মানিকগঞ্জ-৩
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
মানিকগঞ্জ-৩ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি মানিকগঞ্জ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৭০নং আসন। মানিকগঞ্জে মোট ৩ টি আসন রয়েছে, যথাক্রমে ১, ২,৩
মানিকগঞ্জ-৩ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | মানিকগঞ্জ জেলা |
বিভাগ | ঢাকা বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৮৪ |
সীমানা
সম্পাদনামানিকগঞ্জ-৩ আসনটি মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলা ও মানিকগঞ্জ সদর উপজেলার নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে জাহিদ মালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৫]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | জাহিদ মালেক | ১,৩০,১১১ | ৫৭.৯ | +১৯.৮ | ||
বিএনপি | হারুন অর রশিদ খান মুন্নু | ৯২,২১৬ | ৪১.০ | -১৫.৪ | ||
ইসলামী আন্দোলন | সোহরাব হোসেন | ৯৪১ | ০.৪ | প্র/না | ||
গণফোরাম | মফিজুল ইসলাম খান কামাল | ৮৫৪ | ০.৪ | ০.০ | ||
তরিকত ফেডারেশন | মো: হাবিবুর রহমান | ৪০৫ | ০.২ | প্র/না | ||
জাসদ | ইকবাল হোসেন খান | ২৯১ | ০.১ | -১.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৭,৮৯৫ | ১৬.৯ | −১.৫ | |||
ভোটার উপস্থিতি | ২,২৪,৮১৮ | ৮৮.৭ | +৯.০ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | হারুন অর রশিদ খান মুন্নু | ১,০৫,৪৭৪ | ৫৬.৪ | ||
আওয়ামী লীগ | জাহিদ মালেক | ৭১,১৩৯ | ৩৮.১ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | হেলাল উদ্দিন আহমেদ | ৭,০৭৮ | ৩.৮ | ||
জাসদ | ইকবাল হোসেন খান | ২,১৮৮ | ১.২ | ||
গণফোরাম | রফিকা হালিম চৌধুরী | ৮২২ | ০.৪ | ||
জাতীয় পার্টি | আবুল খায়ের সিদ্দীকি | ১৭০ | ০.১ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৪,৩৩৫ | ১৮.৪ | |||
ভোটার উপস্থিতি | ১,৮৬,৮৭১ | ৭৯.৭ | |||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনানিজাম উদ্দিন খান অফিসে মারা যান। ১৯৯৬ সালের উপ-নির্বাচনে বিএনপির আবদুল ওয়াহাব খান নির্বাচিত হন[৯][১০]
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | নিজাম উদ্দিন খান | ৬৪,৭১৫ | ৪৪.৬ | -৬.১ | |
জাতীয় পার্টি | আব্দুল মালেক | ৪১,৫৩২ | ২৮.৬ | +১৯.৩ | |
আওয়ামী লীগ | জালাল উদ্দিন আহমেদ | ৩০,১২৬ | ২০.৮ | -২.৩ | |
জাসদ | ইকবাল হোসেন খান | ৩,২২৫ | ২.২ | -২.৯ | |
জামায়াতে ইসলামী | মো: আনোয়ার হোসেন | ১,৯৪৫ | ১.৩ | -১.৯ | |
গণফোরাম | মফিজুল ইসলাম খান কামাল | ১,৮৮২ | ১.৩ | প্র/না | |
ইসলামী ঐক্য জোট | মো: আবু তাহের | ১,২০৩ | ০.৮ | প্র/না | |
জাকের পার্টি | গাজাী মামুনুর রহমান | ৫৩০ | ০.৪ | -১.৪ | |
সংখ্যাগরিষ্ঠতা | ২৩,১৮৩ | ১৬.০ | −১১.৭ | ||
ভোটার উপস্থিতি | ১,৪৫,১৫৮ | ৮১.১ | +১৭.৫ | ||
বিএনপি নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
বিএনপি | নিজাম উদ্দিন খান | ৬৩,৯৬৩ | ৫০.৭ | ||
আওয়ামী লীগ | মফিজুল ইসলাম খান কামাল | ২৯,০৬৮ | ২৩.১ | ||
জাতীয় পার্টি | নুরুল আমিন খান | ১১,৭৭১ | ৯.৩ | ||
কমিউনিস্ট পার্টি | আজহারুল ইসলাম আরজু | ৬,৭৯৭ | ৫.৪ | ||
জাসদ | ইকবাল হোসেন খান | ৬,৪০৯ | ৫.১ | ||
জামায়াতে ইসলামী | দেলয়ার হোসেন | ৪,০৬২ | ৩.২ | ||
জাকের পার্টি | গোলাম রব্বানি | ২,৩২৮ | ১.৮ | ||
বিকেএ | হাফিজুল ইসলঅম নান্নু মিয়া | ১,০০৮ | ০.৮ | ||
স্বতন্ত্র | মোয়াজ্জেম হোসেন খান মজলিশ | ৩৩০ | ০.৩ | ||
স্বতন্ত্র | সৈয়দ সরয়ার আলম চৌধুরী | ৩০৯ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩৪,৮৯৫ | ২৭.৭ | |||
ভোটার উপস্থিতি | ১,২৬,০৪৫ | ৬৩.৬ | |||
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মানিকগঞ্জ-৩ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৭ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮।
- ↑ "Obituary"। দ্য ডেইলি স্টার (ইংরেজি ভাষায়)। ২ সেপ্টেম্বর ২০১৩। সংগ্রহের তারিখ ৬ জুলাই ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে মানিকগঞ্জ-৩