মরিস ট্র্যাভার্স

ইংরেজ রসায়নবিদ (1872–1961)

মরিস ট্র্যাভার্স (১৮৭২ - ১৯৬১) একজন ইংরেজ রসায়নবিদ। তিনি স্যার উইলিয়াম রামজের সাথে যৌথভাবে জেনন, নিয়ন এবং ক্রিপ্টন নামক নিষ্ক্রিয় গ্যাসগুলো আবিষ্কার করেন।[] বিরল প্রজাতির গ্যাস নিয়ে তার কাজের কারণে তিনি রেয়ার গ্যাস ট্র্যাভার্স" খ্যাতি লাভ করেন। তিনি ভারতীয় বিজ্ঞান সংস্থার প্রতিষ্ঠাকালীন পরিচালক এবং রয়েল সোসাইটির ফেলো

মরিস ট্র্যাভার্স
জন্ম
মরিস উইলিয়াম ট্র্যাভার্স

(১৮৭২-০১-২৪)২৪ জানুয়ারি ১৮৭২
কেনসিংটন, লন্ডন, ইংল্যান্ড
মৃত্যু২৫ আগস্ট ১৯৬১(1961-08-25) (বয়স ৮৯)
স্ট্রোড, ইংল্যান্ড
পরিচিতির কারণজেনন, নিয়ন এবং ক্রিপ্টন এর আবিষ্কারক
পুরস্কাররয়েল সোসাইটির ফেলো[]
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্ররসায়ন
প্রতিষ্ঠানসমূহভারতীয় বিজ্ঞান সংস্থা

প্রারম্ভিক জীবন

সম্পাদনা

ট্র্যাভার্স ১৮৭২ সালের ২৪ জানুয়ারি ইংল্যান্ডের লন্ডনের কেনসিংটনে জন্ম গ্রহণ করেন। তার পিতা উইলিয়াম ট্র্যাভার্স, এফআরসিএস, ছিলেন অপচনশীল অস্ত্রচিকিৎসা পদ্ধতির অগ্রদূত। তার মাতা অ্যানি পকক। ট্র্যাভার্স রামসগেট, ওকিং, ও ব্লান্ডেল্‌স স্কুলে পড়াশুনা করেন।

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Bawn, C. E. H. (১৯৬৩)। "Morris William Travers 1872-1961"। Biographical Memoirs of Fellows of the Royal Society9: 300। ডিওআই:10.1098/rsbm.1963.0016