মাকড়সা
মাকড়সা অমেরুদন্ডী শিকারী কীট বিশেষ। এটি একটি আট পা ওয়ালা অ্যারাকনিড শ্রেণীর সন্ধিপদ। এদের শরীর মাথা ও ধড় দুটি অংশে বিভক্ত, আটটি পা আছে,ডানা নেই। এদের মাথা ও বুক একসাথে জুড়ে সেফালোথোরাক্স বা মস্তক-বক্ষ গঠন করে। মাকড়সার একটি বিশেষ গুণ হল, এরা আঠালো জাল তৈরি করে এবং সেই জালে অন্যান্য কীট-পতঙ্গ ইত্যাদিকে বন্দি করে শিকার করে।
Spiders সময়গত পরিসীমা: ৩১৯–০কোটি Late Carboniferous to Recent | |
---|---|
বিভিন্ন প্রকারের মাকড়সা | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | Arthropoda |
উপপর্ব: | Chelicerata |
শ্রেণীবিহীন: | Arachnomorpha |
শ্রেণী: | অ্যারাকনিডা |
বর্গ: | Araneae Clerck, 1757 |
Suborders | |
Mesothelae | |
বৈচিত্র্য | |
১০৯ টি পরিবার, ৪০,০০০এর অধিক প্ৰজাতি |
অনেক রকম মাকড়সা হয়, কেউ জাল বোনে, কেউ লাফিয়ে শিকার ধরে। সব মাকড়সার একজোড়া বিষগ্রন্থি আছে। মাকড়সা প্রথমে শিকারকে জালবন্দি করে, তারপর বিষাক্ত দাঁড়া দিয়ে নিহত করে।
মাকড়সারা প্রথম স্থলচর প্রাণীদের মধ্যে অন্যতম। অপেক্ষাকৃত প্রাচীন মাকড়সারা নিঃসঙ্গ শিকারী অর্থাৎ এরা জাল বোনে না,লাফিয়ে শিকার ধরে। এদের চেনার উপায় হল নীচদিকে বাকা দাঁড়া যা সোজা উপরনিচ নড়ে।
জালবোনা মাকড়সারা অপেক্ষাকৃত অর্বাচীন।
কয়েকটি বিখ্যাত বিষাক্ত মাকড়সা:
- টারান্টুলা (বিষ মানুষের ক্ষতি করেনা)
- ব্ল্যাক উইডো মাকড়সা
মাকড়সা কে ভয় পাওয়া হলো এক ধরনের ফোবিয়া,আ্যরাকনিডাফোবিয়া।
চিত্রসংগ্রহ
সম্পাদনা-
বাংলাদেশের একটি মাকড়সা প্রজাতি
-
অসংখ্য ছোট্ট মাকড়সা
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |