মনোজ পিঙ্গালে
ভারতীয় বক্সার
মনোজ পিঙ্গালে (জন্ম ২২শে অক্টোবর ১৯৬৭) একজন প্রাক্তন ভারতীয় বক্সার । তিনি ১৯৮৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে পুরুষদের ফ্লাইওয়েট ইভেন্টে অংশ নিয়েছিলেন। [১]
ব্যক্তিগত তথ্য | |
---|---|
জাতীয়তা | ভারতীয় |
জন্ম | ২২ অক্টোবর ১৯৬৭ |
ক্রীড়া | |
ক্রীড়া | মুষ্টিযুদ্ধ |
মুষ্টিযুদ্ধে তার সাফল্যের জন্যে তিনি ভারত সরকার দ্বারা অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন।
তথ্যসূত্র
সম্পাদনা- ↑ ইভান্স, হিলারি; গিয়ার্ড, আরিল্ড; হাইম্যানস, ইরোইন; ম্যালন, বিল; ও অন্যান্য। "Manoj Pingale Olympic Results"। Sports-Reference.com এ অলিম্পিক। স্পোর্টস রেফারেন্স এলএলসি। ১৩ ডিসেম্বর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জানুয়ারি ২০১৯।