ময়মনসিংহ-৪

বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা

ময়মনসিংহ-৪ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪৯ নং আসন।

ময়মনসিংহ-৪
জাতীয় সংসদ-এর
নির্বাচনী এলাকা
জেলাময়মনসিংহ জেলা
বিভাগময়মনসিংহ বিভাগ
মোট ভোটার
  • ৬,৫০,২৮৯ (ডিসেম্বর ২০২৩)[]
  • পুরুষ ভোটার: ৩,২২,৮০১
  • নারী ভোটার: ৩,২৭,৪৭৮
  • হিজড়া ভোটার: ১০
বর্তমান নির্বাচনী এলাকা
সৃষ্ট১৯৭৩

সীমানা

সম্পাদনা

ময়মনসিংহ-৪ আসনটি ময়মনসিংহ সদর উপজেলাময়মনসিংহ সিটি কর্পোরেশন নিয়ে গঠিত।[]

নির্বাচিত সাংসদ

সম্পাদনা
নির্বাচন সদস্য দল
১৯৭৩ আব্দুল মালেক বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৭৯ জয়নুল আবেদীন জায়েদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল[]
১৯৮৬ মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ[]
১৯৮৮ বেগম মমতা ওয়াহাব স্বতন্ত্র[]
১৯৯১ এ কে এম ফজলুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
ফেব্রুয়ারি ১৯৯৬ এ কে এম ফজলুল হক বাংলাদেশ জাতীয়তাবাদী দল
জুন ১৯৯৬ রওশন এরশাদ জাতীয় পার্টি (এরশাদ)
২০০১ দেলোয়ার হোসেন খান দুলু বাংলাদেশ জাতীয়তাবাদী দল
২০০৮ মতিউর রহমান বাংলাদেশ আওয়ামী লীগ
২০১৪ রওশন এরশাদ জাতীয় পার্টি (এরশাদ)
২০১৮ রওশন এরশাদ জাতীয় পার্টি (এরশাদ)
২০২৪ মোহিত উর রহমান শান্ত বাংলাদেশ আওয়ামী লীগ

নির্বাচন

সম্পাদনা

২০১০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০১৮: ময়মনসিংহ-৪[]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি রওশন এরশাদ ২,৪৩,৪৯৭ প্র/না
বিএনপি মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ১,০৩,৯৫০ 'প্র/না
ইসলামী আন্দোলন মোঃ নাসির উদ্দিন ১৬,২০৮ প্র/না
কমিউনিস্ট পার্টি এমদাদুল হক মিল্লাত ১,৫০৬ প্র/না
ন্যাশনাল পিপলস পার্টি (বাংলাদেশ) মোঃ হামিদুল ইসলাম ৩৩১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১,৩৯,৫৪৭
ভোটার উপস্থিতি ৩,৭০,৪৭৭
থেকে জাতীয় পার্টি অর্জন করে

বিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে রওশন এরশাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[]

২০০০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন ২০০৮: ময়মনসিংহ-৪[][১০]
দল প্রার্থী ভোট % ±%
আওয়ামী লীগ মতিউর রহমান ১,৭২,২৩৯ ৬৫.৩ +৩৪.০
বিএনপি এ কে এম মোশাররফ হোসেন ৮৫,৭৬০ ৩২.৫ -৫.৮
ইসলামী আন্দোলন মোঃ মোশাররফ হোসেন ২,১৬১ ০.৮ প্র/না
জাতীয় পার্টি রওশন এরশাদ ১,৬৫৩ ০.৬ প্র/না
বিকেএ আব্দুল আজিজ ৬৩৪ ০.২ প্র/না
বাসদ আবু নাঈম মোঃ খায়রুল বাশার ৫৩৮ ০.২ প্র/না
জাসদ চৌধুরী মুহাম্মদ ইশাক ৪০৭ ০.২ প্র/না
বাংলাদেশ কল্যাণ পার্টি শহীদ আমিনী রুমি ১৮৪ ০.১ প্র/না
ইসলামী ফ্রন্ট মোঃ সাইদুর রহমান ১১০ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ৮৬,৪৭৯ ৩২.৮ +২৫.৮
ভোটার উপস্থিতি ২,৬৩,৬৮৬ ৭৯.০ +৯.৭
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে
সাধারণ নির্বাচন ২০০১: ময়মনসিংহ-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি দেলোয়ার হোসেন খান দুলু ১,০২,০১৬ ৩৮.৩ +১০.১
আওয়ামী লীগ মতিউর রহমান ৮৩,৩৮০ ৩১.৩ +০.১
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট রওশন এরশাদ ৪৯,২৭৮ ১৮.৫ প্র/না
স্বতন্ত্র আমির আহমেদ চৌধুরী রতন ২৮,৮৯৩ ১০.৯ প্র/না
কমিউনিস্ট পার্টি শাহ আসাদুজ্জামান ৫৫১ ০.২ প্র/না
কেএসজেএল মোঃ কামরুজ্জামান ৫২৬ ০.২ প্র/না
স্বতন্ত্র এ. বি. এম. আইয়ুব ৪১৬ ০.২ প্র/না
জাতীয় পার্টি অনিল বন্দু দাস ৩৬৭ ০.১ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-খালেকুজ্জামান) শেখ মোঃ সিদ্দিকুর রহমান ২৩১ ০.১ প্র/না
স্বতন্ত্র মোঃ কাউসার হোসেন হারুন ১৬৬ ০.১ প্র/না
স্বতন্ত্র নাসরিন মোনেম খান ১২৪ ০.০ প্র/না
স্বতন্ত্র এ এইচ গোলাম মহিউদ্দিন ১১১ ০.০ প্র/না
বাংলাদেশ কৃষক শ্রমিক মুক্তি আন্দোলন (সাদেক) কৃষক মোঃ সাদেক ৪৭ ০.০ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১৮,৬৩৬ ৭.০ +১.৮
ভোটার উপস্থিতি ২,৬৬,১০৬ ৬৯.৩ +৩.৮
জাতীয় পার্টি থেকে বিএনপি অর্জন করে

