মাগুরখালী ইউনিয়ন
খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার একটি ইউনিয়ন
মাগুরখালী ইউনিয়ন বাংলাদেশের খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন।[১]
মাগুরখালী ইউনিয়ন | |
---|---|
ইউনিয়ন | |
বাংলাদেশে মাগুরখালী ইউনিয়নের অবস্থান | |
স্থানাঙ্ক: ২২°৪২′৯.০″ উত্তর ৮৯°২২′৭.৩″ পূর্ব / ২২.৭০২৫০০° উত্তর ৮৯.৩৬৮৬৯৪° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | খুলনা বিভাগ |
জেলা | খুলনা জেলা |
উপজেলা | ডুমুরিয়া উপজেলা |
সরকার | |
• চেয়ারম্যান | বিমল কৃষ্ণ সানা |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
অবস্থান ও আয়তন
সম্পাদনামাগুরখালি ইউনিয়নের গ্রামগুলি হচ্ছে শিবনগর, পূর্বপাতিবুনিয়া, হোগলাবুনিয়া , পশ্চিমপাতিবুনিয়া,ঝরঝরিয়া, কাঠালিয়া, ব্রক্ষারবেড় , বৈঠাহারা, শেখেরট্যাক, মহাদেবপুর, মাগুরখালী, শুকরমারি, আধার মানিক, কোড়াকাটা, খোরেরাবাদ, হেতাইলবুনিয়া , চিত্রামারী , পারমাগুরখালী, গজালীয়া, আলাদিপুর, নাথেরকুল, গাজিনগর, ঘুরুনিয়া, কৌপুকুরিয়া, চন্ডিপুর, বাগারদাইড়, লাঙ্গলমোড়া, খাগড়াবুনিয়া, কাঞ্চন নগর,আমড়বুনিয়া।
নদনদী
সম্পাদনাসালতা,হাতীটানা,ঘ্যাংরাইল
শিক্ষাপ্রতিষ্ঠান
সম্পাদনা- মহাবিদ্যালয়
- স্বর্ণদ্বীপ মহাবিদ্যালয়[২]
- উচ্চমাধ্যমিক বিদ্যালয়
- কৈপুকুরিয়া মাগুরখালী মাধ্যমিক বিদ্যালয়[৩]
- তপোবন মাধ্যমিক বিদ্যালয়।
- আমড়বুনিয়া মাধ্যমিক বিদ্যালয়।
- বিদ্যা বিথী মাধ্যমিক বিদ্যালয়।
- কাঠালিয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ইউনিয়নের তালিকা - ডুমুরিয়া উপজেলা"। ১১ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৯।
- ↑ "কলেজ"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
- ↑ "উচ্চমাধ্যমিক বিদ্যালয়"। জাতীয় তথ্য বাতায়ন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ১৯ অক্টোবর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ অক্টোবর ২০১৮।
বাংলাদেশের ইউনিয়ন বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |