মাজবাড়ী ইউনিয়ন
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার একটি ইউনিয়ন
মাজবাড়ী ইউনিয়ন বাংলাদেশের ঢাকা বিভাগের রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১] মাজবাড়ী ইউনিয়নের আয়তন ২২.১৫ বর্গকিলোমিটার।
মাজবাড়ী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
মাজবাড়ী ইউনিয়ন পরিষদ। | |
বাংলাদেশে মাজবাড়ী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪৩′১৮.৮৬৯″ উত্তর ৮৯°২৯′৩৫.৮৩০″ পূর্ব / ২৩.৭২১৯০৮০৬° উত্তর ৮৯.৪৯৩২৮৬১১° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | রাজবাড়ী জেলা |
উপজেলা | কালুখালী উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | কাজী শরিফুল ইসলাম |
আয়তন | |
• মোট | ২২.১৫ বর্গকিমি (৮.৫৫ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২১,৪৯৯ |
• জনঘনত্ব | ৯৭০/বর্গকিমি (২,৫০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৫৩.৪৮% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
আয়তন ও জনসংখ্যা
সম্পাদনাগ্রামের সংখ্যা: ২০টি
মৌজার সংখ্যা: ১৫টি
মোট জনসংখ্যা: প্রায় ২১,৪৯৯ জন (পুরুষ- ১০,৬৩২ জন এবং মহিলা- ১০,৮৬৭ জন)
ভোটার সংখ্যা: ১১,৮২৯ জন (পুরুষ- ৫,৯৯০ জন এবং মহিলা- ৫,৮৩৯ জন)।
শিক্ষা
সম্পাদনাসাক্ষরতার হার: ৫৩.৪৮%।
শিক্ষা প্রতিষ্ঠান:
- সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৬টি
- বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়: ০৪টি
- উচ্চ বিদ্যালয়: ০৩টি
- মাদ্রাসা: ০২টি
- কলেজ: ০১টি।
জনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান চেয়ারম্যান: কাজী শরিফুল ইসলাম।
প্রাক্তন চেয়ারম্যানগণের তালিকা:
চেয়ারম্যানের নাম | দায়িত্বকাল |
মোঃ আবুল হোসেন | ১৯৭১-১৯৭৪ |
মোঃ আঃ জলিল মন্ডল | |
মোঃ আবুল হোসেন | ১৯৭৭-১৯৮৪ |
মোঃ নুরুজ্জামান মন্ডল | |
মোঃ খায়রুজ্জমান | |
খন্দঃ ছদরুল আমিন হাবিব |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "মাজবাড়ী ইউনিয়ন"। majbariup.rajbari.gov.bd। ২০২১-০৭-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-৩০।