মরিন স্ট্যাপলটন
লুই মরিন স্ট্যাপলেটন (ইংরেজি: Lois Maureen Stapleton) (২১ জুন, ১৯২৫ – ১৩ মার্চ, ২০০৬) একজন মার্কিন অভিনেত্রী। তিনি বিভিন্ন মার্কিন চলচ্চিত্র, মঞ্চ ও টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। এছাড়া তিনি ১৯৮১ সালে আমেরিকান থিয়েটার হল অফ ফেমে ভূষিত হয়েছিলেন।
প্রাথমিক জীবন
সম্পাদনাস্ট্যাপলেটনের জন্ম নিউ ইয়র্কের ট্রয় শহরে। তার মায়ের নাম আইরিন (বিবাহ পরবর্তীতে: ওয়ালশ) এবং বাবার নাম জন পি. স্ট্যাপলেটন। তিনি বেড়ে উঠেছেন এক রক্ষণশীল আইরিশ আমেরিকান পরিবারে।[১][২] তার বাবা অ্যালকোহল সেবন করতেন এবং প্রায় সময়ই মাতাল থাকতেন, ফলশ্রুতিতে স্ট্যাপলেটনের শিশু বয়সেই তার মা-বাবার মাঝে বিবাহবিচ্ছেদ ঘটে।[৩][৪]
ব্যক্তিগত জীবন
সম্পাদনাস্ট্যাপলেটনের প্রথম স্বামীর নাম ছিলো ম্যাক্স অ্যালেনটাক। তিনি ছিলেন প্রযোজক কার্মিট ব্লুমগার্ডেনের ম্যানেজার। এবং তার পরবর্তী স্বামীর ডেভি রেফায়েল ছিলেন একজন নাট্যকার। রেফায়েলের ঘরে স্ট্যাপলেটনের দুই সন্তান ছিলো। ড্যানিয়েল নামের একটি ছেলে, ও ক্যাথরিন নামের এক কন্যা।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ Sean O’Driscol (মার্চ ২০০৬)। "Stapleton, Oscar Winner, Dies at 80"। Irish Abroad। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১১।
- ↑ Tom Vallance (১৫ মার্চ ২০০৬)। "Maureen Stapleton"। The Independent। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১১।
- ↑ The Associated Press (১৩ মার্চ ২০০৬)। "Famed Actress Maureen Stapleton Dies"। CBS News। ২ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১১।
- ↑ Robert Berkvist (১৯ মার্চ ২০০৬)। "Maureen Stapleton; actress collected Oscar, Tonys, Emmy"। The San Diego Union-Tribune। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-১১।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে মরিন স্ট্যাপলটন (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে মরিন স্ট্যাপলটন (ইংরেজি)
- মরিন স্ট্যাপলেটন - টিভি ডট কম
- ফাইন্ড এ গ্রেইভে মরিন স্ট্যাপলটন (ইংরেজি)