মনাস্লু
নেপালে অবস্থিত আট হাজার এবং বিশ্বের ৮ম সর্বোচ্চ পর্বত
(মানাসলু থেকে পুনর্নির্দেশিত)
মনাস্লু (নেপালি: मनास्लु; কুতাং হিসেবেও পরিচিত) নেপালি হিমালয়ে পৃথিবীতে অবস্থিত অষ্টম উচ্চতম পর্বত। মনাস্লু শব্দটি সংস্কৃত শব্দ মানস (অর্থ: আত্মা, চেতনা) থেকে উৎপন্ন হয়েছে এবং এর অর্থ হল "আত্মার পর্বত"। এর সর্বোচ্চ উচ্চতা ৮১৬৫ মিটার (২৬,৭৫৮ ফুট)।
মনাস্লু | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ৮,১৬৩ মিটার (২৬,৭৮১ ফুট) |
সুপ্রত্যক্ষতা | ৩,০৯২ মিটার (১০,১৪৪ ফুট) [১] Ranked 80th |
বিচ্ছিন্নতা | ১০৬ কিলোমিটার (৬৬ মাইল) |
তালিকাভুক্তি | আট-হাজারী আলট্রা |
নামকরণ | |
বাংলা অনুবাদ | আত্মার পর্বত |
নামের ভাষা | নেপালি |
ভূগোল | |
অবস্থান | লামজুং জেলা, গান্দাকি অঞ্চল, নেপাল |
অঞ্চল | NP |
মূল পরিসীমা | মানসিরি হিমাল, হিমালয় |
আরোহণ | |
প্রথম আরোহণ | ৯ মে ১৯৫৬-তে একটি জাপানি দল (প্রথম শীতকালীন আরোহণ ১২ জানুয়ারি ১৯৮৪-তে, Maciej Berbeka এবং Ryszard Gajewski) |
সহজ পথ | তুষার/বরফ আরোহণ |
মে ৯, ১৯৫৬ সালে সর্বপ্রথম একদল অস্ট্রেলীয় অভিযাত্রী এর শীর্ষে আরোহণ করেন।[২][৩][৪][৫]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ "High Asia II: Himalaya of Nepal, Bhutan, Sikkim and adjoining region of Tibet"। Peaklist.org। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-২৯।
- ↑ "Manaslu Facts and History"। Everest News। সংগ্রহের তারিখ ২০১০-০৪-১০।
- ↑ Mayhew, p. 326
- ↑ Reynolds, pp. 11–15
- ↑ "Manaslu"। Summitpost। সংগ্রহের তারিখ ২০১০-০৪-১০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |