মাইক মেনিয়ঁ

ফরাসি ফুটবল খেলোয়াড়

মাইক পেতেরসন মেনিয়ঁ (ফরাসি: Mike Maignan; জন্ম: ৩ জুলাই ১৯৯৫; মাইক মেনিয়ঁ নামে সুপরিচিত) হলেন একজন ফরাসি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ইতালীয় ক্লাব এসি মিলান এবং ফ্রান্স জাতীয় দলের হয়ে গোলরক্ষক হিসেবে খেলেন।

মাইক মেনিয়ঁ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাইক পেতেরসন মেনিয়ঁ
জন্ম (1995-07-03) ৩ জুলাই ১৯৯৫ (বয়স ২৯)
জন্ম স্থান কায়েন, ফ্রান্স
উচ্চতা ১.৯১ মিটার (৬ ফুট ৩ ইঞ্চি)
মাঠে অবস্থান গোলরক্ষক
ক্লাবের তথ্য
বর্তমান দল
এসি মিলান
জার্সি নম্বর ১৬
যুব পর্যায়
২০০৩–২০০৯ ভিলিয়ার-ল্য-বেল
২০০৯–২০১৫ পারি সাঁ-জেরমাঁ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১২–২০১৫ পারি সাঁ-জেরমাঁ বি ৪২ (০)
২০১৫–২০১৭ লিল বি ১০ (০)
২০১৫–২০২১ লিল ১৪৯ (০)
২০২১– এসি মিলান ৩২ (০)
জাতীয় দল
২০১০–২০১১ ফ্রান্স অনূর্ধ্ব-১৬ ১০ (০)
২০১১–২০১২ ফ্রান্স অনূর্ধ্ব-১৭ ১২ (০)
২০১২–২০১৩ ফ্রান্স অনূর্ধ্ব-১৮ (০)
২০১৩ ফ্রান্স অনূর্ধ্ব-১৯ (০)
২০১৪ ফ্রান্স অনূর্ধ্ব-২০ (০)
২০১৫–২০১৬ ফ্রান্স অনূর্ধ্ব-২১ (০)
২০২০– ফ্রান্স (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১০:০৮, ৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১০:০৮, ৩ সেপ্টেম্বর ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

২০১০ সালে, মেনিয়ঁ ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে ফ্রান্সের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৭ বছর যাবত ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০২০ সালে ফ্রান্সের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; ফ্রান্সের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

মাইক পেতেরসন মেনিয়ঁ ১৯৯৫ সালের ৩রা জুলাই তারিখে ফ্রান্সের কায়েনে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

সম্পাদনা

মেনিয়ঁ ফ্রান্স অনূর্ধ্ব-১৬, ফ্রান্স অনূর্ধ্ব-১৭, ফ্রান্স অনূর্ধ্ব-১৮, ফ্রান্স অনূর্ধ্ব-১৯, ফ্রান্স অনূর্ধ্ব-২০ এবং ফ্রান্স অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে ফ্রান্সের প্রতিনিধিত্ব করেছেন। ২০১০ সালে ফ্রান্স অনূর্ধ্ব-১৬ দলের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। ফ্রান্সের বয়সভিত্তিক দলের হয়ে তিনি প্রায় ৭ বছরে ৩৯ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

২০২০ সালের ৭ই অক্টোবর তারিখে, ২৫ বছর, ৩ মাস ও ৪ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী মেনিয়ঁ ইউক্রেনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের হয়ে অভিষেক করেছেন।[] উক্ত ম্যাচের ৪৬তম মিনিটে গোলরক্ষক স্তিভ মঁদন্দার বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[] ম্যাচে তিনি ২৩ নম্বর জার্সি পরিধান করে খেলেছিলেন।[] ম্যাচটি ফ্রান্স ৭–১ গোলের ব্যবধানে জয়লাভ করেছিল।[] ফ্রান্সের হয়ে অভিষেকের বছরে মেনিয়ঁ সর্বমোট ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

সম্পাদনা

আন্তর্জাতিক

সম্পাদনা
৩ সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
ফ্রান্স ২০২০
২০২২
সর্বমোট

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "France vs. Ukraine - 7 October 2020 - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  2. "France - Ukraine 7:1 (Friendlies 2020, October)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২০২০-১০-০৭। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  3. "France - Ukraine, Oct 7, 2020 - International Friendlies - Match sheet"www.transfermarkt.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 
  4. Strack-Zimmermann, Benjamin। "France vs. Ukraine"www.national-football-teams.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৬-২৩ 

বহিঃসংযোগ

সম্পাদনা