মাদারগঞ্জ পৌরসভা

জামালপুর জেলার একটি পৌরসভা

মাদারগঞ্জ পৌরসভা বাংলাদেশের জামালপুর জেলার অন্তর্গত একটি পৌরসভা[][]

মাদারগঞ্জ পৌরসভা
পৌরসভা
প্রাতিষ্ঠানিক লোগো
প্রাতিষ্ঠানিক লোগো
মাদারগঞ্জ পৌরসভা বাংলাদেশ-এ অবস্থিত
মাদারগঞ্জ পৌরসভা
মাদারগঞ্জ পৌরসভা
বাংলাদেশে মাদারগঞ্জ পৌরসভার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৩′৪৭″ উত্তর ৮৯°৪৫′৭″ পূর্ব / ২৪.৮৯৬৩৯° উত্তর ৮৯.৭৫১৯৪° পূর্ব / 24.89639; 89.75194 উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
দেশবাংলাদেশ
বিভাগময়মনসিংহ বিভাগ
জেলাজামালপুর জেলা
উপজেলামাদারগঞ্জ উপজেলা
প্রতিষ্ঠাকাল২১ডিসেম্বর ১৯৯৯
ধরনপৌরসভা
সরকার
 • মেয়রমির্জা গোলাম কিবরিয়া কবির
আয়তন
 • মোট১০.৭৯ বর্গকিমি (৪.১৭ বর্গমাইল)
সাক্ষরতার হার
 • মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড২০৪০, ২০৪১ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
ওয়েবসাইটদাপ্তরিক ওয়েবসাইট উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন

অবস্থান

সম্পাদনা

এই পৌরসভাটি মাদারগঞ্জ উপজেলায় অবস্থিত।এর উত্তরে ইসলামপুর উপজেলামেলান্দহ উপজেলা, দক্ষিণে সরিষাবাড়ি উপজেলা, পূর্বে মেলান্দহ উপজেলাজামালপুর সদর উপজেলা এবং পশ্চিমে বগুড়া জেলা অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা

মাদারগঞ্জ পৌরসভা ২১ ডিসেম্বর ১৯৯৯ সালে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত হয়।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা
পৌরসভা কার্যালয়ের অবস্থান ৪ নং বালিজুড়ী, মাদারগঞ্জ, জামালপুর
আয়তন ১০.৭৯ বর্গ কি.মি.
ওয়ার্ড ৯ টি
মহল্লা ২২ টি
মৌজা টি

জনসংখ্যার উপাত্ত

সম্পাদনা

বাংলাদেশের ২০০১ সালের অাদমশুমারি (জনসংখ্যা গণনা) অনুযায়ী মাদারগঞ্জ পৌরসভার জনসংখ্যা ৩০০৭৬ জন।

পরিসংখ্যান জনসংখ্যার উপাত্ত
পুরুষ ১৫২২৪ জন
মহিলা ১৪৮৫২ জন

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা

মাদারগঞ্জ পৌরসভায় উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান সমূহ-

প্রাথমিক বিদ্যালয়
  • বালিজুড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বালিজুরী আর.এ সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মির্জা কাশেম মডার্ণ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জোনাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জোনাইল নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জোনাইল পক্ষিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জোনাইল দক্ষিণ পক্ষিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জোনাইল বীর গোপালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জোনাইল চাইলেনীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বাণিকুঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডার গার্টেন
  • জুই কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল
  • মাদারগঞ্জ আর্দশ কিন্ডার গার্টেন এন্ড হাই স্কুল
  • মাদারগঞ্জ প্রি-ক্যাডেট এন্ড হাই স্কুল
  • হলি মিশন স্কুল এন্ড কলেজ(মাদারগঞ্জ শাখা)
  • শাপলা বিদ্যা নিকেতন
  • নবপ্রাণ স্কুল
মাধ্যমিক বিদ্যালয়
মাদ্রাসা
  • বালিজুড়ী এস.এম সিনিয়র ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা
  • মির্জা কাসেম ডিগ্রি মাদ্রাসা
  • জোনাইল বাজার হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানা
  • দারুল কোরআন ইন্টারন্যাশনাল হেফজ মাদ্রাসা
  • দারুল উলুম বালক বালিকা মাদ্রাসা
কলেজ
  • মাদারগঞ্জ এ এইচ জেড সরকারি কলেজ
  • মাদারগঞ্জ মির্জা কাসেম নরুন্নাহার মহিলা কলেজ

দর্শনীয় স্থান

সম্পাদনা

উল্লেখযোগ্য ব্যক্তি

সম্পাদনা

বীর মুক্তিযোদ্ধা শহীদ গোলাপ হোসেন (জোনাইল পূজা ঘাটি)

আশিক মাহমুদ তালুকদার

সুরুজ তরফদার

মির্জা আজম

গীতিকার নজরুল ইসলাম বাবু

বহিঃসংযোগ

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (ডিসেম্বর , ২০১৭)। "এক নজরে মাদারগঞ্জ উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২৩ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ ডিসেম্বর, ২০১৭  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ=, |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. "প্রথম শ্রেণিতে উত্তীর্ণ মাদারগঞ্জ পৌরসভা | কালের কণ্ঠ"Kalerkantho। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২১ 
  3. "'মাদারগঞ্জ হবে একটি মডেল পৌরসভা' | banglatribune.com"Bangla Tribune। ২০১৯-১১-২৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৩-২১