মাইকেল কস্টারলিৎজ

ব্রিটিশ পদার্থবিজ্ঞানী

জন মাইকেল কস্টারলিৎজ (ইংরেজি: Michael Kosterlitz; জন্ম: ১৯৪২) স্কটল্যান্ডের অ্যাবরদিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট শিক্ষাবিদ।[] ইতোমধ্যেই মাইকেল কস্টারলিৎজ ম্যাক্সওয়েল পদক ও পুরস্কারসহ পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার বিজয়ী। বর্তমানে তিনি ব্রাউন বিশ্ববিদ্যালয়ে কর্মরত।

জন মাইকেল কস্টারলিৎজ
জন্ম
মাইকেল কস্টারলিৎজ

(1943-06-22) ২২ জুন ১৯৪৩ (বয়স ৮১)
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
পুরস্কার পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার (২০১৬)[]
লারস অনস্যাজার পুরস্কার (২০০০)
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহব্রাউন বিশ্ববিদ্যালয়
অভিসন্দর্ভের শিরোনামসুগঠিত আন্তঃক্রীয়াশীল পদার্থবিজ্ঞানের সমস্যাসমূহ (১৯৬৯)
উচ্চশিক্ষায়তনিক উপদেষ্টাডেভিড জে. থাউলেস (postdoc)
ওয়েবসাইটvivo.brown.edu/display/jkosterl

শিক্ষাজীবন

সম্পাদনা

বিখ্যাত জৈবরসায়নবিদ হান্স কস্টারলিৎজের সন্তান তিনি। জার্মান ইহুদি অভিবাসিত পরিবারের সন্তান তিনি।

স্নাতক ডিগ্রি অর্জনশেষে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন কেমব্রিজের গনভিল ও কাইয়াস কলেজ থেকে।[] এরপর ১৯৬৯ সালে অক্সফোর্ডের ব্রেজনোজ কলেজ ডক্টর অব ফিলোসফি লাভ করেন।

কর্মজীবন

সম্পাদনা

ডেভিড থাউলেসের সাথে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ে পোস্টডক্টরাল করার সুযোগ পান। ১৯৭৪ সালে কর্নেল বিশ্ববিদ্যালয় থেকে বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের অনুষদে নিযুক্ত হন।[] শুরুতে প্রভাষক ও পরবর্তীতে রিডার ছিলেন তিনি। এরপর ১৯৮২সাল থেকে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানের অধ্যাপকের দায়িত্ব পালন করছেন তিনি। বর্তমানে তিনি ফিনল্যান্ডের আলতো বিশ্ববিদ্যালয়ে ভিজিটিং রিসার্চ ফেলো হিসেবে রয়েছেন।

কস্টারলিৎজ ঘনীভূত বিষয়ে তাত্ত্বিকভাবে গবেষণা করছেন।

সম্মাননা

সম্পাদনা

১৯৮১ সালে ব্রিটিশ পদার্থবিজ্ঞান ইনস্টিটিউট থেকে ম্যাক্সওয়েল পদক ও পুরস্কার পান। ২০০০ সালে কস্টারলিৎজ-থাউলেস দশান্তর জন্য আমেরিকান ফিজিক্যাল সোসাইটি থেকে লার্স অনসাগার পুরস্কার লাভ করেন।

২০১৬ সালে ডানকান হল্ডেইনডেভিড জে. থাউলেসের সাথে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কার লাভ করেন তিনি।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Devlin, Hannah; Sample, Ian (২০১৬-১০-০৪)। "British trio win Nobel prize in physics 2016 for work on exotic states of matter – live"the Guardian। সংগ্রহের তারিখ ২০১৬-১০-০৪ 
  2. "Two former Birmingham scientists awarded Nobel Prize for Physics"University of Birmingham। ৪ অক্টোবর ২০১৬। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৬ 

আরও দেখুন

সম্পাদনা

বহিঃসংযোগ

সম্পাদনা