ময়েজ উদ্দিন শরীফ
ময়েজ উদ্দিন শরীফ (জন্ম: ১৫ মার্চ ১৯৮৫)[১] বাংলাদেশি আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য।[২] ২০২৪ সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান।[৩]
অ্যাডভোকেট ময়েজ উদ্দিন শরীফ | |
---|---|
হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ১১ জানুয়ারি ২০২৪ – ৬ আগস্ট ২০২৪ | |
পূর্বসূরী | আব্দুল মজিদ খান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ময়েজ উদ্দিন শরীফ রুয়েল ১৫ মার্চ ১৯৮৫ যাত্রাপাশা, বানিয়াচং, হবিগঞ্জ |
জাতীয়তা | বাংলাদেশি |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
পিতামাতা | শরিফ উদ্দিন আহমেদ (পিতা) |
প্রাক্তন শিক্ষার্থী | ঢাকা বিশ্ববিদ্যালয়, নটর ডেম কলেজ |
পেশা | রাজনীতিবিদ |
প্রাথমিক জীবন
সম্পাদনাময়েজ উদ্দিন শরীফ ১৫ মার্চ ১৯৮৫ সালে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতা শরিফ উদ্দিন আহমেদ ছিলেন হবিগঞ্জ-২ আসনের দুইবারের সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক।[৪]
ময়েজ উদ্দিন ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
রাজনৈতিক জীবন
সম্পাদনাময়েজ উদ্দিন শরীফ জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক। ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক ও আওয়ামী লীগের আইন বিষয়ক উপকমিটির সদস্য।
তিনি ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-২ আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য মনোনীত হন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ময়েজ উদ্দিন শরীফ"। parliment.gov.bd। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০২৪।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল"। আরটিভি। ৮ জানুয়ারি ২০২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪।
- ↑ জনকণ্ঠ, দৈনিক। "জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা"। দৈনিক জনকণ্ঠ || Daily Janakantha (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৪-০৮-২৬।
- ↑ "তরুণ এমপি হতে চলেছেন ময়েজ উদ্দিন শরীফ রুয়েল"। দৈনিক কালের কণ্ঠ। ৮ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০২৪।