মসৃণ হাতুড়ি হাঙ্গর
মসৃণ হাতুড়ি হাঙ্গর বা জুলিয়া মংগর[২] (বৈজ্ঞানিক নাম:Sphyrna zygaena) (ইংরেজি: smooth hammerhead) হচ্ছে Sphyrnidae পরিবারের এক প্রজাতির হাঙ্গর। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল ১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।[২]
মসৃণ হাতুড়ি হাঙ্গর Smooth hammerhead | |
---|---|
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | Animalia |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | Chondrichthyes |
উপশ্রেণী: | Elasmobranchii |
মহাবর্গ: | Selachimorpha |
বর্গ: | Carcharhiniformes |
পরিবার: | Sphyrnidae |
গণ: | Sphyrna |
প্রজাতি: | S. zygaena |
দ্বিপদী নাম | |
Sphyrna zygaena (Linnaeus, 1758) | |
Range of the smooth hammerhead | |
প্রতিশব্দ | |
* ambiguous synonym |
বৈশিষ্ট্য
সম্পাদনাএরা সম্পূর্ণরূপে সামুদ্রিক। এদের দেহ লম্বায় প্রায় 13 হতে 15 মিটার পর্যন্ত হতে পারে। এদের মস্তক চাপা ও দুপাশে প্রবর্ধিত হয়ে হাতুড়ির ন্যায় গঠন সৃষ্টি করে। এবং হাতুড়ির প্রান্তে দুটি বেশ বড় আকারের চোখ বিদ্যমান । চোখে চক্ষুপল্লব ও নিকটেটেটিং মেমব্রেন বিদ্যমান। এদের মুখের আকৃতি চন্দ্রাকার এবং সম্মুখ অঙ্কীয় দিকে অবস্থিত। এছাড়া ৫ জোড়া ফুলকা রন্ধ্র ও একজোড়া নাসারন্ধ্র বিদ্যমান।এদের একজোড়া পৃষ্ঠ পাখনা থাকে যার প্রথমটি শ্রোণি পাখনার সম্মুখে এবং অপরটি পায়ু পাখনার বিপরীতে অবস্থিত। এদের কোন স্পাইরাকল থাকে না । এরা viviparous অর্থাৎ ডিম পাড়ে ।
স্বভাব ও বাসস্থান
সম্পাদনাএরা হিংস্র স্বভাবের এবং এদের শিকারকে মাথা দ্বারা আক্রমণ করে । এরা গভীর পানিতে বসবাসের জন্য অভিযোজিত। এদের সকল উষ্ণ ও নাতিশীতোষ্ঞ সমুদ্রে পাওয়া যায়।
শিকার ও উপকারিতা
সম্পাদনাএদের সাধারণত তেল ও চামড়ার জন্য ধরা হয় । তবে অনেক দেশে এদের খাদ্য হিসেবেও গ্রহণ করা হয়।
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ {{{assessors}}} (2005). Sphyrna zygaena. 2008 IUCN Red List of Threatened Species. IUCN 2008. Retrieved on March 6, 2010.
- ↑ ক খ বাংলাদেশ গেজেট, অতিরিক্ত, জুলাই ১০, ২০১২, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, পৃষ্ঠা- ১১৮৫০০