ময়মনসিংহ-৮
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ময়মনসিংহ-৮ হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫৩ নাম্বার আসন।
ময়মনসিংহ-৮ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ময়মনসিংহ জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনা(১৫৩) ময়মনসিংহ-৮ আসনটি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলা নিয়ে গঠিত। [২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে ফখরুল ইমাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোঃ আব্দুস সাত্তার | ১,২১,১৬৩ | ৬৮.০ | +৩২.৭ | ||
বিএনপি | শাহ নুরুল কবির | ৫৭,০৪১ | ৩২.০ | -১০.৮ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৬৪,১২২ | ৩৬.০ | +২৮.৬ | |||
ভোটার উপস্থিতি | ১,৭৮,২০৪ | ৮৪.৩ | +১৬.৬ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | শাহ নুরুল কবির | ৫৯,১৫৯ | ৪২.৮ | +২২.৯ | ||
আওয়ামী লীগ | মোঃ আব্দুস সাত্তার | ৪৮,৮৮৫ | ৩৫.৩ | -১.৯ | ||
স্বতন্ত্র | শৌমেন্দ্র কিশোর চৌধুরী | ২৩,৮১৩ | ১৭.২ | প্র/না | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | এস এম ইকবাল | ৬,০৬৫ | ৪.৪ | প্র/না | ||
স্বতন্ত্র | আহম্মেদ হোসেন ভুইয়া | ৪০৩ | ০.৩ | +০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১০,২৭৪ | ৭.৪ | +৬.২ | |||
ভোটার উপস্থিতি | ১,৩৮,৩২৫ | ৬৭.৭ | +১০.০ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোঃ আব্দুস সাত্তার | ৩৪,০২৯ | ৩৭.২ | প্র/না | ||
জাতীয় পার্টি | রওশন এরশাদ | ৩২,৯০৮ | ৩৬.০ | +১১.৩ | ||
বিএনপি | খুররম খান চৌধুরী | ১৮,১৯০ | ১৯.৯ | -০.৬ | ||
জামায়াতে ইসলামী | একেএম ওয়ালি উল্লাহ | ৫,৪৩৮ | ৫.৯ | প্র/না | ||
জাকের পার্টি | হারুন অর রশীদ | ৩৯৮ | ০.৪ | -০.৪ | ||
ইসলামী সমাজতান্ত্রিক আন্দোলন | মুস্তফা আনোওয়ারুল হক খান | ২০৪ | ০.২ | প্র/না | ||
ফ্রিডম পার্টি | মো: আব্দুল গফুর | ১৫৪ | ০.২ | -১.৩ | ||
স্বতন্ত্র | আহম্মেদ হোসেন ভুইয়া | ১১৩ | ০.১ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১,১২১ | ১.২ | −৩.০ | |||
ভোটার উপস্থিতি | ৯১,৪৩৪ | ৫৭.৭ | +১২.৭ | |||
জাতীয় পার্টি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
জাতীয় পার্টি | খুররম খান চৌধুরী | ১৮,২০৯ | ২৪.৭ | ||
বিএনপি | গোলাম নবী | ১৫,০৯৫ | ২০.৫ | ||
স্বতন্ত্র | আক্তার হোসেন ভুইয়া | ১৩,৯৯২ | ১৯.০ | ||
গণতন্ত্রি পার্টি | এ এইচ এম খালেকুজ্জামান | ১৩,৩৪০ | ১৮.১ | ||
স্বতন্ত্র | মো: রেজা ই করিম | ৯,৪৫৩ | ১২.৮ | ||
বাংলাদেশ জনতা পার্টি | মো: সিরাজ উদ্দিন | ১,৪০৪ | ১.৯ | ||
ফ্রিডম পার্টি | মো: আব্দুল গফুর | ১,১১৭ | ১.৫ | ||
জাকের পার্টি | হারুন অর রশীদ | ৫৭১ | ০.৮ | ||
স্বতন্ত্র | জয়নুল আবেদিন | ২৬৭ | ০.৪ | ||
জাসদ (রব) | সাইদুর রহমান ভুইয়া | ১৯৩ | ০.৩ | ||
স্বতন্ত্র | আনওয়ারুল কবির | ১৪৩ | ০.২ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,১১৪ | ৪.২ | |||
ভোটার উপস্থিতি | ৭৩,৭৮৪ | ৪৫.০ | |||
জাতীয় পার্টি নির্বাচনী এলাকা ধরে রাখে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ময়মনসিংহ-৮ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ বাংলাদেশ নির্বাচন কমিশন (১৩ ফেব্রুয়ারি ২০১৮)। "Parliament Election 1973: Constituency wise Result of Mymensingh-8"। ১৪ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Nat'l election: Number of unopposed winners now 154"। The Bangladesh Chronicle। UNB। ১৫ ডিসেম্বর ২০১৩। ১৫ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ময়মনসিংহ-৮