মহেন্দ্রগিরি (তামিলনাড়ু)
মহেন্দ্রগিরি দক্ষিণ তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার একটি পর্বতের নাম। [১] পর্বতটি তিরুনেলভেলি জেলায় অবস্থিত [২] এবং এটি পশ্চিমঘাটের দক্ষিণ পর্বতমালার অংশ যার উচ্চতা ১,৬৪৫.২ মিটার (৫,৩৯৮ ফুট) । [৩]
মহেন্দ্রগিরি மகேந்திரகிரி | |
---|---|
সর্বোচ্চ বিন্দু | |
উচ্চতা | ১,৬৫৪ মিটার (৫,৪২৭ ফুট) |
স্থানাঙ্ক | ৮°২৩′১৮″ উত্তর ৭৭°৩১′১৭″ পূর্ব / ৮.৩৮৮৩৩° উত্তর ৭৭.৫২১৩৯° পূর্ব |
ভূগোল | |
অবস্থান | রাধাপুরম তালুক, তিরুনেলবেলি, তামিলনাড়ু |
মূল পরিসীমা | পশ্চিমঘাট |
ইসরো প্রপালশন কমপ্লেক্স, ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার উৎক্ষেপণ যান এবং স্যাটেলাইট প্রপালশন সিস্টেমের জন্য একটি পরীক্ষার সুবিধা, এই পর্বতের নীচের ঢালে অবস্থিত।
মহেন্দ্রগিরি আরএফ হল কন্যাকুমারী জেলার থোভালাই তালুকের সংরক্ষিত বন । মাধ্ব সম্প্রদায়ের সাধক শ্রীবাদিরাজ তীর্থ তার তীর্থ প্রবন্ধে মহেন্দ্র পর্বত (মহেন্দ্র গিরি) এর বর্ণনা করেছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "Welcome to ISRO :: Centres :: Bangalore :: Liquid Propulsion Systems Center(LPSC)"। ২৭ সেপ্টেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩০ জুলাই ২০১৩।
- ↑ ""Set up IIPT at Mahendragiri" - TAMIL NADU - The Hindu"। The Hindu। ১১ ফেব্রুয়ারি ২০১৪।
- ↑ "Tamil Nadu Forest Department"। ২০০৮-০৩-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০২-২৬।
গ্রন্থপঞ্জি
সম্পাদনা- Nagar, Shanti Lal (১৯৯৯)। Genesis and evolution of the Rāma kathā in Indian art, thought, literature, and culture: from the earliest period to the modern times, Volume 2। B.R. Pub. Co.। আইএসবিএন 81-7646-084-2।