মহাদেব বিনায়ক রানাডে
মহাদেব বিনায়ক রানাডে (জন্ম:- ? - মৃত্যু:- ১০ মে ১৮৯৯) একজন ব্রিটিশ বিরোধী মুক্তিযোদ্ধা শহীদ ছিলেন। মহাদেব বিনায়ক রানাডে। তিনিই আয়ার্স্টকে হত্যা করেন কিন্তু কোনদিন কোন কাকপক্ষীও টের পায়নি। সবাই জানেন যে যেদিন রাতে র্যান্ড এবং আয়ার্স্টকে হত্যা করা হয় সেখানে শুধু দামোদর হরি চাপেকার এবং ভাই বালকৃষ্ণ হরি চাপেকারই ছিলেন। যার ফলে এই দুই ভাইকে ফাঁসি দেওয়া হয়। বিনায়ক রানাডের কথা কিন্তু কেউ জানেনা, এই ষড়যন্ত্রে তিনিও সমান ভূমিকা রেখে যান। গণেশশঙ্কর ড্রেবিড ও রামচন্দ্র ড্রেবিড, গুলি করে হত্যা করেন বাসুদেব হরি চাপেকার ও মহাদেব বিনায়ক রানাডে [১] অত্যাচারী অফিসার র্যান্ড এবং আয়ার্স্টকে হত্যা করার অভিযোগে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল।
মহাদেব বিনায়ক রানাডে | |
---|---|
জন্ম | মহারাষ্ট্র |
মৃত্যু | ১০ মে ১৮৯৯ যারবেদা জেলে ফাঁসির মঞ্চে |
আন্দোলন | ভারতীয় বিপ্লবী |