মাকসুরাহ (আরবি: مقصورة, শাব্দিক অর্থ "ক্ষুদ্র কক্ষ") মিম্বরমিহরাবের নিকটে এমন আবরণ বা দেয়াল, যা প্রথম যুগের মসজিদে ব্যবহার করা হতো৷ এটা স্বাধারণত মুসলিম শাসকদের নিরাপত্তার জন্য তৈরি করা হতো৷ কারণ প্রাথমিক যুগে মুসলিম সাম্রাজ্যের বাদশাহ বা খলিফা নামাজে ইমামতি করতেন, আর নামাজরত অবস্থায় ঘাতক কর্তৃক খলিফার উপর অতর্কিতে হামলা হওয়ার আশঙখা ছিল, তাই খলিফার নিরাপত্তার জন্য দেয়াল বা কাটের বেষ্টনি তৈরি করা হতো৷ এই বেষ্টনিকেই মাকসুরা বলা হয়৷

মাকসুরাহ

ইতিহাস

সম্পাদনা

তৃতীয় খলিফা উসমান ইবন আফফান রা.-এর খিলাফতকালে প্রথম মাকসুরা তৈরি করা হয়৷