মন্টি পানেসর

ইংরেজ ক্রিকেটার

মধুসুদন সিং পানেসর, নামে পরিচিত মন্টি পানেসর (জন্ম: ২৫ এপ্রিল ১৯৮২) হলেন একজন ইংরেজ আন্তর্জাতিক ক্রিকেটার যিনি বর্তমানে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব দলে হয়ে খেলছেন। একজন বা-হাতি অর্থডক্স স্পিন বোলার হিসেবে পানেসার নাগপুরে ভারতের বিরুদ্ধে ২০০৬ সালে টেস্ট ক্রিকেট এবং ২০০৭ সালে ইংল্যান্ডের হয়ে ওয়ানডে ক্রিকেটে আত্মপ্রকাশ করেন। ইংরেজি কাউন্টি ক্রিকেট দলে তিনি ২০০৯ সাল পর্যন্ত নর্থামশায়ার দলের হয়ে খেলেছেন। এছাড়াও তিনি দক্ষিণ আফ্রিকার লায়ন্স দলের হয়ে খেলেন।

মন্টি পানেসর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
মধুসুদন সিং পানেসর
জন্ম (1982-04-25) ২৫ এপ্রিল ১৯৮২ (বয়স ৪২)
লুটন, বেডফর্ডশায়ার, ইংল্যান্ড
ডাকনামমন্টি, মন্টেসার, দ্যা সুলতান, দ্যা সিক অফ টুইক, দ্যা পাইথন[]
উচ্চতা৬ ফুট ১ ইঞ্চি (১.৮৫ মিটার)
ব্যাটিংয়ের ধরনবা-হাতি
বোলিংয়ের ধরনবা-হাতি অর্থডক্স স্প্রিন
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ৬৩১)
১ মার্চ ২০০৬ বনাম ভারত
শেষ টেস্ট৫ ডিসেম্বর ২০১৩ বনাম অস্ট্রেলিয়া
ওডিআই অভিষেক
(ক্যাপ ২০০)
১২ জানুয়ারী ২০০৭ বনাম অস্ট্রেলিয়া
শেষ ওডিআই১৩ অক্টোবর ২০০৭ বনাম শ্রীলঙ্কা
ওডিআই শার্ট নং৭৭
ঘরোয়া দলের তথ্য
বছরদল
২০০১–২০০৯নর্থামশায়ার (জার্সি নং ৭)
২০০৯হিগভেল্ড লায়ন্স
২০১০–২০১৩সাসেক্স (জার্সি নং ৭)
২০১৩এসেক্স (on loan)
২০১৪–বর্তমানএসেক্স
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওয়ানডে এফসি লিস্ট এ
ম্যাচ সংখ্যা ৪৯ ২৬ ১৯৬ ৮৪
রানের সংখ্যা ২১৮ ২৬ ১,৩৬৮ ১৪১
ব্যাটিং গড় ৫.০৬ ৫.২০ ৮.৪৯ ৮.৮১
১০০/৫০ ০/০ ০/০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৬ ১৩ ৪৬* ১৭*
বল করেছে ১২,৩৭৪ ১,৩০৮ ৪৪,২৭৭ ৩,৭০১
উইকেট ১৬৬ ২৪ ৬৪৩ ৮১
বোলিং গড় ৩৪.৫৬ ৪০.৮৩ ৩১.২৭ ৩৫.৩৭
ইনিংসে ৫ উইকেট ১২ ৩৪
ম্যাচে ১০ উইকেট n/a n/a
সেরা বোলিং ৬/৩৭ ৩/২৫ ৭/৬০ ৫/২০
ক্যাচ/স্ট্যাম্পিং ১০/– ৩/– ৩৮/– ১৪/–
উৎস: ক্রিকেট আর্কাইভ, ২৩ ডিসেম্বর ২০১৩

