মরিয়ম গোল্ডম্যান সিডারবাউম
মিরিয়াম গোল্ডম্যান সিডারবাউম (সেপ্টেম্বর ১৬ ১৯২৯ - ফেব্রুয়ারী ৫,২০১৬) ছিলেন নিউইয়র্কের দক্ষিণ জেলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের জেলা আদালতের একজন জেলা বিচারক ।
শিক্ষাজীবন
সম্পাদনাএকটি ইহুদি পরিবারে জন্ম নেওয়া সিডারবাউম ব্রুকলিনের ক্রাউন হাইটস বিভাগে বেড়ে ওঠেন। [১] তিনি ব্রুকলিনের ফ্ল্যাটবুশের ইরাসমাস হল হাই স্কুল থেকে স্নাতক হন। সিডারবাউম ১৯৫০ সালে বার্নার্ড কলেজ থেকে তার ব্যাচেলর অফ আর্টস (BA) ডিগ্রী লাভ করেন এবং তারপর ১৯৫৩ সালে কলম্বিয়া ল স্কুল থেকে তার ব্যাচেলর অফ ল (LL.B.) লাভ করেন। [২]
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "THE MUSEUM OF MODERN ART ORAL HISTORY PROGRAM : INTERVIEW WITH: MIRIAM GOLDMAN CEDARBAUM (MGC)" (পিডিএফ)। Moma.org। সংগ্রহের তারিখ ২০১৬-০২-০৬।
- ↑ "Cedarbaum, Miriam Goldman – Federal Judicial Center"। www.fjc.gov।