মাদানি চত্বর

হুসাইন আহমদ মাদানির নামে নির্মিত স্থাপনা

মাদানি চত্বর (সিলেটী: ꠝꠣꠖꠣꠘꠤ ꠌꠔ꠆ꠔꠞ), মাদানি স্কয়ার বা মাদানি পয়েন্ট নামেও পরিচিত, সিলেটের নয়াসড়ক রোডে নির্মিত একটি স্মৃতিস্তম্ভ যা সিলেটে হুসাইন আহমদ মাদানির দাওয়াতের অবদান স্মরণে নির্মিত হয়েছে। নয়াসড়ক পয়েন্টের নামকে প্রতিস্থাপিত করে ১৮ই ফেব্রুয়ারি ২০১৯ সালে এটির নির্মাণকাজ সম্পন্ন ও উন্মুক্ত করা হয়।[][]

মাদানি চত্বর
ꠝꠣꠖꠣꠘꠤ ꠌꠔ꠆ꠔꠞ
মানচিত্র
অবস্থাননয়াসড়ক রোড, সিলেট, বাংলাদেশ
নকশাকারকনির্মানিক আর্কিটেক্টসস
ধরনস্তম্ভ
সম্পূর্ণতা তারিখ১৮ ফেব্রুয়ারি ২০১৯; ৫ বছর আগে (18 February 2019)
খোলার তারিখ১৮ই ফেব্রুয়ারি ২০১৯
নিবেদিতহুসাইন আহমদ মাদানি

নির্মাণ এবং ইতিহাস

সম্পাদনা

২০১৭ সালের আগস্টের প্রথম দিকে, সিলেট সিটি করপোরেশনের মেয়র, আরিফুল হক চৌধুরী নয়াসড়ক পয়েন্টে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের পরিকল্পনার কথা ব্যক্ত করেছিলেন এবং হুসাইন আহমদ মাদানির নামে এটির নামকরণের কথা বলেন।[] নয়াসড়ক জামে মসজিদের বিপরীত পয়েন্টে অবস্থিত হওয়ায়- যেখানে একটি মসজিদ রয়েছে যেটিতে তিনি ১৯২২ সালে ইসলাম ধর্ম সম্পর্কে স্থানীয় সম্প্রদায়কে দীক্ষিত করেছিলেন।[] উদ্বোধনী অনুষ্ঠানের সময় মাদানির ছেলে, আসজাদ মাদানিও উপস্থিত ছিলেন।

অবকাঠামো

সম্পাদনা

কাঠামোটিতে চারটি স্তম্ভ রয়েছে, যা মিহরাবের মতো ডিজাইন করা হয়েছে, যেটি আকৃতিতে গোলাকার হয়ে বৃদ্ধি পেয়েছে।[] সবচেয়ে লম্বাটির উপর একটা বর্গাকার ব্লক আছে যেখানে আরবী শব্দ "আল্লাহু" লেখা রয়েছে। তাছাড়াও চত্বরটিতে লাইট রয়েছে যা রাতের বেলা জ্বলে ওঠে।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. ক্বিয়ামপুরী, জুনাইদ (১৯ ফেব্রুয়ারি ২০১৯)। "মাদানি চত্বর উদ্বোধন ; মেয়র আরিফের প্রতি আরেকটি আবেদন"। Sylhet: Ekushe Journal। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  2. Prabartak, Ojana (১৯ ফেব্রুয়ারি ২০১৯)। "নয়াসড়কে মাদানি চত্বর উদ্বোধন"। Sylhet: Sylheter Sokal। ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  3. "সৈয়দ হুসাইন আহমদ মাদানির নামে সিলেটে 'মাদানি চত্বর' হচ্ছে"। Sylhet: Sylhet Report। ২৩ আগস্ট ২০১৭। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  4. "সিলেটের নয়াসড়ক এখন থেকে 'মাদানি চত্বর'"। Sylhet: BanglaNews24। ১৭ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  5. "নয়াসড়ক পয়েন্ট এখন মাদানি চত্বর"। Sylhet: Daily Inqilab। ১৯ ফেব্রুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯ 
  6. "সিলেটের নয়াসড়ক পয়েন্ট এখন 'মাদানি চত্বর'"। Sylhet: PBD News। ১৯ ফেব্রুয়ারি ২০১৯। ২৪ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ ফেব্রুয়ারি ২০১৯