পানেসার ভারতীয় পিতামাতার ঘরে লুটনে জন্মগ্রহণ করেন। তিনি টেস্ট ক্রিকেটে ভারত ছাড়া অন্য কোন দেশের প্রথম শিখ ক্রিকেট খেলোয়াড় হিসেবে প্রতিনিধিত্ব করেন। খেলার এবং প্রশিক্ষনের সময় তিনি একটি কালো পটকা (সম্পূর্ণ শিখ পাগড়ি, একটি ছোট সংস্করণ) পরেন।.[]

ব্যক্তিগত জীবন

সম্পাদনা

পানেসর ইংল্যান্ড এবং পাঞ্জাব উভয় ক্ষেত্রেই পরিবার থেকে সহায়ক ভূমিকা পেয়েছেন। তার বাবা ১৯৭০ সালের দিকে ভারত থেকে ইংল্যান্ডে চলে আসেন।[] তার পিতা পরমজিত সিং পানেসার ১৯৭৯ সালে ইংল্যান্ডে একজন নির্মাতা হিসেবে পাড়ি জমান। তার মায়ের নাম হল গুরশরান কর। পানেসর এর ইশার সিং পানেসার নামে একটি ছোট ভাই এবং এবং চরণজিত কর পানেসার নামে একটি ছোট বোন রয়েছে। তাদের পরিবার লুটনে বসবাস করছেন।[]

সাফল্য

সম্পাদনা

পুরস্কার

সম্পাদনা
  • এনবিসি ডেনিশ কম্পটন এ্যাওয়ার্ড- ২০০১[]
  • উইসডন ক্রিকেটার অব দ্যা ইয়ার - ২০০৭[]
  • বিয়ার্ড অব দ্যা ইয়ার - ২০০৬[]
  • এ্যাশেম মেম্বার ২০০৬-০৭, ২০০৯, ২০১০-১১
  • এ্যাশেজ বিজয়ী ২০০৯, ২০১০-১১

টেস্ট ম্যাচের পারফরম্যান্স

সম্পাদনা

টেস্ট অভিষেক: বনাম ভারত, বিদর্ভ ক্রিকেট আসোসিয়েশান গ্রাউন্ড, ১ মার্চ ২০০৬[]

পরিসংখ্যানটি ২৬-১১-২০১২ তারিখ অনুযায়ী সঠিক
Source: Cricinfo.
ব্যাটিং[] বোলিং[১০]
প্রতিপক্ষ ম্যাচ রান গড় সর্ব্বোচ্চ স্কোর ১০০ / ৫০ রান উইকেট গড় সেরা (ইনিংস)
  অস্ট্রেলিয়া ৪৬ ৭.৬৬ ১৬* ০/ ০ ৪৯৪ ১১ ৪৪.৯০ ৫/৯২
  ভারত ১১ ৪৫ ৪.০৯ ০ / ০ ১৪৭৪ ৩৬ ৪০.৯৪ ৬/৮১
  নিউজিল্যান্ড ২৭ ১০ ০ / ০ ৭৫১ ২২ ৩৪.১৩ ৬/৩৭
  পাকিস্তান ২১ ০ / ০ ৮১৭ ৩১ ২৬.৩৫ ৬/৬২
  দক্ষিণ আফ্রিকা ১১ ২.৭৫ ১০ ০ / ০ ৪১২ ১৩ ৩১.৬৯ ৪/৭৪
  শ্রীলঙ্কা ৪৩ ৮.৬ ২৬ ০ / ০ ৭১৬ ২০ ৩৫.৮০ ৫/৭৮
  ওয়েস্ট ইন্ডিজ ২১ ১৪* ০ / ০ ৭০০ ২৮ ২৫.০০ ৬/১২৯
সর্বমোট ৪৭ ২১৪ ৫.২১ ২৬ ০ / ০ ৫৩৬৪ ১৬১ ৩৩.৩১ ৬/৩৭