১৯৯০-এর দশকে নির্বাচন

সম্পাদনা
সাধারণ নির্বাচন জুন ১৯৯৬: ময়মনসিংহ-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
জাতীয় পার্টি রওশন এরশাদ ৭২,১৩০ ৩৬.৪ +১৪.৯
আওয়ামী লীগ আমির আহমেদ চৌধুরী রতন ৬১,৮৩১ ৩১.২ +৭.৩
বিএনপি এ কে এম ফজলুল হক ৫৫,৮৩৮ ২৮.২ -৭.০
জামায়াতে ইসলামী মোঃ গোলাম রাব্বানী ৪,২০৩ ২.১ প্র/না
ইসলামী ঐক্য জোট মোঃ কাজী নুরুল ইসলাম ২,১১৭ ১.১ প্র/না
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (খালেকুজ্জামান) মোঃ ওবায়দুল্লাহ ৬৮৯ ০.৩ প্র/না
জাকের পার্টি এইচ.ই.ইফ আফজাল আলী ২৭৩ ০.১ -০.১
স্বতন্ত্র মোঃ হাবিবুল ইসলাম ২৫৬ ০.১ প্র/না
গণফোরাম মোঃ আবুল হাসনাত ২৩৩ ০.১ প্র/না
স্বতন্ত্র মোঃ আবদুস সাত্তার ফকির ১৭৭ ০.১ প্র/না
ন্যাপ মোঃ আমির হোসেন ১৭৩ ০.১ প্র/না
সংখ্যাগরিষ্ঠতা ১০,২৯৯ ৫.২ −৬.১
ভোটার উপস্থিতি ১,৯৭,৯২০ ৬৫.৫ +১৭.০
বিএনপি থেকে জাতীয় পার্টি অর্জন করে
সাধারণ নির্বাচন ১৯৯১: ময়মনসিংহ-৪[১১]
দল প্রার্থী ভোট % ±%
বিএনপি এ কে এম ফজলুল হক ৪৪,৮৪২ ৩৫.২
আওয়ামী লীগ মতিউর রহমান ৩০,৪৫৪ ২৩.৯
জাতীয় পার্টি অনিল বন্দু দাস ২৭,৪১২ ২১.৫
বাকশাল জলিল ১৪,২৮৫ ১১.২
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) মোঃ আব্দুল হান্নান ৫,১০৮ ৪.০
বাংলাদেশ জনতা পার্টি মোঃ আলী আশরাফুল দুলাল ২,২৪১ ১.৮
স্বতন্ত্র মোঃ রেজাউল হক ১,১২৯ ০.৯
বিকেএ আব্দুল আজিজ ৭৫৬ ০.৬
জাসদ (রব) মোঃ আব্দুল হাই মিয়া ৩০১ ০.২
জাতীয় বিপ্লবী ফ্রন্ট মোঃ আব্দুল মোতালেব লাল ২৯১ ০.২
জাতীয়তাবাদী গণতান্ত্রিক চাষী দল রাইহানা খান ২৭১ ০.২
জাকের পার্টি এইচ এম আফজাল আলী ২২৬ ০.২
সংখ্যাগরিষ্ঠতা ১৪,৩৮৮ ১১.৩
ভোটার উপস্থিতি ১,২৭,৩১৬ ৪৮.৫
থেকে বিএনপি অর্জন করে

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "ময়মনসিংহ-৪ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)ecs.gov.bdবাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪ 
  2. "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫ 
  3. "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  4. "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  5. "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  6. "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  7. "একাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্রভিত্তিক ফলাফল (১-১০০, ১০১-১৯৮ ও ১৯৯-৩০০)"বাংলাদেশ নির্বাচন কমিশন। সংগ্রহের তারিখ ২৭ ডিসেম্বর ২০২৩ 
  8. "১৫৩ আসনে জয়ী যারা"দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮ 
  9. "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮ 
  10. "মনোনয়ন জমাদানের তালিকা"বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮ 
  11. "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৮ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮ 

বহিঃসংযোগ

সম্পাদনা