মনোহরদী পৌরসভা

ঢাকার একটি উপজেলা

মনোহরদী পৌরসভা বাংলাদেশের ঢাকা বিভাগের নরসিংদী জেলার মনোহরদী উপজেলার অন্তর্গত একটি পৌরসভা[][][]।২০০২ সালে এটি দেশনেএী খালেদা জিয়া উদ্বোধন করেন।

মনোহরদী পৌরসভা
স্থানীয় সরকার
ইতিহাস
শুরু২০০২
নেতৃত্ব
মেয়র
আমিনুর রশিদ সুজন, বাংলাদেশ আওয়ামী লীগ
নির্বাচন
এফপিটিপি
সভাস্থল
মনোহরদী পৌরসভা কার্যালয়
ওয়েবসাইট
monohardipourashava.gov.bd

অবস্থান ও সীমানা

সম্পাদনা

মনোহরদী পৌরসভা মূলত শুকুন্দি এবং চন্দনবাড়ী ইউনিয়নের কিছু অংশ নিয়ে গঠিত হয়। এর পশ্চিমে কাপাসিয়া উপজেলা, দক্ষিণ-পূর্বে শুকুন্দি-কাচিকাটা ইউনিয়ন এবং উত্তরে চন্দনবাড়ী ইউনিয়ন ও চালাকচর ইউনিয়নের সীমান্ত রয়েছে। মনোহরদী পৌরসভার প্রাণকেন্দ্র হচ্ছে মনোহরদী বাজার। মনোহরদী বাজার পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত।

ইতিহাস

সম্পাদনা

মনোহরদী পৌরসভা পৌরসভা ২০০২ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নরসিংদী-৪ আসনের এমপি জননেতা সরদার সাখওয়াত হোসেন বকুল এটি উদ্বোধন করেন। ঐ সময় থেকে সরদার সাখওয়াত হোসেনের তত্ত্বাবধানে গ্যাস বিদ্যুৎ সহ অত্যাধুনিক সুবিধা প্রদান করার জন্য বিশেষ গুরুত্ব দেয়া হয়। যার সুবিধা বর্তমানেও অব্যাহত।

প্রশাসনিক এলাকা

সম্পাদনা

আয়তন ও জনসংখ্যা

সম্পাদনা

আয়তন: ৬.৬৬ বর্গ কি.মি.। জনসংখ্যা: ১৭,৭৩০ জন।

শিক্ষা

সম্পাদনা

শিক্ষার হার : ৭০%

শিক্ষা প্রতিষ্ঠান

সম্পাদনা
  • প্রাথমিক বিদ্যালয় সরকারি-০৩টি
  • প্রাথমিক বিদ্যালয়ের বেসরকারি- ০২টি
  • কিন্ডার গার্টেন স্কুল- ০৭টি
  • নিম্ন মাধ্যমিক বিদ্যালয় -০১টি
  • উচ্চ মাধ্যমিক বিদ্যালয়- ০২টি
  • মহিলা মহাবিদ্যালয় -০১টি
  • ডিগ্রী কলেজ -০১টি
  • ফোরকানিয়া মাদ্রাসা -০১টি
  • মাদ্রাসা ও সিনিয়র মাদ্রাসা -০২টি

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

সম্পাদনা

জনপ্রতিনিধি

সম্পাদনা

বর্তমান মেয়র - জনাব আমিনুর রশীদ সুজন

মেয়রগণের তালিকা

  • জনাব ডাঃ আব্দুল খালেক
  • জনাব আলফাজ উদ্দিন (প্রয়াত)
  • জনাব আমিনুর রশীদ সুজন
  • বর্তমান প্রতিনিধি:
নাম            ইংরেজিতে নাম পদবী ওয়ার্ড নং মোবাইল নম্বর
অন্তর্বতীকালী ন সরকার কর্তৃক

নিয়োগকৃত।

মনোহরদী পৌরসভা 01611-920940
জনাবা  আকলিমা আক্তার Aklima Akter কাউন্সিলর ১,২,৩ 01715-530096
জনাবা মোসাঃ রীমি আক্তার       Ms. Reme Akter ’’ ৪,৫,৬ 01758-863555
জনাবা সামসুন্নাহার               Shamsunnahar ’’ ৭,৮,৯ 01744-249445
জনাব মোঃ মোজাহেদ উদ্দিন    Md. Mozahed Uddin ’’ ০১ 01710-255881
জনাব মোঃ আকরাম হোসেন Md. Akram Hossain ’’ ০২ 01727-805300
জনাব তাজুল ইসলাম Tajul Islam ’’ ০৩ 01716-462115
জনাব মোঃ কামাল মিয়া     Md. Kamal Mia ’’ ০৪ 01919-525856
জনাব জাকির হোসেন আকন্দ বাবুল Jakir Hossain Akand Babul ’’ ০৫ 01786-549379
১০ জনাব মোঃ মাসুদ রানা             Md. Masud Rana ’’ ০৬ 01711-045216
১১ জনাব মোঃ হারম্নন অর রশিদ মাঝি Md. Harun or Rashid Maji ’’ ০৭ 01747-940856
১২ জনাব মোঃ জুয়েল রানা                 Md. Juwel Rana ’’ ০৮ 01772-382066
১৩ জনাব আবু নাঈম মোঃ জাকারিয়া Abu Naim Md Zakaria ’’ ০৯

আরও দেখুন

সম্পাদনা

তথ্যসূত্র

সম্পাদনা
  1. "একনজরে মনোহরদী পৌরসভার তথ্যাদিঃ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  2. "মনোহরদী পৌরসভা"BDMayor। ৪ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০ 
  3. "নরসিংদী জেলার পৌরসভাসমূহ"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২ মার্চ ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ মার্চ ২০২০