মহানগর (ওয়েব ধারাবাহিক)

২০২১-এর বাংলা ওয়েব ধারাবাহিক
(মহানগর ২ (ওয়েব ধারাবাহিক) থেকে পুনর্নির্দেশিত)

মহানগর হলো আশফাক নিপুনের পরিচালনায় ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে প্রকাশিত একটি ওয়েব ধারাবাহিক নাটক। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন মোশাররফ করিমজাকিয়া বারী মম। প্রথম মৌসুমের ৮টি পর্ব ২০২১ সালের ২৫ জুন ভারত ও বাংলাদেশে মুক্তি পায়।[] ৮ জানুয়ারি ২০২২ সালে পরিবেশক সংস্থা হইচই এক ঘোষণায় দ্বিতীয় মৌসুম তৈরির কথা নিশ্চিত করেছিলো।[] ২০২৩ সালের ২০ এপ্রিল মহানগরের দ্বিতীয় মৌসুম মুক্তি পায়।[]

মহানগর
ধরন
চিত্রনাট্যআশফাক নিপুণ
পরিচালকআশফাক নিপুণ
সৃজনশীল পরিচালকবরকত হোসেন পলাশ
অভিনয়ে
মূল দেশবাংলাদেশ
মূল ভাষাবাংলা
মৌসুমের সংখ্যা
পর্বের সংখ্যা১৭ (পর্বের তালিকা)
নির্মাণ
নির্বাহী প্রযোজকপারভেজ আমিন
ব্যাপ্তিকাল১৯-২৮ মিনিট
মুক্তি
মূল নেটওয়ার্কহইচই
মূল মুক্তির তারিখ২৫ জুন ২০২১ (2021-06-25)

পটভূমি

সম্পাদনা

পুলিশের উপ-পরিদর্শক মলয় কুমার (মুস্তাফিজুর নূর ইমরান) তার একজন বিশ্বস্ত তথ্যদাতার কাছ থেকে খবর পেয়েছেন যে একজন দাগী অপরাধী রাজধানীতে ফিরে এসেছে। তিনি মধ্যরাতে তার ঊর্ধ্বতন কর্মকর্তা ইনচার্জ হারুনকে (মোশাররফ করিম) সাথে নিয়ে এই অপরাধীকে ধরতে বের হন।

শিল্পপতি-রাজনীতিবিদ আলমগীর চৌধুরীর অহংকারী ছেলে আফনান চৌধুরী (শ্যামল মাওলা) ক্ষমতার দর্পে তাস খেলায় হার মেতে নিতে চায় না, তার মেজাজ খারাপ হয়ে যায়। সে নিজের বান্ধবীকে তুচ্ছ করে পার্টি থেকে বেরিয়ে আসে। এরপর মাতাল হয়ে গাড়ি চালানোর সময়, তার গাড়িতে চাপা পড়ে এক সাইকেল চালকের মৃত্যু হয়। পুলিশ তাকে ধরে থানায় নিয়ে আসে। আলমগীর চৌধুরী যেকোনও মূল্যে ছেলেকে ছাড়ানোর জন্য এক প্রতিনিধিকে (শাহিদ আলী) থানায় পাঠান ও পুরনো বন্ধু ওসি হারুনের সাথে সমঝোতা করতে বলেন। ওসি বড় অঙ্কের টাকা ঘুষ নেন, আফনানকে বাঁচানোর চেষ্টা করেন, তাকে মুক্ত করার জন্য সাক্ষ্য, প্রমাণ বিলুপ্ত করার চেষ্টা করেন। কিন্তু এসি শাহানা হুদা (জাকিয়া বারী মম) ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও কঠিন হয়ে ওঠে। তিনি আফনান চৌধুরীকে প্রভাবশালী ব্যক্তির পুত্র হিসেবে কোনও ছাড় দিতে রাজি নন। তিনি ওসি হারুনের আফনানকে বাঁচানোর প্রচেষ্টা নষ্ট করে দিতে শুরু করেন। অন্যদিকে পুলিশের উপ-পরিদর্শক মলয় কুমারও সত্য খুঁজতে বের হন।[]

দ্বিতীয় মৌসুমে, বিশেষ কোনো বাহিনীর হাতে কোনো এক কক্ষে বন্দি ওসি হারুন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে দীর্ঘ সময় নিয়ে। একটি থানায় থাকার সময় এক যুবককে আটক করা নিয়ে ওসি হারুনের নানা ঘটনা এসে যায় সামনে। সঙ্গে প্রভাবশালী আফনান চৌধুরীর ঘটনা তো আছেই।[]

কুশীলব

সম্পাদনা
  • ওসি হারুন চরিত্রে মোশাররফ করিম
  • আফনান চৌধুরী চরিত্রে শ্যামল মাওলা

মৌসুম ১

সম্পাদনা

মৌসুম ২

সম্পাদনা
মৌসুমপর্বমূল মুক্তি
২৫ জুন ২০২১ (2021-06-25)
২০ এপ্রিল ২০২৩ (2023-04-20)

মৌসুুম ১ (২০২১)

