মাকামে ইব্রাহিম
মাকামে ইব্রাহিম (আরবি: مَـقَـام إِبْـرَاهِـيْـم, বাংলা: হযরত ইব্রাহিম (আ) এর দাঁড়ানোর স্থান)[১] হল একটি পাথর, যা কাবা শরিফের পাশে চারদিকে লোহার বেষ্টনীর ভেতর একটি ক্রিস্টালের বাক্সে বিদ্যমান।[২] মাকামে ইব্রাহিমের দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা সমান-প্রায় এক হাত। মুসলমানরা বিশ্বাস করে থাকেন যে, পাথরটিতে হযরত ইব্রাহিম (আ) এর পদচিহ্ন বিদ্যমান।[৩][৪] মুসলমানরা বিশ্বাস করে থাকেন যে, চার হাজারেরও বেশি সময় ধরে অপরিবর্তিত থাকা পদচিহ্ন কেয়ামতের পূর্ব পর্যন্ত অপরিবর্তিত থাকবে।[১]
এ পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম (আ) কি করতেন তা নিয়ে মতভেদ আছে। তবে সবচেয়ে নির্ভরযোগ্য মতটি হল, তিনি এর উপরে দাঁড়িয়ে কাবা শরিফ নির্মাণ করেছেন।[১] মুসলমানরা বিশ্বাস করে থাকে যে, হযরত ইব্রাহিম (আ) এর মোজেজার কারণে শক্ত পাথরটি ভিজে তাতে তার পায়ের চিহ্ন বসে গিয়েছে।[১]
বাক্সে রাখার আগে মানুষেরা পাথরটি হাতে ধরে দেখতে পেত। এটি ইসমাইল (আঃ) এর সময় থেকে এখনও হাওয়ায় ভাসছে এবং কিয়ামত পর্যন্ত ভাসবে। বর্তমানে বাক্সের ভিতরে রাখা হয়েছে বলে দূর থেকে হজ ও ওমরা করার সময় পাথরটি দেখে থাকে পুণ্যার্থীরা।[১]
অবশ্য কোনো কোনো ইসলামী চিন্তাবিদ ‘মাক্বামে ইবরাহীম’ বলতে একটি পাথরখণ্ডকে বুঝানোর বিষয়ে ভিন্নমত পোষণ করেন। আরবি ভাষারীতি ও কুরআনের ব্যবহার অনুসারে কারো বস্তুগত অবস্থান বুঝাতে ‘মুক্বাম’ শব্দ এবং মর্যাদাগত অবস্থান, জবাবদিহিমূলক অবস্থান ও আদর্শগত অবস্থান ইত্যাদি অবস্তুগত বা ভাবগত অবস্থান বুঝাতে ‘মাক্বাম’ শব্দ ব্যবহৃত হয়।[৫][৬]এ অধ্যয়ন অনুসারে ‘মাক্বামে ইবরাহীম’ বলতে ‘ইবরাহীমের আদর্শগত অবস্থান’ বুঝায়, যার প্রেক্ষিতে তিনি কা’বা নির্মাণ করেছেন[৭] এবং যে আদর্শ থেকে শিক্ষা নিয়ে সালাতের ক্ষেত্রে নিজেদের অবস্থান গ্রহণ করার নির্দেশ দেয়া হয়েছে[৮]।
ইতিহাস
সম্পাদনা'হজর 'কাবা নির্মাণের সময় হযরত ইব্রাহীম (আঃ) যে পাথরের উপর দাঁড়িয়েছিলেন সেটিই ছিল। সাঈদ বিন যুবায়ের থেকে ইবনে আব্বাসের সূত্রে বর্ণিত হয়েছে- যে ইব্রাহিম যখন ইসমাইল ও হাজরের কাছে আসেন, তখন তাদের অবস্থান ছিল মক্কায়। এভাবে দীর্ঘ সময়কাল পেরিয়ে গেল।ইবরাহীম আ. তাদের মধ্য থেকে একজন মহিলাকে বিয়ে করল।তার নাম হাজেরা।কিছুদিন পর হাজেরা মারা গেল। ইব্রাহিম সারার কাছে হাজেরার কাছে আসার অনুমতি চাইলেন।তিনি তাকে অনুমতি দিলেন।তিনি তাকে শর্ত দিলেন কখনো ফিরে না আসার। তাই ইব্রাহীম মক্কায় এলেন। হাজেরা মারা গিয়েছিল, তাই তিনি ইসমাইলের বাড়িতে গেলেন, তারপর তিনি এলেন, যখন ইসমাইল জমজমের কাছে একটি গাছের নীচে তীর ধারালো করলেন, এবং যখন তিনি তাকে দেখলেন, তিনি তার কাছে দাঁড়ালেন, তাই তারা একটি পিতার মতো একটি সন্তানের সাথে করেছে, এবং পিতার কাছে একটি শিশু, তারপর তিনি বললেন: "হে ইসমাইল, মহান আল্লাহ - আমাকে সাহায্য করার জন্য কিছু করার নির্দেশ দিয়েছেন।" তাই তিনি এটি তার জন্য রেখেছিলেন, তাই ইব্রাহিম যখন তিনি ছিলেন তখন খাড়া পাথরের উপর দাঁড়িয়েছিলেন। নির্মাণ, এবং ইসমাইল তাকে পাথর তুলে দিল, যখন তারা বলছিল: ।"
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ ঘ ঙ "কয়েকটি বিশিষ্ট স্থানের পরিচয়"। প্রথম আলো। ১৬ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯।
- ↑ "হাজরে আসওয়াদ মাকামে ইব্রাহিমে হজযাত্রীরা"। ৪ অক্টোবর ২০১৩। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৯।
- ↑ Peters, F.E. (১৯৯৪)। "Another Stone: The Maqam Ibrahim"। The Hajj। Princeton, New Jersey: Princeton University Press। পৃষ্ঠা 16–17।
- ↑ "Maqam-e-Ibrahim shines ... like visitors' faith"। ২৫ সেপ্টেম্বর ২০১৬।
- ↑ Safar, Aidid (২০০৬)। Mental Bondage। Canada: Trafford Publishing। পৃষ্ঠা 252।
- ↑ শওকত, জাওহার (২০২১)। আলম সাদিক, সম্পাদক। কুরআনের আলোকে সালাত। ঢাকা: দি ইন্সটিটিউট ফর কুরআনিক রিসার্চ এন্ড এ্যাপ্লিকেশন। পৃষ্ঠা 245।
- ↑ "Quran 3:97"।
- ↑ "Quran 2:125"।