মানব দেববর্মা
মানব দেববর্মা হলেন একজন টিপরা রাজনীতিবিদ যিনি ভারতের গোলাঘাটি বিধানসভা কেন্দ্র থেকে ত্রিপুরা বিধানসভার একজন বিধায়ক।[১]
জীবনের প্রথমার্ধ
সম্পাদনামানব দেববর্মা ১০ জানুয়ারী ১৯৮২ সালে ত্রিপুরার টাকরজালায় জন্মগ্রহণ করেন। তিনি সিপাহিজলা জেলার একটি টিপরাসা পরিবারের অন্তর্গত।
তিনি রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি (RIPSAT), আগরতলা থেকে ফার্মেসি ডিপ্লোমা সহ স্নাতক হন।[২]
দেববর্মা টুইপ্রা স্টুডেন্টস ফেডারেশনের সভাপতি নির্বাচিত হন, ১৯৯৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন।
রাজনৈতিক পেশা
সম্পাদনা২০১৯ সালে এটি গঠিত হওয়ার পর দেববর্মা টিপরা মোথায় যোগ দেন। তিনি গোলাঘাটি থেকে ২০২৩ সালের ত্রিপুরা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, ৯১৯৮ ভোটের ব্যবধানে ভারতীয় জনতা পার্টির হিমানি দেববর্মাকে পরাজিত করেন।[৩]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Golaghati Election Result 2023 LIVE: Golaghati MLA Election Result & Vote Share - Oneindia"। www.oneindia.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০২।
- ↑ "Manab Debbarma(Tipra Motha Party):Constituency- GOLAGHATI (ST)(SEPAHIJALA) - Affidavit Information of Candidate:"। myneta.info। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০২।
- ↑ Afsar, Ali (২০২৩-০৩-০২)। "Golaghati Election Result 2023 Live Updates: TIPRA Wins This Tripura Seat"। TheQuint (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-০৫-০২।