ময়মনসিংহ-২
বাংলাদেশের জাতীয় সংসদের একটি নির্বাচনী এলাকা
ময়মনসিংহ-২ হল বাংলাদেশের জাতীয় সংসদের ৩০০টি নির্বাচনী এলাকার একটি। এটি ময়মনসিংহ জেলায় অবস্থিত জাতীয় সংসদের ১৪৭নং আসন। ফুলপুর-তারাকান্দা এই দুই উপজেলাকে নিয়ে গঠিত এ আসন।
ময়মনসিংহ-২ | |
---|---|
জাতীয় সংসদ-এর নির্বাচনী এলাকা | |
জেলা | ময়মনসিংহ জেলা |
বিভাগ | ময়মনসিংহ বিভাগ |
মোট ভোটার |
|
বর্তমান নির্বাচনী এলাকা | |
সৃষ্ট | ১৯৭৩ |
সীমানা
সম্পাদনাময়মনসিংহ-২ আসনটি ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলা ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত।[২]
নির্বাচিত সাংসদ
সম্পাদনানির্বাচন
সম্পাদনা২০১০-এর দশকে নির্বাচন
সম্পাদনাবিরোধীদলগুলি ২০১৪ সালের সাধারণ নির্বাচন বর্জন করে তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিলে শরীফ আহমেদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।[৭]
২০০০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | হায়াতুর রহমান খান | ১,৭২,৫৩৩ | ৬৩.৮ | +২৪.১ | ||
বিএনপি | শাহ শহীদ সরওয়ার | ৯৪,০৯০ | ৩৪.৮ | -১৫.৭ | ||
ইসলামী আন্দোলন | গোলাম মওলা ভূঁইয়া | ২,৪৮৫ | ০.৯ | প্র/না | ||
কেএসজেএল | মোঃ আনোয়ার হোসেন | ১,১২৮ | ০.৪ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ৭৮,৪৪৩ | ২৯.০ | +১৮.২ | |||
ভোটার উপস্থিতি | ২,৭০,২৩৬ | ৮৪.২ | +১২.৮ | |||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
বিএনপি | শাহ শহীদ সরওয়ার | ১,১৪,০৪৮ | ৫০.৫ | +২০.৩ | ||
আওয়ামী লীগ | মোঃ শামসুল হক | ৮৯,৬৩১ | ৩৯.৭ | +৪.৩ | ||
ইসলামী জাতীয় ঐক্যফ্রন্ট | জিয়া উদ্দিন আহমেদ | ২১,০০৬ | ৯.৩ | প্র/না | ||
কমিউনিস্ট পার্টি | আবুল হাসেম | ১,২১৩ | ০.৫ | প্র/না | ||
সংখ্যাগরিষ্ঠতা | ২৪,৪১৭ | ১০.৮ | +৫.৬ | |||
ভোটার উপস্থিতি | ২,২৫,৮৯৮ | ৭১.৪ | +১৩.৪ | |||
আওয়ামী লীগ থেকে বিএনপি অর্জন করে |
১৯৯০-এর দশকে নির্বাচন
সম্পাদনাদল | প্রার্থী | ভোট | % | ±% | |
---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোঃ শামসুল হক | ৫০,৪৯৭ | ৩৫.৪ | -২.৮ | |
বিএনপি | মোঃ আশরাফ উদ্দিন সরকার | ৪৩,০৩৭ | ৩০.২ | +৭.৪ | |
জাতীয় পার্টি | শাহ শহীদ সরওয়ার | ৪২,৬৭৮ | ৩০.০ | +৯.৩ | |
জামায়াতে ইসলামী | মোঃ আনিসুজ্জামান | ৪,২১৯ | ৩.০ | -০.৩ | |
ইসলামী ঐক্য জোট | মোঃ তাফাজ্জল হোসেন বিশ্বাস | ১,০০০ | ০.৭ | প্র/না | |
জাকের পার্টি | মোঃ সাইফুল ইসলাম | ৩৭৭ | ০.৩ | ০.০ | |
জাসদ | মোঃ নজরুল ইসলাম | ২৮৮ | ০.২ | প্র/না | |
গণফোরাম | এ.কে.এম. রাইহান উদ্দিন | ২০২ | ০.১ | প্র/না | |
বাংলাদেশ মুসলিম লীগ (জমির আলী) | নুরুল আলম | ১৫৩ | ০.১ | প্র/না | |
সংখ্যাগরিষ্ঠতা | ৭,৪৬০ | ৫.২ | −১০.৩ | ||
