ময়েন উদ্দিন সরকার

বাংলাদেশী রাজনীতিবিদ
(ময়েজুদ্দিন সরকার থেকে পুনর্নির্দেশিত)

ময়েন উদ্দিন সরকার (১৯২৯-১৯৯৮) বাংলাদেশের রংপুর জেলার একজন রাজনীতিবিদ যিনি রংপুর-১ আসনের সংসদ সদস্য ছিলেন।[][]

ময়েন উদ্দিন সরকার
রংপুর-১ আসনের সংসদ সদস্য
কাজের মেয়াদ
৭ মে ১৯৮৬ – ৬ ডিসেম্বর ১৯৯০
পূর্বসূরীশফিকুল গনি স্বপন
উত্তরসূরীহুসেইন মুহাম্মদ এরশাদ
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯২৯
বেতগাড়ি, গংগাচড়া, রংপুর জেলা
মৃত্যু১৯৯৮
বেতগাড়ি, গংগাচড়া
নাগরিকত্ববাংলাদেশী
রাজনৈতিক দলজাতীয় পার্টি
দাম্পত্য সঙ্গী২ জন

ময়েন উদ্দিন সরকারের বাবা কছিম উদ্দিন সরকার ও মা তাহেরুন নেসা। তিনি বেতগাড়ির কিসমত সেরপুর মৌজার মিয়া পাড়ার অধিবাসী ছিলেন।[]

কর্মজীবন

সম্পাদনা

তিনি পাকিস্তান আমলে রংপুর পৌর সভার কমিশনার ছিলেন। স্বাধীনতার পর বেতগাড়ি ইউ.পি.-এর চেয়ারম্যান (১৯৭৩-৭৭) নির্বাচিত হয়েছিলেন। তাঁর রাজনৈতিক জীবন শুরু হয় মুসলিম লীগ দিয়ে। পাকিস্তান আমলে মুসলিম লীগ, রংপুর শাখার বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন। এরপর জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বি.এন.পি.-তে যোগদান করেন। তিনি গংগাচড়া উপজেলার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। জিয়ার পর হুসাইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করলে তিনি জাতীয় পার্টিতে যোগদান করেন এবং রংপুর-১ আসন থেকে ১৯৮৬ ও ১৯৮৮ সালে সংসদ সদস্য নির্বাচিত হন।[][]

তাঁর উদ্যোগে বেতগাড়ি দ্বি-মুখি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।[]

পরিবার

সম্পাদনা

তাঁর দু’স্ত্রী ও ৯ সন্তানের মধ্যে ১ম ছেলে মো. মনিরুজ্জামান সরকার বেতগাড়ি ইউ.পি.-এর চেয়ারম্যান ছিলেন।[]

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "৩য় জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। টীকা: এই তালিকায় তার নাম ভুলক্রমে “ময়েজউদ্দিন সরকার” লিখিত রয়েছে। 
  2. "৪র্থ জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)জাতীয় সংসদবাংলাদেশ সরকার। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। 
  3. গংগাচড়া উপজেলার ইতিহাস ও ঐতিহ্য, মো. মাহমুদুল আলম, লেখক সংসদ, রংপুর, ২০১৩, পৃ. ২০১।