মাতাই পুখিরি
মাতাই পুখিরি[১] খাগড়াছড়ি জেলার একটি পুকুর যেটা ত্রিপুরা /ত্রিপুরী /টিপরা সম্প্রদায়ের কাছে পবিত্র স্থান । খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় নুনছড়ি মৌজায় অবস্থিত |
বিবরণ
সম্পাদনাএটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় এক হাজার ৫০০ ফুট ওপরে পাহাড়ের মাঝে অবস্থিত | এই পবিত্র জলাশয়ের দৈর্ঘ্য প্রায় দেড় হাজার ফুট এবং প্রস্থ ছয়শত ফুট। এই পবিত্র জলাশয়ের দৈর্ঘ্য প্রায় দেড় হাজার ফুট এবং প্রস্থ ছয়শত ফুট। এই জলাশয়ের পানি কখনো শুকিয়ে যায়না এবং বৃষ্টি অথবা বর্ষাকালের সময় এই জলাশয়ের পানি আবার ভরে উঠে | স্থানীয় লোকদের বিশ্বাস, দেবতা এই এলাকার লোকদের পানির চাহিদা মেটানোর জন্য এই হৃদ অথবা জলাশয় সৃষ্টি করেছেন। এই জলাশয় / হ্রদ স্থানীয়দের কাছে এটি আর্শীবাদস্বরূপ।[২].টিপরা সম্প্রদায়ের কাছে এই জলাশয় অনেক পবিত্র সেটার জন্য প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে এখানে তীর্থ মেলা বসে। অনেক দূর দূরান্ত থেকে পুণ্য লাভের আশায় অসংখ্য মানুষ ত্রিপুরাদের তীর্থস্থান হিসেবে পরিচিত মাতাই পুখিরিতে[৩] আসেন।[৪]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ মো. বদরুজ্জামান। "ইচ্ছাপূরণের পুকুরে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারী ২০২৩।
- ↑ "পাহাড়, ঝর্ণা আর মেঘেদের রাজ্য খাগড়াছড়ি?"। জাগো নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারী ২০২৩।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "খাগড়াছড়ি জেলা কিসের জন্য বিখ্যাত?"। Expert Pre Views। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারী ২০২৩।
- ↑ "ত্রিপুরাদের বৈসু উৎসব শুরু, চলছে ঘরোয়া আয়োজন"। বাংলা নিউজ ২৪। সংগ্রহের তারিখ ২১ জানুয়ারী ২০২৩।