মাধব রাজবংশী
ভারতীয় রাজনীতিবিদ
মাধব রাজবংশী (জন্ম: ৭ জুলাই ১৯৫৪) একজন ভারতীয় রাজনীতিবিদ। ১৯৯৯ ও ১৯৯৯ সালে তিনি আসামের মঙ্গলদৈ আসন থেকে ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন।[১][২]
মাধব রাজবংশী | |
---|---|
সংসদ সদস্য, লোকসভা | |
কাজের মেয়াদ ১৯৯৮-২০০৪ | |
পূর্বসূরী | বীরেন্দ্র প্রসাদ বৈশ্য |
উত্তরসূরী | নারায়ণ চন্দ্র বরকটকী |
নির্বাচনী এলাকা | মঙ্গলদৈ, আসাম |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সারাবাড়ি বরমপুর, দারাং জেলা, আসাম | ৭ জুলাই ১৯৫৪
রাজনৈতিক দল | ভারতীয় জাতীয় কংগ্রেস |
অন্যান্য রাজনৈতিক দল | অসম গণপরিষদ |
দাম্পত্য সঙ্গী | Juri Saharia Rajbangshi |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Home Page on the Parliament of India's Website"। Lok Sabha। ৮ আগস্ট ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৪।
- ↑ "List of winner/current and runner up MPs Mangaldoi Parliamentary Constituency"। www.elections.in। সংগ্রহের তারিখ ৩ আগস্ট ২০১৪।
ভারতীয় রাজনীতিবিদ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |