মন্থন
মন্থন' ১৯৭৬ সালে প্রকাশিত একটি হিন্দি চলচ্চিত্র। এটির পরিচালক শ্যাম বেনেগল। মিল্ক কো-অপারেটিভের প্রতিষ্ঠাতা ডঃ ভির্গেশ কুরিয়েন এর দুগ্ধ সমবায় প্রতিষ্ঠার মুভমেন্টই সিনেমাটির মূল বিষয়বস্তু। চলচ্চিত্রের কাহিনি লিখেছিলেন ডঃ কুরিয়েন এবং বিজয় তেন্ডু্লকর, যৌথভাবে। ১৯৭০ সালে অপরেশন ফ্লাড নামে যে প্রজেক্টটি ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড চালু করে, তার ফলে প্রচুর দুগ্ধ উৎপাদক কৃষক গো-পালনকারি দরিদ্র ভারতীয় আর্থিকভাবে স্বনির্ভর হন। এই সাফল্যের নাম দেওয়া হয় 'শ্বেত বিপ্লব'। মূলত এই প্রেক্ষাপটেই ছায়াছবিটি তৈরি। এটি ভারতের প্রথম গণ-অর্থায়নের চলচ্চিত্র, যেটা তৈরির জন্য প্রায় পাঁচ লক্ষ কৃষক প্রত্যেকে দুই টাকা করে অর্থসাহায্য করেছিলেন।
মন্থন | |
---|---|
পরিচালক | শ্যাম বেনেগল |
প্রযোজক | গুজরাত কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড |
রচয়িতা | কাইফি আজমি (সংলাপ) |
চিত্রনাট্যকার | বিজয় তেন্ডুলকার |
কাহিনিকার | বেরঘেসে কুরিয়েন এবং শ্যাম বেনেগাল |
শ্রেষ্ঠাংশে | স্মিতা পাতিল গিরিশ কারণাড নাসিরুদ্দীন শাহ অমরেশ পুরী |
সুরকার | বনরাজ ভাটিয়া |
চিত্রগ্রাহক | গোবিন্দ নিহলানি |
সম্পাদক | ভানুদাস দিবাকর |
মুক্তি |
|
স্থিতিকাল | ১৩৪ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
ছায়াছবিটি পরের বছর ১৯৭৭ সালে জাতীয় পুরস্কারের মনোনয়নে, হিন্দি ভাষায় সেরা চলচ্চিত্র, সেরা চিত্রনাট্য ও সেরা নেপথ্য গায়িকা বিভাগে প্রথম হিসেবে ঘোষিত হয়।
ছবির শিরোনাম গান (মেরা গাম কাথাপারে) গেয়েছিলেন প্রীতি সাগর। এই গানটাই পরে আমূল এর বিজ্ঞাপনে ব্যবহার করা হত।[১][২]
অভিনয়
সম্পাদনা- গিরিশ কারণাড - ডঃ রাও
- নাসিরুদ্দিন শাহ্ - ভোলা
- স্মিতা পাতিল - বিন্দু
- অমরেশ পুরী - মিশ্রাজী
- মোহন আগাসে - সরপঞ্চ
- কুলভূষণ খারবান্দা
- অনন্ত নাগ - চন্দ্রভারকর
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ "গণ-অর্থায়নে সিনেমা নির্মাণের উদ্যোগ || আনন্দকণ্ঠ"। জনকন্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৬।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "গণ-অর্থায়নে প্রথম ছবি ভারতের | কালের কণ্ঠ"। কালের কণ্ঠ। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০৬।
বহিঃসংযোগ
সম্পাদনা- ইন্টারনেট মুভি ডেটাবেজে মন্থন (ইংরেজি)