মানস চক্রবর্তী

ভারতীয় গায়ক

পণ্ডিত মানস চক্রবর্তী [] (৯ সেপ্টেম্বর ১৯৪২ — ১২ ডিসেম্বর ২০১২) একজন ভারতীয় শাস্ত্রীয় সংগীতের কণ্ঠশিল্পী ছিলেন।[]

মানস চক্রবর্তী
জন্ম(১৯৪২-০৯-০৯)৯ সেপ্টেম্বর ১৯৪২
মৃত্যু১২ ডিসেম্বর ২০১২(2012-12-12) (বয়স ৭০)
পেশাসঙ্গীতজ্ঞ
কর্মজীবন১৯৫০–২০১২
পিতা-মাতা
ওয়েবসাইটmanaschakraborty.com

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

পণ্ডিত মানস চক্রবর্তীর জন্ম ব্রিটিশ ভারতের অধুনা বাংলাদেশের ফরিদপুরে পিতার আদি বাড়ি কোটালিপাড়ায় ১৯৪২ খ্রিস্টাব্দের ৯ ই সেপ্টেম্বর। তার পিতা সঙ্গীতাচার্য তারাপদ  চক্রবর্তী মাতা প্রভাবতী দেবী। তিনি পিতার কাছেই সঙ্গীত শিক্ষা লাভ করেন।

মানস চক্রবর্তী ১৯৭৬ খ্রিস্টাব্দে আলাউদ্দিন সঙ্গীত সম্মেলন, ১৯৮৪ খ্রিস্টাব্দে বারাণসীতে অনুষ্ঠিত পঞ্চম রিমপা সঙ্গীত উৎসব, ১৯৮৪ খ্রিস্টাব্দে পুনায় অনুষ্ঠিত সওয়াই গন্ধর্ব সঙ্গীত মহোৎসব সহ বহু সঙ্গীত সম্মেলনে অংশগ্রহণ করে খ্যাতি অর্জন করেন। তিনি গীতিকার ও সুরকারও ছিলেন। তিনি 'সদাসন্ত’ বা 'সদাসন্ত পিয়া' ছদ্মনামে রচনা করেছেন বেশ কিছু ‘বন্দিশ। [] তিনি বহু বাংলা গান রচনা করেছিলেন[তথ্যসূত্র প্রয়োজন] 'তুমিও ভেতরে নীল নক্ষত্র'  শীর্ষক এক বাংলা কবিতা গ্রন্থ রচনা করেন। তার কবিতা সংকলনের গ্রন্থটি মৈত্রেয়ী বন্দ্যোপাধ্যায়ের সম্পাদনায় প্রতিভাস পাবলিকেশন প্রকাশ করে।

পুরস্কার

সম্পাদনা
  • হেরিটেজ ওয়ার্ল্ড সোসাইটি, টাওয়ার গ্রুপ (২০১২) দ্বারা হেরিটেজ সম্মান [] ২০১২ []
  • সংগীত সম্মান পুরস্কার, দোভার লেন সংগীত সম্মেলন (২০১১) উপস্থাপিত []
  • দিশারী পুরস্কার (দু'বার) - পশ্চিমবঙ্গ সাংবাদিক সমিতি []
  • মহর্ষি পুরস্কার (১৯৮৭) - ইউকে রায়ডন হলে গন্ধর্ব বেদের মহর্ষি বিশ্ব কেন্দ্র []
  • গিরিজা শঙ্কর স্মৃতি পুরস্কার (১৯৮৯) - গিরিজা শঙ্কর স্মৃতি পরিষদ []
  • যদুভট্ট পুরস্কার (১৯৯৫) - সল্টলেক সাংস্কৃতিক সমিতি, কলকাতা []
  • আউটস্টান্ডিং নাগরিক পুরস্কার (২০০০) - ইংলিশ টিচিং ইউনিয়ন। []
  • ১৫ তম মাস্টার দীননাথ মঙ্গেশকর সংগীত সম্মেলন - সম্রাট সংগীত একাডেমি (গোয়া) এ তার শ্রেষ্ঠত্বের জন্য পুরস্কার। []
  • রোটারি ইন্টারন্যাশনাল দ্বারা সম্মানিত []
  • ডোভার লেন সংগীত সম্মেলন (১৯৯২) দ্বারা তার ৫০ তম জন্ম-বার্ষিকীতে সম্মানিত []
  • কোটালীপাড়া সম্মিলনী (২০০০) দ্বারা সম্মানিত []
  • ভারতীয় শিল্প ও সঙ্গীত ক্ষেত্রে অবদানের জন্য সমতাত দ্বারা সম্মানিত []
  • মোহনানন্দ ব্রহ্মচারী শিশু সেবা প্রত্যাশনের জীবনকাল প্রাপ্তি পুরস্কার []

জীবনাবসান

সম্পাদনা

পণ্ডিত মানস চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়ে ২০১২ খ্রিস্টাব্দের ১২ ই ডিসেম্বর ৭০ বৎসর বয়সে কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে প্রয়াত হন।[]

রুচিরা পাণ্ডা[], সন্দীপন সমাজপতি ছিলেন তার অন্যতম শিষ্য। []

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "Manas Chakraborty"। SwarGanga Music Foundation। ২০ ডিসেম্বর ২০১২। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৩ 
  2. "Veteran singer Manas Chakraborty passes on"। Times of India। ১৩ ডিসেম্বর ২০১২। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জানুয়ারি ২০১৩ 
  3. "Remembering Pandit Manas Chakraborty"। ITC Sangeet Research Academy। ২০ ডিসেম্বর ২০১২। ৩ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২২ নভেম্বর ২০১৩ 
  4. "Manas Chakraborty"www.manaschakraborty.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  5. "মানস চক্রবর্তী প্রয়াত"। সংগ্রহের তারিখ ২০২১-০১-১২ 
  6. "গীতবাদ্যের সঙ্গে স্মৃতিচারণা" 
  7. "চোখের সামনে রাগ-রূপ যেন দেখতে পেতেন"