ভোটার উপস্থিতি | ১,৪২,৪৫১ | ৫৮.০ | +১৮.৫ | ||
আওয়ামী লীগ নির্বাচনী এলাকা ধরে রাখে |
দল | প্রার্থী | ভোট | % | ±% | ||
---|---|---|---|---|---|---|
আওয়ামী লীগ | মোঃ শামসুল হক | ৩৫,৪৩২ | ৩৮.২ | |||
বিএনপি | জুলমত আলী খান | ২১,০৯১ | ২২.৮ | |||
জাতীয় পার্টি | শাহ শহীদ সরওয়ার | ১৯,১৩৯ | ২০.৭ | |||
স্বতন্ত্র | গোলাম মোস্তফা | ৬,২৩৯ | ৬.৭ | |||
জাসদ | আব্দুল মনসুর সরকার | ৪,৩৭৩ | ৪.৭ | |||
জামায়াতে ইসলামী | মোঃ আনিসুজ্জামান | ৩,০৭৪ | ৩.৩ | |||
বাংলাদেশ মুসলিম লীগ (কাদের) | ইসমাইল হোসেন তালুকদার | ২,৪৮৯ | ২.৭ | |||
জাতীয় জনতা পার্টি ও গণতান্ত্রিক ঐক্য জোট | শেখ আলাল উদ্দিন | ৩৪৩ | ০.৪ | |||
জাকের পার্টি | মোঃ এ বারী সরকার | ২৬৬ | ০.৩ | |||
ন্যাপ (মুজাফফর) | আব্দুল জব্বার | ১৮৭ | ০.২ | |||
সংখ্যাগরিষ্ঠতা | ১৪,৩৪১ | ১৫.৫ | ||||
ভোটার উপস্থিতি | ৯২,৬৩৩ | ৩৯.৫ | ||||
বিএনপি থেকে আওয়ামী লীগ অর্জন করে |
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "ময়মনসিংহ-২ কেন্দ্র সংক্রান্ত গেজেট" (পিডিএফ)। ecs.gov.bd। বাংলাদেশ নির্বাচন কমিশন। ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০২৪।
- ↑ "জাতীয় সংসদীয় আসনবিন্যাস (২০১৩) গেজেট" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১৬ জুন ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১৫।
- ↑ "১ম জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৯ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "২য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৪ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৩য় জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ১৮ সেপ্টেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "৪র্থ জাতীয় সংসদ সদস্যদের তালিকা" (পিডিএফ)। বাংলাদেশ সংসদ। ৮ জুলাই ২০১৯ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪।
- ↑ "১৫৩ আসনে জয়ী যারা"। দৈনিক সমকাল। ৪ জানুয়ারি ২০১৪। ৬ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৯ম জাতীয় সংসদ নির্বাচন" (পিডিএফ)। বাংলাদেশ নির্বাচন কমিশন। ২৮ নভেম্বর ২০১৮ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ নভেম্বর ২০১৮।
- ↑ "মনোনয়ন জমাদানের তালিকা"। বাংলাদেশ নির্বাচন কমিশন। ১১ ফেব্রুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৮।
- ↑ ক খ গ "Parliament Election Result of 1991,1996,2001 Bangladesh Election Information and Statistics"। ভোট মনিটর নেটওয়ার্ক (ইংরেজি ভাষায়)। ২৯ ডিসেম্বর ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ ফেব্রুয়ারি ২০১৮।
বহিঃসংযোগ
সম্পাদনা- প্রথম আলোতে ময়মনসিংহ-২