মনোহরদী পৌরসভা
মনোহরদী পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্তর্গত একটি পৌরসভা।[১][২][৩]।২০০২ সালে এটি দেশনেএী খালেদা জিয়া উদ্বোধন করেন।
মনোহরদী পৌরসভা | |
---|---|
স্থানীয় সরকার | |
ইতিহাস | |
শুরু | ২০০২ |
নেতৃত্ব | |
মেয়র | আমিনুর রশিদ সুজন, বাংলাদেশ আওয়ামী লীগ |
নির্বাচন | |
এফপিটিপি | |
সভাস্থল | |
মনোহরদী পৌরসভা কার্যালয় | |
ওয়েবসাইট | |
monohardipourashava.gov.bd |
অবস্থান ও সীমানা
সম্পাদনামনোহরদী পৌরসভা মূলত শুকুন্দি এবং চন্দনবাড়ী ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয়। এর পশ্চিমে কাপাসিয়া উপজেলা, দক্ষিণ-পূর্বে শুকুন্দি-কাচিকাটা ইউনিয়ন এবং উত্তরে চন্দনবাড়ী ইউনিয়ন ও চালাকচর ইউনিয়নের সীমান্ত রয়েছে। মনোহরদী পৌরসভার প্রাণকেন্দ্র হচ্ছে মনোহরদী বাজার। মনোহরদী বাজার পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।
ইতিহাস
সম্পাদনামনোহরদী পৌরসভা পৌরসভা ২০০২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নরসিংদী-৪ আসনের এমপি জননেতা সরদার সাখওয়াত হোসেন বকুল এটি উদ্বোধন করেন। ঐ সময় থেকে সরদার সাখওয়াত হোসেনের তত্ত্বাবধানে গ্যাস বিদ্যুৎ সহ অত্যাধুনিক সুবিধা প্রদান করার জন্য বিশেষ গুরুত্ব দেয়া হয়। যার সুবিধা বর্তমানেও অব্যাহত।
প্রশাসনিক এলাকা
সম্পাদনাআয়তন ও জনসংখ্যা
সম্পাদনাআয়তন: ৬.৬৬ বর্গ কি.মি.। জনসংখ্যা: ১৭,৭৩০ জন।
শিক্ষা
সম্পাদনাশিক্ষার হার : ৭০%
শিক্ষা প্রতিষ্ঠান
সম্পাদনা- প্রাথমিক বিদ্যালয় সরকারি-০৩টি
- প্রাথমিক বিদ্যালয়ের বেসরকারি- ০২টি
- কিন্ডার গার্টেন স্কুল- ০৭টি
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয় -০১টি
- উচ্চ মাধ্যমিক বিদ্যালয়- ০২টি
- মহিলা মহাবিদ্যালয় -০১টি
- ডিগ্রী কলেজ -০১টি
- ফোরকানিয়া মাদ্রাসা -০১টি
- মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা -০২টি
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
সম্পাদনাজনপ্রতিনিধি
সম্পাদনাবর্তমান মেয়র - জনাব আমিনুর রশীদ সুজন
মেয়রগণের তালিকা
- জনাব ডাঃ আব্দুল খালেক
- জনাব আলফাজ উদ্দিন (প্রয়াত)
- জনাব আমিনুর রশীদ সুজন
- বর্তমান প্রতিনিধি:
নাম | ইংরেজিতে নাম | পদবী | ওয়ার্ড নং | মোবাইল নম্বর | |
১ | অন্তর্বতীকালী | ন সরকার কর্তৃক
নিয়োগকৃত। |
মেয়রসম্পাদনা |
মনোহরদী পৌরসভা | 01611-920940 |
২ | জনাবা আকলিমা আক্তার | Aklima Akter | কাউন্সিলর | ১,২,৩ | 01715-530096 |
৩ | জনাবা মোসাঃ রীমি আক্তার | Ms. Reme Akter | ’’ | ৪,৫,৬ | 01758-863555 |
৪ | জনাবা সামসুন্নাহার | Shamsunnahar | ’’ | ৭,৮,৯ | 01744-249445 |
৫ | জনাব মোঃ মোজাহেদ উদ্দিন | Md. Mozahed Uddin | ’’ | ০১ | 01710-255881 |
৬ | জনাব মোঃ আকরাম হোসেন | Md. Akram Hossain | ’’ | ০২ | 01727-805300 |
৭ | জনাব তাজুল ইসলাম | Tajul Islam | ’’ | ০৩ | 01716-462115 |
৮ | জনাব মোঃ কামাল মিয়া | Md. Kamal Mia | ’’ | ০৪ | 01919-525856 |
৯ | জনাব জাকির হোসেন আকন্দ বাবুল | Jakir Hossain Akand Babul | ’’ | ০৫ | 01786-549379 |
১০ | জনাব মোঃ মাসুদ রানা | Md. Masud Rana | ’’ | ০৬ | 01711-045216 |
১১ | জনাব মোঃ হারম্নন অর রশিদ মাঝি | Md. Harun or Rashid Maji | ’’ | ০৭ | 01747-940856 |
১২ | জনাব মোঃ জুয়েল রানা | Md. Juwel Rana | ’’ | ০৮ | 01772-382066 |
১৩ | জনাব আবু নাঈম মোঃ জাকারিয়া | Abu Naim Md Zakaria | ’’ | ০৯ |
আরও দেখুন
সম্পাদনাতথ্যসূত্র
সম্পাদনা- ↑ "একনজরে মনোহরদী পৌরসভার তথ্যাদিঃ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
- ↑ "মনোহরদী পৌরসভা"। BDMayor। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
- ↑ "নরসিংদী জেলার পৌরসভাসমূহ"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০।
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |