ময়মনসিংহ-৬
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ময়মনসিংহ-৬ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৫১নং আসন।
ময়মনসিংহ-৬ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ময়মনসিংহ জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাময়মনসিংহ-৬ আসনটি ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোসলেম উদ্দিন | ১,৬৪,২১৩ | ৯৫.২ | +৩৫.৫ | |
জাসদ | আব্দুর রহমান | ৮,২৯৪ | ৪.৮ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ১,৫৫,৯১৯ | ৯০.৪ | +৬৯.৪ | ||
ভোটার উপস্থিতি | ১,৭২,৫০৭ | ৫৯.১ | −২২.৯ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোসলেম উদ্দিন | ১,২৫,৬২৯ | ৫৯.৭ | +২৮.৯ | ||
বিএনপি | শামসুদ্দিন আহমেদ | ৮১,৫১৪ | ৩৮.৮ | প্র/না | ||
ইসলামী আন্দোলন | নূরুল আলম সিদ্দিকী | ৮০৭ | ০.৪ | প্র/না | ||
বাংলাদেশ মুসলিম লীগ | মোঃ হাশমাতুল্লাহ শেখ | ৭৭৪ | ০.৪ | প্র/না | ||
কেএসজেএল | মোঃ আবদুর রশীদ | ৫৯৩ | ০.৩ | -০.৬ | ||
বিকেএ | আহমদ আলী | ৫৩৩ | ০.৩ | প্র/না | ||
জাসদ (রব) | মোঃ শামসুল আলম খান | ৪৯৮ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৪৪,১১৫ | ২১.০ | +১৮.৭ | |||
ভোটার উপস্থিতি | ২,১০,৩৪৮ | ৮২.০ | +১২.০ | |||
স্বতন্ত্র থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
স্বতন্ত্র | শামসুদ্দিন আহমেদ | ৫৬,৫৭৩ | ৩৩.২ | প্র/না | ||
আওয়ামী লীগ | মোসলেম উদ্দিন | ৫২,৬২১ | ৩০.৮ | -১৩.৬ | ||
জামায়াতে ইসলামী | মোঃ জসিম উদ্দিন | ৪৭,৩৭৫ | ২৭.৮ | +১১.৭ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | কে আর ইসলাম | ১১,০১২ | ৬.৫ | প্র/না | ||
কেএসজেএল | মোঃ আবদুর রশীদ | ১,৫৫৫ | ০.৯ | প্র/না | ||
জাতীয় পার্টি | মোঃ ফজলুল হক | ১,২৩০ | ০.৭ | প্র/না | ||
গণফোরাম | এ কে এম শামসুল হুদা | ২৫৭ | ০.২ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৩,৯৫২ | ২.৩ | −১২.৩ | |||
ভোটার উপস্থিতি | ১,৭০,৬২৩ | ৭০.০ | +৮.৬ | |||
আওয়ামী লীগ থেকে স্বতন্ত্র অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোসলেম উদ্দিন | ৪৭,৮২৭ | ৪৪.৪ | +১৬.১ | ||
বিএনপি | শামসুদ্দিন আহমেদ | ৩২,১৩৮ | ২৯.৮ | +১.০ | ||
জামায়াতে ইসলামী | জসিম উদ্দিন | ১৭,৩৭৮ | ১৬.১ | -১০.১ | ||
জাতীয় পার্টি | কে আর ইসলাম | ৮,৫৮৩ | ৮.০ | +৪.৮ | ||
স্বতন্ত্র | হাবিব উল্লাহ সরকার | ১,৩৫৪ | ১.৩ | প্র/না | ||
জাকের পার্টি | মোঃ মসিউর রহমান বাদল | ৫৪৫ | ০.৫ | +০.৩ | ||
সংখ্যাগরিষ্ঠতা | ১৫,৬৮৯ | ১৪.৬ | +১৪.১ | |||
ভোটার উপস্থিতি | ১,০৭,৮২৫ | ৬১.৪ | +১৮.৪ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | খন্দকার আমিরুল ইসলাম | ২৪,০২৩ | ২৮.৮ | |||
আওয়ামী লীগ | মোসলেম উদ্দিন | ২৩,৬০৯ | ২৮.৩ | |||
জামায়াতে ইসলামী | জসিম উদ্দিন | ২১,৮৩০ | ২৬.২ | |||
স্বতন্ত্র | এ এন এম নজরুল ইসলাম | ৮,০৪০ | ৯.৬ | |||
জাতীয় পার্টি | হাবিব উল্লাহ সরকার | ২,৬৪০ | ৩.২ | |||
বাংলাদেশ জনতা পার্টি | এ বি এম এ বি বাকী | ১,৭১৩ | ২.১ | |||
বাকশাল | মোঃ মোসলেম উদ্দিন | ৫৫৩ | ০.৭ | |||
বাংলাদেশ পিপলস লীগ (গরিব এ নওয়াজ) | শাহ মোঃ সোহরাব আলী | ৪০১ | ০.৫ | |||
এনডিপি | মোঃ বজলুল করিম চৌধুরী | ২৫৪ | ০.৩ | |||
জাসদ (রব) | জহুরুল হক | ১৮৫ | ০.২ | |||
জাকের পার্টি | মোঃ সাফির উদ্দিন | ১৮৪ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ৪১৪ | ০.৫ | ||||
ভোটার উপস্থিতি | ৮৩,৪৩২ | ৪৩.০ | ||||
থেকে বিএনপি অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ময়মনসিংহ-৬ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "Mymensingh-6"। বাংলাদেশের নির্বাচনের ফলাফল ২০১৪ (ইংরেজি ভাষায়)। ঢাকা ট্রিবিউন। ৪ মে ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ময়মনসিংহ-৬