টেস্টে ৫ উইকেট লাভ

সম্পাদনা
# রিসংখ্যান ম্যাচ প্রতিপক্ষ অবস্থান মাঠ বছর ফলাফল
[১] ৫/৭৮   শ্রীলঙ্কা নটিংহ্যাম, ইংল্যান্ড ট্রেন্ট ব্রিজ ২০০৬ হার
[২] ৫/৭২   পাকিস্তান গ্রেটার ম্যানচেস্টার, ইংল্যান্ড ওল্ড ট্রাফড ক্রিকেট গ্রাউন্ড ২০০৬ বিজয়ী
[৩] ৫/৯২ ১১   অস্ট্রেলিয়া পার্থ, অস্ট্রেলিয়া ডব্লিউসিএ গ্রাউন্ড ২০০৬ হার
[৪] ৬/১২৯ ১৪   ওয়েস্ট ইন্ডিজ লন্ডন, ইংল্যান্ড লর্ডস ক্রিকেট গ্রাউন্ড ২০০৭ ড্র
[৫] ৬/১৩৭ ১৬   ওয়েস্ট ইন্ডিজ গ্রেটার ম্যানচেস্টার, ইংল্যান্ড ওল্ড ট্রাফড ক্রিকেট গ্রাউন্ড ২০০৭ বিজয়ী
[৬] ৫/৪৬ ১৭   ওয়েস্ট ইন্ডিজ চেষ্টার-লে-স্টেট, ইংল্যান্ড রিভারসাইড গ্রাউন্ড ২০০৭ বিজয়ী
[৭] ৬/১২৬ ২৬   নিউজিল্যান্ড নেপিয়ের, নিউজিল্যান্ড ম্যাকলিন পার্ক ২০০৮ বিজয়ী
[৮] ৬/৩৭ ২৮   নিউজিল্যান্ড গ্রেটার ম্যানচেস্টার, ইংল্যান্ড ওল্ড ট্রাফড ক্রিকেট গ্রাউন্ড ২০০৮ বিজয়ী
[৯] ৬/৬২ ৪০   পাকিস্তান আবু ধাবি, সংযুক্ত আরব আমিরাত শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়াম ২০১২ হার
[১০] ৫/১২৪ ৪১   পাকিস্তান দুবাই, সংযুক্ত আরব আমিরাত দুবাই আন্তর্জাতিক ক্রিকেট এ্যাসোসিয়েশন স্টেডিয়াম হার
[১১] ৫/১২৯ ৪৩   ভারত মুম্বাই, ভারত ওয়াঙখেড়ে স্টেডিয়াম ২০১২ বিজয়ী
[১২] ৬/৮১ ৪৩   ভারত মুম্বাই, ভারত ওয়াঙখেড়ে স্টেডিয়াম ২০১২ বিজয়ী

তথ্যসূত্র

সম্পাদনা
  1. Etheridge, John (১৫ ডিসেম্বর ২০০৬)। "Monty is the Sikh of Tweak | The Sun |Sport|Cricket"। The Sun। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১০ 
  2. "Monty Panesar Biography"। Biographyonline.net। ৭ জুন ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১০ 
  3. "Panesar set to make history - England"। ECB। ২৮ এপ্রিল ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১০ 
  4. Pigfoot_ (১৩ জুন ২০০৮)। "Mad Friday Football Thread / Social // Drowned In Sound"। Drownedinsound.com। ১২ জুলাই ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১০ 
  5. NBC Denis Compton Award 2001
  6. "Wisden - Monty Panesar"। Content-usa.cricinfo.com। সংগ্রহের তারিখ ১৮ মার্চ ২০১০ 
  7. name="bbc.co.uk"
  8. মন্টি পানেসর -ক্রিকইনফো ৩ মার্চ ২০০৮ সাল থেকে সংগৃহীত.
  9. "মন্টি পানেসরের প্রতিটি প্রতিপক্ষের বিরুদ্ধে টেস্ট ব্যাটিং এবং ফিন্ডিং"। Cricketarchive। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১০ 
  10. "প্রতিটি প্রতিপক্ষের বিরুদ্ধে মন্টি পানেসর এর টেস্ট বোলিং"। Cricketarchive। সংগ্রহের তারিখ ৩০ ডিসেম্বর ২০১০ 

বহিঃসংযোগ

সম্পাদনা