টি মাধ্যমিক বিদ্যালয়,১১ টি সরকারী প্রাথ্যমিক বিদ্যালয় রয়েছে
ডিগ্রি কলেজ সমুহঃ
১। সেলিম রেজা হাবিব ডিগ্রি কলেজ
২। জাকিয়া হাবিব কৃষি কলেজ
৩। হবিবুর রহমান টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজম্যান্ট কলেজ
৪। উলাট সিদ্দিকীয়া ফাযিল(ডিগ্রি) মাদরাসা
উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সমুহঃ
১। বোনকোলা হাইস্কুল এন্ড কলেজ
২। বোনকোলা গার্লস স্কুল
৩। মানিকহাট হাই স্কুল
৪। উলাট সিদ্দিকীয়া ফাযিল মাদরাসা
৫। মালিফা হাই স্কুল
৬। মাছপারা গার্লস স্কুল
দর্শনীয় স্থান
সম্পাদনামানিকহাট ইউনিয়নে দর্শনীয় স্থান হিসাবে শোভা পেযেছে বিল গাজনার একাংশ। যেখানে প্রচুর মানুষ এর সৌন্দর্য্য উপভোগ করতে আসেন। অন্য একটি হলো আত্রাই নদীর অববাহিকা এবং মানিকহাট ইউনিয়নের কূল ঘেঁষেই চলে গেছে পদ্মা নদী । সেখানেও উপভোগ্য রয়েছে অনেক কিছু ।
ব্যাংক ও এনজিও
সম্পাদনাব্যাংকের মধ্যে রয়েছেঃ
১। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক,বোনকোলা শাখা
২। গ্রামীণ ব্যাংক,বোনকোলা[৪]
৩। ইসলামী ব্যাংক এজেন্ট শাখা,বোনকোলা
এবং এনজিও সংস্থা গুলো
১। আশা
২। গ্রামীণ ব্যাংক
৩। সিসিডিএ
৪। পপি ই[৫]
ধর্ম ও ধর্মীয় উৎসব
সম্পাদনাখাদ্য
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "সুজানগর উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৬।
- ↑ "সুজানগর উপজেলা"। sujanagar.pabna.gov.bd। সংগ্রহের তারিখ ২০১৯-০৯-১৬।
- ↑ "একনজরে ইউনিয়ন পরিচিতি"। ২৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯।
- ↑ "মানিকহাটের এনজিও"। ২৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯।
- ↑ "মানিকহাটের ব্যাংকসমূহ"। ২৮ আগস্ট ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ আগস্ট ২০১৯।