মাদকদ্রব্য

(মাদক থেকে পুনর্নির্দেশিত)

মাদকদ্রব্য বলতে এমন বস্তুসমূহকে বুঝায় যেগুলো শরীরে প্রবেশ করলে কিছু স্নায়বিক প্রতিক্রিয়ার উদ্রেক ঘটে এবং বারবার এসব দ্রব্য গ্রহণে আগ্রহ জন্মায়। নেশাদায়ক পদার্থের মধ্যে নিকোটিন, মরফিন, হেরোইন, এলএসডি, কোকেইন প্রভৃতি প্রধান।

হেরোইন, একটি শক্তিশালী মাদক ও নেশাদায়ক।

নেশাদায়ক পদার্থসমূহ স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কার্যকলাপ ব্যাহত করে। ফলে মানবদেহে নানাধরনের ক্ষতিকর প্রভাব তৈরি করে। যার ফলাফল দাঁড়ায় অকালমৃত্যু।

প্রকারভেদ

সম্পাদনা

নেশাদায়ক পদার্থগুলোকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়:[]

  1. অবসাদকারক (Depressant): মরফিন, হেরোইন
  2. উদ্দীপণকারক (Stimulant): অ্যাম্পেটামিন, ক্যাফেইন

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Carl B. Schultz (১৯৮৩)। "NOTE AND COMMENT: Statutory Classification of Cocaine as a Narcotic: An Illogical Anachronism"। 9 Am. J. L. and Med. 225।