মহিলাদের ভোটাধিকারের জন্য ফরাসি ইউনিয়ন
মহিলাদের ভোটাধিকারের জন্য ফরাসি ইউনিয়ন (ইউএফএসএফ: ফরাসি: Union française pour le suffrage des femmes) ১৯০৯ সালে গঠিত একটি ফরাসি নারীবাদী সংগঠন যা মহিলাদের ভোট দেওয়ার অধিকারের জন্য লড়াই করেছিল এবং যা অবশেষে ১৯৪৫ সালে মঞ্জুর করা হয়েছিল। ইউনিয়ন একটি মধ্যপন্থী পন্থা গ্রহণ করে, স্থানীয় নির্বাচন থেকে শুরু করে ভোটাধিকারের মঞ্চস্থ প্রবর্তনের পক্ষে ও চেম্বার অফ ডেপুটিতে পুরুষ মিত্রদের সাথে কাজ করার পক্ষে ছিল।
গঠিত | ১৯০৯ |
---|---|
বিলীন হয়েছে | ১৯৪৫ |
উদ্দেশ্য | মহিলাদের জন্য ভোটাধিকার অর্জন করা |
সদরদপ্তর | প্যারিস |
যে অঞ্চলে | ফ্রান্স |
দাপ্তরিক ভাষা | ফ্রাসি |
মূল ব্যক্তিত্ব | সেসিল ব্রুনশভিচ |
সম্পৃক্ত সংগঠন | আন্তর্জাতিক নারী ভোটাধিকার জোট |
প্রতিষ্ঠা
সম্পাদনা১৯০৮ সালে প্যারিসে ফরাসি নারীবাদীদের একটি জাতীয় কংগ্রেসে অংশগ্রহণকারী নারীবাদীদের একটি গ্রুপ দ্বারা ইউএফএসএফ প্রতিষ্ঠিত হয়েছিল। [১] তাদের বেশিরভাগই বুর্জোয়া বা বুদ্ধিবৃত্তিক নেপথ্যে ছিলেন।[২] নেতারা হলেন লা ফ্রাঁসেজের সম্পাদক জেন মিসমে (১৮৬৫-১৯৩৫) ও জেন শ্মাহল (১৮৪৬-১৯১৫)। ইউএফএসএফ হুবার্টিন অক্লার্ট (১৮৪৮-১৯১৪) এর ভোটাধিকার দেস ফেমেস সংস্থার জন্য একটি কম বিপ্লবী ও আরও ব্যাপকভাবে গ্রহণযোগ্য বিকল্প প্রদান করেছিল। ১৯০৯ সালের প্রথম দিকে লা ফ্রাঁসেজে প্রকাশিত একমাত্র উদ্দেশ্য ছিল আইনি পদ্ধতির মাধ্যমে নারীদের ভোটাধিকার অর্জন করা। ১৯০৯ সালের ফেব্রুয়ারিতে ৩০০ জন মহিলার প্রতিষ্ঠা সভা অনুষ্ঠিত হয়। সেসিল ব্রুনশভিচ (১৮৭৭-১৯৪৬)-কে মহাসচিব করা হয়েছিল। [১] তিনি ছিলেন দার্শনিক লিওন ব্রুনশভিচের স্ত্রী।[২] এলিস্কা ভিনসেন্ট সম্মানসূচক সহ-সভাপতির পদ গ্রহণ করেন।[৩] ইউএফএসএফ ফরাসী ভোটাধিকার আন্দোলনের প্রতিনিধিত্বকারী হিসাবে ১৯০৯ সালের এপ্রিলে লন্ডনে আন্তর্জাতিক মহিলা ভোটাধিকার জোট (আইডব্লিউএফএ) কংগ্রেস দ্বারা আনুষ্ঠানিকভাবে স্বীকৃত হয়।[১]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ক খ গ Hause 2002।
- ↑ ক খ Tartakowsky 2015।
- ↑ Rappaport 2001।