মাদ্রাসা-ই-আলিয়া, কলকাতার অধ্যক্ষের তালিকা
মাদ্রাসা-ই-আলিয়া, কলকাতা বা কলকাতা মাদ্রাসা (১৭৮০-২০০৮) বা উপমহাদেশের ইসলামি শিক্ষা ব্যবস্থার সবচেয়ে প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান।[১] মাদ্রাসাটি কলকাতা আলিয়া মাদ্রাসা নামেই অধিক পরিচিত ছিলো, তবে মাদ্রাসাটির প্রাতিষ্ঠানিক নাম ছিলো কলকাতা মোহামেডান কলেজ।[২][৩] ১৭৮০ সালে ওয়ারেন হেস্টিংস কর্তৃক কলকাতা মোহামেডান কলেজ নামে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত হয়।[৪] ২০০৭ সালে আলিয়া বিশ্ববিদ্যালয় আইন, ২০০৭ অনুযায়ী মাদরাসাটিকে একটি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করা হয়।[৫][৬]
মাদ্রাসা-ই-আলিয়া, কলকাতার অধ্যক্ষগণের তালিকা:
অধ্যক্ষগণের তালিকা
সম্পাদনাকলকাতা মাদ্রাসার প্রথম ২৬ জন অধ্যক্ষ ছিলেন ইউরোপিয়ান খ্রিষ্টান। এবং পরবর্তী ৪ জন মুসলিম অধ্যক্ষ দায়িত্ব পালন করার পরে ১৯৪৭ সালে ভারত বিভাজন হলে গেলে মাদ্রাসাটির প্রায় সমস্ত বই-পুস্তক, শিক্ষক ঢাকাতে ঢাকা আলিয়া মাদ্রাসা (অধ্যক্ষের তালিকা দেখুন) নামে স্থানান্তরিত হয়।
খ্রিষ্টান অধ্যক্ষ
সম্পাদনানং | নাম | দায়িত্ব শুরু | দায়িত্ব শেষ | চিত্র |
---|---|---|---|---|
০১ | এলায়স স্প্রেংগার | ১৮৫০ | ১৮৭০ | |
০২ | স্যার উইলিয়াম নাসাউলিজ (১৮২৫-১৮৮৯) |
১৮৭০ | ১৮৭০ | |
০৩ | জে স্যাটক্লিফ (এম, এ) | ১৮৭০ | ১৮৭৩ | |
০৪ | হেনরিক ব্লোকম্যান (এম এ) (১৮৩৮-১৮৭৮) |
১৮৭৩ | ১৮৭৮ | |
০৫ | এ ই গাফ (এম, এ) | ১৮৭৮ | ১৮৮১ | |
০৬ | এ এফ আর হোর্নেল (সি, আই, ই) ( পি, এইচ, ডি) | ১৮৮১ | ১৮৯০ | |
০৭ | এইচ প্রথেরো (এম, এ) | ১৮৯০ | ১৮৯০ | |
০৮ | এ এফ হোর্নেল | ১৮৯০ | ১৮৯২ | |
০৯ | এ জে রো - (এম, এ) | ১৮৯২ | ১৮৯২ | |
১০ | এ এফ হোর্নেল | ১৮৯২ | ১৮৯৫ | |
১১ | এফ জে রো | ১৮৯৫ | ১৮৯৭ | |
১২ | এ এফ হোর্নেল | ১৮৯৭ | ১৮৯৮ | |
১৩ | এফ জে রো | ১৮৯৮ | ১৮৯৯ | |
১৪ | এফ সি হল | ১৮৯৯ | ১৮৯৯ | |
১৫ | স্যার অর্যাল স্টেইন | ১৮৯৯ | ১৯০০ | |
১৬ | এইচ এ স্টার্ক | ১৯০০ | ১৯০০ | |
১৭ | কর্ণেল রেস্কিং | ১৯০০ | ১৯০১ | |
১৮ | এইচ এ স্টার্ক | ১৯০১ | ১৯০৩ | |
১৯ | এডওয়ার্ড ভেনিসন | ১৯০৩ | ১৯০৩ | |
২০ | এইচ ই স্টেপেল্টন | ১৯০৩ | ১৯০৪ | |
২১ | ডেনিসন রাস | ১৯০৪ | ১৯০৭ | |
২২ | মিঃ চিফম্যান | ১৯০৭ | ১৯০৮ | |
২৩ | এডওয়ার্ড ডেনিসন | ১৯০৮ | ১৯১১ | |
২৪ | এ এইচ হারলি | ১৯১১ | ১৯২৩ | |
২৫ | জে এম বুটামলি | ১৯২৩ | ১৯২৫ |
মুসলিম অধ্যক্ষ
সম্পাদনা১৯২৭ সালে খাজা কামালউদ্দিন আহমদের দায়িত্ব নেওয়ার পর থেকে সবসময় মুসলিমরাই এই মাদ্রাসার অধ্যক্ষের দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ ২০০৮ সালে মাদরাসাটিকে আলিয়া বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়েছে।
নং | নাম | দায়িত্ব শুরু | দায়িত্ব শেষ | চিত্র |
---|---|---|---|---|
২৭ | খাজা কামালউদ্দীন আহমদ (প্রথম মুসলিম অধ্যক্ষ) | ১৯২৭ | ১৯২৮ | |
২৮ | খান বাহাদুর মোহাম্মদ হেদায়াত হোসাইন | ১৯২৮ | ১৯৩৪ | |
২৯ | খান বাহাদুর মোহাম্মদ মুসা | ১৯৩৪ | ১৯৪১ | |
৩০ | মোহাম্মদ ইউসুফ | ১৯৪২ | ১৯৪৩ | |
৩১ | খান বাহাদুর জিয়াউল হক (মাদ্রাসা ঢাকায় স্থানান্তর) (১৮৯৫-১৯৫৮) |
১৯৪৩ | ১৯৪৭ | |
৩২ | সাইদ আহমদ আকবরাবাদী | ১৯৪৯ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ Suman, Amit Kumar (২০২০)। "Colonial state and indigenous Islamic learning: a case study of Calcutta Madrasa"। Paedagogica Historica। 58 (4): 486। আইএসএসএন 0030-9230।
- ↑ "Mohammedan College of Calcutta, 1848"। PURONOKOLKATA (ইংরেজি ভাষায়)। ২০১৪-০১-০৭। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১৫।
- ↑ "কলকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা, লিয়াকত আলী খাঁ'র জন্মদিন"। banglanews24.com। ২০১৫-১০-০১। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১১।
- ↑ "ঢাকা আলিয়া মাদরাসা : ইতিহাস ও ঐতিহ্য"। The Daily Sangram। সংগ্রহের তারিখ ২০২২-০৫-১১।
- ↑ "University Grants Commination"। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ভারত)। সংগ্রহের তারিখ ১৩ মে ২০২২।
- ↑ "আলিয়া মাদ্রাসা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। ২০২০-০৮-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৬-০২।
বহিঃ সংযোগ
সম্পাদনা- ঢাকা আলিয়া মাদ্রাসার ওয়েবসাইটে কলকাতা মাদ্রাসার অধ্যক্ষের তালিকা