সম্পাদনা
সামগ্রিক
নং.
মৌসুমে
নং.
পর্বপরিচালকলেখকমূল মুক্তির তারিখ
ঈশানের মেঘআশফাক নিপুণআশফাক নিপুণ২৫ জুন ২০২১ (2021-06-25)
চিচিং ফাঁকআশফাক নিপুণআশফাক নিপুণ২৫ জুন ২০২১ (2021-06-25)
শাপে বরআশফাক নিপুণআশফাক নিপুণ২৫ জুন ২০২১ (2021-06-25)
গলার কাঁটাআশফাক নিপুণআশফাক নিপুণ২৫ জুন ২০২১ (2021-06-25)
অমাবস্যার চাঁদআশফাক নিপুণআশফাক নিপুণ২৫ জুন ২০২১ (2021-06-25)
অন্ধের যষ্ঠিআশফাক নিপুণআশফাক নিপুণ২৫ জুন ২০২১ (2021-06-25)
গোড়ায় গলদআশফাক নিপুণআশফাক নিপুণ২৫ জুন ২০২১ (2021-06-25)
কিস্তিমাতআশফাক নিপুণআশফাক নিপুণ২৫ জুন ২০২১ (2021-06-25)

মৌসুুম ২ (২০২৩)

সম্পাদনা
সামগ্রিক
নং.
মৌসুমে
নং.
পর্বপরিচালকলেখকমূল মুক্তির তারিখ
কেঁচে গণ্ডূষআশফাক নিপুণআশফাক নিপুণ২০ এপ্রিল ২০২৩ (2023-04-20)
১০গোকুলের ষাঁড়আশফাক নিপুণআশফাক নিপুণ২০ এপ্রিল ২০২৩ (2023-04-20)
১১ডুমুরের ফুলআশফাক নিপুণআশফাক নিপুণ২০ এপ্রিল ২০২৩ (2023-04-20)
১২গুড় খোঁজাআশফাক নিপুণআশফাক নিপুণ২০ এপ্রিল ২০২৩ (2023-04-20)
১৩কত ধানে কত চালআশফাক নিপুণআশফাক নিপুণ২০ এপ্রিল ২০২৩ (2023-04-20)
১৪শাঁখের করাতআশফাক নিপুণআশফাক নিপুণ২০ এপ্রিল ২০২৩ (2023-04-20)
১৫ডামাডোলআশফাক নিপুণআশফাক নিপুণ২০ এপ্রিল ২০২৩ (2023-04-20)
১৬পোয়া বারোআশফাক নিপুণআশফাক নিপুণ২০ এপ্রিল ২০২৩ (2023-04-20)
১৭বিনা মেঘে বজ্রপাতআশফাক নিপুণআশফাক নিপুণ২০ এপ্রিল ২০২৩ (2023-04-20)

পুরস্কার ও মনোনয়ন

সম্পাদনা
চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত(গণ) ফলাফল সূত্র
১১ মার্চ ২০২২ শ্রেষ্ঠ পরিচালক (ওয়েব ধারাবাহিক) আশফাক নিপুণ বিজয়ী []
ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট পুরস্কার
প্রদানের তারিখ বিভাগ মনোনীত ফলাফল সূত্র
৩ সেপ্টেম্বর ২০২২ সেরা পরিচালক, সিরিজ আশফাক নিপুণ বিজয়ী []
সেরা চলচ্চিত্র/ড্রামা/সিরিজ মহানগর বিজয়ী
সেরা অভিনয়শিল্পী (পুরুষ) - সমালোচক মোশাররফ করিম বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "দুই বাংলায় এক 'মহানগর'"দ্য ডেইলি স্টার। ২০২১-০৬-২৯। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৬ 
  2. "আসছে নতুন 'মহানগর'"প্রথম আলো। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২২ 
  3. "'মহানগর ২'-তে ওসি হারুনের সঙ্গে অনির্বাণকেও দেখা গেল"সমকাল। সংগ্রহের তারিখ ২৪ এপ্রিল ২০২৩ 
  4. রায়চৌধুরী, বিভাস (২৮ জুন ২০২১)। "'মহানগর' ওয়েব সিরিজের সম্পদ হয়ে থাকল অভিনয়"www.anandabazar.comআনন্দবাজার পত্রিকা 
  5. "'আশফাক নিপুণ, মহানগর ২ বানিয়েছেন অতি সুনিপুণ'"newsbangla24.com। সংগ্রহের তারিখ ২০২৩-০৪-২৩ 
  6. "'আইসিটি-চ্যানেল আই ডিজিটাল মিডিয়া অ্যাওয়ার্ড' পেলেন যারা-"দৈনিক মানবজমিন। ১২ মার্চ ২০২২। সংগ্রহের তারিখ ১৬ মার্চ ২০২২ 
  7. "ব্লেন্ডারস চয়েস-দ্য ডেইলি স্টার ওটিটি অ্যান্ড ডিজিটাল কনটেন্ট অ্যাওয়ার্ডস ২০২১: চরকির বাজিমাত"দৈনিক প্রথম আলো। ৪ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২২