মাইকেল রেডগ্রেভ
স্যার মাইকেল স্কুডামোর রেডগ্রেভ, সিবিই (ইংরেজি: Michael Scudamore Redgrave; ২০ মার্চ ১৯০৮ - ২১ মার্চ ১৯৮৫)[১] ছিলেন একজন ইংরেজ মঞ্চ ও চলচ্চিত্র অভিনেতা, পরিচালক, ব্যবস্থাপক ও লেখক। তিনি মোর্নিং বিকামস ইলেক্ট্রা (১৯৪৭) চলচ্চিত্রে অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন। তিনি দ্য ব্রাউনিং ভার্সন (১৯৫১) চলচ্চিত্রে অভিনয় করে কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার অর্জন করেন। তিনি দ্য নাইট মাই নাম্বার কেম আপ (১৯৫৫) ও টাইম উইদাউট পিটি (১৯৫৭) চলচ্চিত্রে অভিনয় করে দুইবার শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেতা বিভাগে বাফটা পুরস্কারের মনোনয়ন লাভ করেন।
মাইকেল রেডগ্রেভ | |
---|---|
Michael Redgrave | |
জন্ম | মাইকেল স্কুডামোর রেডগ্রেভ ২০ মার্চ ১৯০৮ ব্রিস্টল, গ্লুচেস্টারশায়ার, ইংল্যান্ড |
মৃত্যু | ২১ মার্চ ১৯৮৫ ডেনহাম, বাকিংহামশায়ার, ইংল্যান্ড | (বয়স ৭৭)
মাতৃশিক্ষায়তন | ম্যাগডালেন কলেজ, ক্যামব্রিজ |
পেশা | অভিনেতা, পরিচালক, লেখক |
কর্মজীবন | ১৯৩৩-১৯৮২ |
দাম্পত্য সঙ্গী | রেচেলে কেমসন (বি. ১৯৩৫; মৃ. ১৯৮৫) |
সন্তান | ভানেসা রেডগ্রেভ করিন রেডগ্রেভ লিন রেডগ্রেভ |
পিতা-মাতা | রয় রেডগ্রেভ মার্গারেট স্কুডামোর |
মঞ্চে তিনি হেনরিক ইবসেন ও আন্তন চেখভের নাটকে অভিনয় করে খ্যাতি অর্জন করেন, তন্মধ্যে রয়েছে ফ্যামিলি রিইউনিয়ন (১৯৩৯) ও টাইগার অ্যাট দ্য গেটস (১৯৫৫)। এছাড়া তিনি কয়েকটি মঞ্চনাটক ও গীতিনাট্যের নির্দেশনা প্রদান করেন। নাট্যকলায় তার অবদানের জন্য তিনি ১৯৫৯ সালে নাইট উপাধিতে ভূষিত হন।
তিনি রেডগ্রেভ অভিনয়শিল্পী পরিবারের অন্যতম সদস্য। তার পিতামাতা রয় রেডগ্রেভ ও মার্গারেট স্কুডামোর দুজনেই মঞ্চ ও চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত ছিলেন। তার সন্তানেরাও অভিনয়ের সাথে জড়িত, তারা হলেন ভানেসা রেডগ্রেভ, করিন রেডগ্রেভ ও লিন রেডগ্রেভ।[২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Sir Michael Redgrave | British actor"। এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৯।
- ↑ ক্রেবস, অ্যালবিন (২২ মার্চ ১৯৮৫)। "Sir Michael Redgrave Dead; Head of Acting Clan Was 77"। দ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট অফ-ব্রডওয়ে ডেটাবেজে মাইকেল রেডগ্রেভ (ইংরেজি)
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে মাইকেল রেডগ্রেভ (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মাইকেল রেডগ্রেভ (ইংরেজি)
- ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের স্ক্রিনঅনলাইনে মাইকেল রেডগ্রেভ
- রটেন টম্যাটোসে মাইকেল রেডগ্রেভ (ইংরেজি)